জানুন, এ,এম,আই,ই থেকে পূর্বে, কিংবা অনেক পূর্বে পাশ করা প্রকৌশলীদের সম্পর্কে, আর নিজেদেরকে করে তুলুন উজ্জীবিত।
[১] ইঞ্জিনিয়ার নিজাম শরিফুল ইসলাম, ১৯৯৭ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই পাশ করেছেন। থাকেন ধানমণ্ডির গ্রিন রোডে।
[২] ১৯৫৯ সালে এ,এম,আই,ই পাশ করেছেন ইঞ্জিনিয়ার শারিফ মোহাম্মদ সায়েদুল হক, থাকেন ঢাকার বনানী মডেল টাউন এ।
[৩] ১৯৯৭ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই পাশ করেছিলেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোঃ শরিফুল ইসলাম। বাংলাদেশের সেনাবাহিনীর সাভার ক্যান্টনমেন্টে থাকেন (SUPDT., E/M, GE (ARMY))।
[৪] ১৯৭৬ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই পাশ করেছেন ইঞ্জিনিয়ার শরীফ নুরুল আনোয়ার, সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন, রিভার মরফোলজি রিসার্চ এন্ড ট্রেনিং, মতিঝিল বাণিজ্যিক এলাকা, মতিঝিলে।
[৫] ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরিফুল ইসলাম ২০০৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই পাশ করেছেন থাকেন গাজীপুরের দীঘিরচলা গ্রামে।
[৬] ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরিফুল আলম ২০০৬ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই পাশ করেছেন, থাকেন, উত্তরার সেক্টর - ১৩ তে, ঢাকায়।
[৭] ২০০২ সালে এ,এম,আই,ই পাশ করেছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ইঞ্জিনিয়ার শরিফ মোহাম্মদ মাহবুব-উল-আলম, ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পাওয়ার সেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুরে।
[৮] ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোঃ শরিফুল ইসলাম, ঢাকা ক্যান্টনমেন্টে আছেন (SAE, GE (ARMY)),১৯৯৭ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ।
[৯] ১৯৭৬ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করেছেন, ইঞ্জিনিয়ার শরীফ নুরুল আনোয়ার, থাকেন ঢাকার জিগাতলাতে (মনেসসর রোডে)।
[১০] ২০০৯ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম আরিফ থেকন শৈলরগাতি (পাস হসপিটালের পাশে),ইসলামপুর, চেরাগ আলী মার্কেট, টঙ্গী, গাজিপুরে।
[১১] বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার (SDE) হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০৬ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম থাকেন সেকশন - ২ মিরপুর ঢাকায়।
[১২] ইঞ্জিনিয়ার খন্দকার আরিফুজ্জামান ২০০৯ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করেছেন, বর্তমানে মাইড্যাশ এ আছেন মনিপুরিপাড়া, ফার্মগেট ।
[১৩] ২০০৯ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ার এমরান হোসেন সম্পন্ন করেন এ,এম,আই,ই থাকেন তেজকুনিপাড়াতে।
[১৪] ২০১২ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার রুপম চন্দ্র সাহা। থাকেন চামেলিবাগ, শান্তিনগর, ঢাকাতে।
[১৫] ১৯৮৭ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাকি, থেকেন দক্ষিন বাড্ডা, ঢাকায়।
[১৬] ১৯৯৩ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ , এ,এম,আই,ই সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার সর্দার মোঃ শাহিন, সিমেক ইন্টারন্যাশনাল কমপ্লেক্স লিমিটেড এর চেয়ারম্যান, থাকেন সেক্টর ১১ , উত্তরা , ঢাকায়।
[১৭] ১৯৮২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করেন ইঞ্জিনাইর মোঃ আব্দুল বাকি মিয়া, সড়ক ও জনপথ বিভাগ, এনকোয়ারি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, থাকেন রমনা, ঢাকায়।
[১৮] ২০০৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কিবরিয়া থাকেন ১০ নং রোডে, মিরপুর ২ , ঢাকায়।
[১৯] ১৯৬৯ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়িদ, থাকেন সেক্টর - ৭ উত্তরা মডেল টাউন, ঢাকায়।
[২০] এডিসি (জেনারেল) , ডিসি অফিস, নওগাঁ-য় কর্মরত আছেন ইঞ্জিনিয়ার মোঃ সায়িদ নুর আলম, ১৯৮৬ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করেন তিনি।
[২১] ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহেল কাফি, ১৯৮০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করে আছেন, রাজশাহী ডেভেলপমেন্ট অথোরিটি ( RDA) এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে।
[২২] সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে স্ত্রাকচারাল ডিজাইন-এ কাজ করছেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাকি মিয়া, ১৯৮৩ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করেছেন।
[২৩] ১৯৯৩ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই পাশ করে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন ইঞ্জিনিয়ার সর্দার মোঃ শাহিন, থাকেন, শেরে বাংলা রোড, মধুমিতা, দরবার শরিফ, টঙ্গী, গাজিপুরে।
[২৪] আবুল খায়ের গ্রুপে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০৭ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করা ইঞ্জিনিয়ার মুহাম্মদ হুমায়ুন কবির।
[২৫] ২০০৮ সালে এ,এম,আই,ই পাশ করা নারী প্রকৌশলী, ইঞ্জিনিয়ার ফেরদৌসি আখতার লিপি, কাজ করছেন মাইড্যাশ-এ, মনিপুরিপাড়া, ফার্মগেট ঢাকায়।
[২৬] ২০০৯ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুর হোসাইন, থাকেন, নর্থ কাফরুলে, ঢাকাতে।
[২৭] ১৯৮৭ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সাত্তার সম্পন্ন করেছেন এ,এম,আইই, কাজ করছেন স্ট্যানডারড ফিনিশ ওয়েল কোম্পানিতে, তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকাতে।
[২৮] ২০০৩ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম আব্দুস সাত্তার সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছেন BADC ঢাকা সার্কেলে, মানিক মিয়াঁ অ্যাভিনিউ, ঢাকাতে।
[২৯] ইঞ্জিনিয়ার মোঃ হামিদুল হক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে, দক্ষিন যাত্রাবাড়ী , ঢাকাতে, পাশ করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ১৯৭২ সালে।
[৩০] ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন মোল্লা ১৯৯৪ সালে এ,এম,আই,ই পাশ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। বর্তমানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন Public Health Engineering (PHD) ডিপার্টমেন্টে, ফরিদপুর সদর, ফরিদপুর ।
[৩১] ইঞ্জিনিয়ার চৌধুরী আনোয়ার হোসেন ১৯৬৭ সালে এ,এম,আই,ই পাশ করেছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, বর্তমানে ইস্টার্ন গ্রুপের চেয়ারম্যান। থাকেন জুবিলি রোড, চট্টগ্রামে।
[৩২] ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, ২০১১ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করেন, থাকেন নবীনগর, ব্রাহ্মণবাড়িয়াতে।
[৩৩] ১৯৬৯ সালে এ,এম,আই,ই পাশ করেন ইঞ্জিনিয়ার কে এম আনোয়ার হোসেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, থাকেন লেক সার্কাস, কলাবাগান, ঢাকায়।
[৩৪] ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন ২০১০ সালে এ,এম,আই,ই পাশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, থাকেন তেজকুনিপাড়া, তেজগাও, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৩৫] ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১০ সালে এ,এম,আই,ই পাশ করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, থাকেন, মগবাজার, ঢাকায়।
[৩৬] ইঞ্জিনিয়ার মোঃ আল আমীন ২০১৫ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, থাকেন কালি বাড়ি রোড, ফুলবাড়ি, দিনাজপুরে।
[৩৭] ইঞ্জিনিয়ার আল আমীন ২০১৩ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন, থাকেন টিভি গেট, মহাখালী, ঢাকায়।
[৩৮] ইঞ্জিনিয়ার এমরান হোসেন ২০১২ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই , থাকেন সাতগাও, চান্দিনা, কুমিল্লায়।
[৩৯] ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন, ২০১৪ সালে এ,এম,আই,ই পাশ করেন এলেচত্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে, বর্তমানে ইইসিই ডিপার্টমেন্টে আছেন, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকায় ।
[৪০] ইঞ্জিনিয়ার মোঃ সোলাইমান হোসেন, ২০১৪ সালে এ,এম,আই,ই পাশ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, বর্তমানে আছেন করমতল গ্রাম, পুবাইল, গাজীপুর সদর, গাজিপুরে।
[৪১] ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই ২০১৪ সালে, পাইসকা, আতলাপুর বাজার, রূপগঞ্জ, নারায়নগঞ্জে থাকেন।
[৪২] ইঞ্জিনিয়ার মোঃ আজমল হোসেন, ২০১৪ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, বর্তমানে কর্মরত আছেন, গণপূর্ত বিভাগ - PWD, ঢাকা সারকেল - ১, পূর্ত ভবন, ঢাকায়।
[৪৩] অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার মোঃ মাহেব হোসেন ঢাকা সিটি কর্পোরেশনে, যিনি ২০১১ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে।
[৪৪] ইঞ্জিনিয়ার মোঃ মফাজ্জল হোসেন, ২০১১ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই, থাকেন নবদয় হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকায়।
[৪৫] ইঞ্জিনিয়ার মোঃ আলমগির হোসেন, ২০১০ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন, এ,এম,আই,ই এবং বর্তমানে আছেন পূর্ব মনিপুরিপারা, ঢাকায়।
[৪৬] প্যাকারড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন যিনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ২০০৯ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৪৭] ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, ২০০৭ সালে সম্পন্ন করে এ,এম,আই,ই, থাকেন মিরপুর-১ এ ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৪৮] ইঞ্জিনিয়ার এ টি এম কামাল হোসেন, ২০০৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই, থাকেন সাত মসজিদ লেন, রায়ের বাজার, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৪৯] ইঞ্জিনিয়ার মোহাম্মদ তফাজ্জল হোসেন ২০০৮ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই এবং থাকেন গোলাম বাজার, শুভাদ্দা, কেরানিগঞ্জ, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫০] ২০০১ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, আইইবি রমনা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দায়িত্ব পালন করছেন, রেক্টর, ইএসসিবি- হিসেবে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫১] ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ২০০৬ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই, থাকেন পূর্ব কাজিপাড়া, মিরপুর, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫২] ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ২০০৮ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই, থাকেন, নয়ামাটি, কুতুবপুর, ফতুল্লা, নারায়নগঞ্জে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫৩] ২০০১ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার মোঃ আফজাল হোসেন কর্মরত আছেন উপসহকারী প্রকৌশলী হিসেবে, DWASA সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঢোলপুর, সাইদাবাদ , ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫৪] ২০০২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার মোঃ মবারক হোসেন থাকেন উত্তরা ১৩ নং সেক্টরে, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৫৫] ২০০৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আইই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার মোঃ মোকতার হোসেন থাকেন আজিজ অ্যাপার্টমেন্টে, শাহ্বাগ ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫৬] ২০০২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ হোসেন থাকেন শের শাহ্ শুরি রোড মোহাম্মদপুর ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৫৭] ২০০৪ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করা ইঞ্জিনিয়ার এম দেলোয়ার হোসেন জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-, আগ্রাবাদ, চট্টগ্রামে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৫৮] সিভিল ইঞ্জিনিয়ারিং - এ এ,এম,আই,ই সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার মোঃ আলতাফ হোসেন ২০০৪ সালে, থাকেন ঢাকা হাউজিং, আদাবর, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৫৯] ২০০২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করা প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ হোসেন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এলজিইডি- কক্সবাজারে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬০] স্বাধীনতার পরের বছর, ১৯৭২ সালে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করা প্রকৌশলী মোঃ গুলজার হোসেন খান, এখন কাজ করছেন, প্রোজেক্ট ম্যানেজার হসিএবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ-তে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬১] স্বাধীনতা যুদ্ধের আগের বছর, ১৯৭০ সালে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, ফার্ম ভিউ অ্যাপারটমেন্ট, তেজগাঁও স্টেশন রোড, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬২] ১৯৭৩ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন, থাকেন, মধ্য বাড্ডা, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৩] ১৯৭৪ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ইঞ্জিনিয়ার মীর মশাররফ হোসেন, কর্মরত আছেন, অ্যাসিসট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার হিসেবে, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই, ডিআইটি বিল্ডিং, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৪] ১৯৮৫ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করা প্রকৌশলী মোঃ আলমগীর হিসেন, সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন, সাভার, অ্যাটমিক এনার্জি রিসার্চ এসটিবলেশমেন্ট - এ/ তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৫] ১৯৮৮ সালে এ,এম,আই,ই পাশ করেছেন ইঞ্জিনিয়ার মোঃ সারোয়ার হোসেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, এবং কর্মরত আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোনায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৬] ১৯৭২ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করা প্রকৌশলী আনোয়ার হোসেন থাকেন বড়বাগ, মীরপুর - ২ , ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৭] ১৯৮৭ সালে ইঞ্জিনিয়ার মোঃ সাব্বির হোসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন এ,এম,আই,ই -তে এবং থাকেন পূর্ব শেওরাপাড়া, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৮] ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ নুর হোসেন । ১৯৯৫ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন, এ,এম,আই,ই থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৬৯] বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টে বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, যিনি ১৯৯৪ সালে পাস করে এ,এম,আই,ই পরীক্ষায়, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭০] ইঞ্জিনিয়ার শাহ্রিয়ার হোসেন ১৯৯২ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন এ,এম,আই,ই পাশ করে। থাকেন ইস্টার্ন হাউসিং এপার্টমেন্ট, সিদ্দেশরি, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার।
[৭১] জুনিয়র শহকারি ম্যানেজার হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি)-তে কর্মরত আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ সামাউন হোসেন, থাকেন গোয়ালপাড়া, খুলনাতে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন মেম্বার। ১৯৯৪ সালে মেকানিক্যাল থেকে এ,এম,আই,ই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
[৭২] ঢাকার দক্ষিন গোরান, খিলগাঁও তে থাকেন ইঞ্জিনিয়ার মোঃ মশাররফ হোসেন, ১৯৭৯ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই , ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭৩] ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজাদ হোসেন ঢাকার কাকরাইলে থাকেন, ১৯৭৩ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করেন।
[৭৪] ইঞ্জিনিয়ার মোঃ মতলেব হোসেন, থাকেন দক্ষিন কাফরুলে, ১৯৯০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেন এ,এম,আই,ই। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭৫] ইঞ্জিনিয়ার এস এম আকমল হোসেন থাকেন উত্তরা মডেল টাউন, ঢাকায়, তিনি ১৯৯০ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭৬] ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন ১৯৯০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। থাকেন পীরেরবাগ, মীরপুর, ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭৭] বাংলাদেশ বেতারের রিজিওনাল ইঞ্জিনিয়ার (ট্র্যান্সক্রিপশন সার্ভিস) হিসেবে কর্মরত আছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এ এম হোসেন আলী, যিনি ১৯৯১ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭৮] পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) -এর ম্যানেজার হিসেবে রুপাতলি, বরিশালে থাকেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এ কে এম আনোয়ার হোসেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৭৯] ইঞ্জিনিয়ার শাফায়েত হোসেন শাহ্জালাল ফার্টিলাইজার প্রোজেক্ট, ফেঞ্চুগঞ্জ সিলেট এ কর্মরত আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে । ১৯৯৩ সালে সম্পুন্ন করেন এ,এম,আই,ই, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮০] ইঞ্জিনিয়ার মোঃ মফাজ্জল হোসেন, ১৯৯৩ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। থাকেন পাইকপাড়া সরকারী কলোনি, মিরপুর-১ ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮১] ১৯৭৫ সালে এ,এম,আই,ই পাশ করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ তফাজ্জল হোসেন, থাকেন ঘুনি, কালিহাটি, টাঙ্গাইলে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮২] পিডিবি-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ দুলাল হোসেন থাকেন ক্ষণিকা বিল্ডিং, চট্টগ্রামে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ১৯৮৯ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই।
[৮৩] ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল হোসেন, পি.ইঞ্জ, পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)-তে কর্মরত আছেন মহাখালী ঢাকাতে। তিনি ১৯৮৬ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করে পরবর্তীতে অর্জন করেছেন "প্রফেশনাল ইঞ্জিনিয়ার" এর সনদ। তিনি বাংলাদেশের একজন রেজিস্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার (P. Eng. - পি.ইঞ্জ)। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮৪] পিডিবি-র অধীন ঘোড়াশাল পাওয়ার স্টেশনের জেনারেটর এন্ড সুইচগিয়ার প্রটেকশন ইউনিটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার মোঃ আখতার হোসেন যিনি ১৯৯১ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই । তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮৫] কুমিল্লা ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন এসডিও হিসেবে (SDO, E/M, GE (ARMY)) ইঞ্জিনিয়ার শাহাবুল হোসেন মোঃ ইশা । তিনি ২০০০ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮৬] গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছেন ইঞ্জিনিয়ার মোঃ মফাজ্জল হোসেন ভুঁইয়া, ১৯৯৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮৭] ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার মোঃ তোজাম্মেল হোসেন, ১৯৯১ সালে এ,এম,আই,ই পাশ করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৮৮] SILO DIRECTORATE, M/O FOOD - এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী আহমেদ হোসেন খান, যিনি ১৯৮১ সালে এ,এম,আই,ই পাশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহযোগী সদস্য।
[৮৯] জিটি পাওয়ার ষ্টেশন, আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাতে, টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার মোঃ মশাররফ হোসেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহযোগী সদস্য। ১৯৭৯ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করেন তিনি।
[৯০] ইঞ্জিনিয়ার মোঃ সাব্বির হোসেন ঢাকার, পশ্চিম কাফরুলে থাকেন, ১৯৮৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পন্ন করেন এ,এম,আই,ই। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন অ্যাসোসিয়েট মেম্বার।
[৯১] ঠাকুরগাঁও এর ডিজেল পাওয়ার প্ল্যান্টের সহকারী প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন ১৯৮৭ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহকারী সদস্য।
[৯২] চট্টগ্রামের খুলশি-র ১৩২/৩৩/১১ কেভি সাব ষ্টেশনে কাজ করছেন উপসহকারি প্রকৌশলী পদে, ইঞ্জিনিয়ার মোঃ দুলাল হোসেন, এ,এম,আই,ই সম্পন্ন করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ১৯৮৯ সালে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন অ্যাসোসিয়েট মেম্বার।
[৯৩] এয়ারক্রাফট মেকানিক, ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গার, বাংলাদেশ বিমান, ঢাকায় কর্মরত আছেন ইঞ্জিনিয়ার এস এম আকমল হোসেন, যিনি ১৯৯০ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন অ্যাসোসিয়েট মেম্বার।
[৯৪] উপসহকারী প্রকৌশলী (তেজগাও থানা), ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন, ঢাকা, তে কর্মরত ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, ১৯৯০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই সম্পন্ন করেন।
[৯৫] ঢাকার গুলশান-১ এ থাকেন, প্রকৌশলী মোতাহার হোসেন চৌধুরী, ১৯৭৩ সালে সম্পন্ন করেন এ,এম,আই,ই, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৯৬] সরকার পাড়া লেন, তুতপাড়া, খুলনাতে থাকেন ইঞ্জিনিয়ার মোঃ হোসেন আলী, ১৯৭৩ সালে এ,এম,আই,ই পাশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন ফেলো।
[৯৭] ইঞ্জিনিয়ার মোঃ সৈয়দ হোসেন ২০১১ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এ,এম,আই,ই সম্পন্ন করেন, থাকেন রামপুরা ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহযোগী সদস্য।
[৯৮] ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন ২০১০ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ,এম,আই,ই পাশ করেন । বর্তমানে থাকেন, খুলনার শিরোমণি-তে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহযোগী সদস্য।
[৯৯] মিরপুর - ১২ ঢাকায় থাকেন, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন , ২০০৯ সালে এ,এম,আই,ই পাশ করেন । তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহযোগী সদস্য।
[১০০] ইঞ্জিনিয়ার মোঃ মতির হোসেন ২০০৪ সালে এ,এম,আই,ই সম্পন্ন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। থাকেন আজিজ অ্যাপার্টমেন্ট, শাহ্বাগ , ঢাকায়। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর একজন সহযোগী সদস্য।
এই ওয়েবসাইটে যাদের সম্পর্কে তথ্য দেওয়া আছে, তাদের সম্পর্কে আমাদেরকে লিখতে পারেন। ওয়েবসাইটে আপডেট করা হবে। সবাই যেন জানতে পারে, এ,এম,আই,ই প্রকৌশলীদের সম্পর্কে... অনেক পূর্বে পাশ করা এ,এম,আই,ই প্রকৌশলী মারা গিয়েছেন কিন্তু, তথ্যের অভাবে, "মৃত" শব্দটি প্রয়োগ করা হয়নি। কোন তথ্যে সংশোধনের প্রয়োজন অনুভুত হলে, লিখতে পারেন telecoaching.royalengg.academy@gmail.com এই মেইল ঠিকানায়।
উপরে সংক্ষেপে উল্লেখিত এ,এম,আই,ই পাশ করা প্রকৌশলীদের সম্পর্কে আপনার যদি বিস্তারিত জানা থাকে, তবে, শেয়ার করতে পারেন আমাদের সাথে। সারা বাংলাদেশের হাজার হাজার এ,এম,আইই শিক্ষার্থী অনুপ্রেরণা লাভ করুক, পূর্বে পাশ করা প্রকৌশলীদের বর্তমান পেশাগত অবস্থান, সামাজিক অবস্থান ইত্যাদি সম্পর্কে জানা শোনা থেকে।
বর্তমান এ,এম,আই ই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় কিছু করবে , এই প্রত্যাশায়...
|