Royal BCI Research Laboratory
A brain computer interface (BCI), sometimes called a mind-machine interface (MMI), direct neural interface (DNI), or brain–machine interface (BMI), is a direct communication pathway between an enhanced or wired brain and an external device. BCIs are often directed at researching, mapping, assisting, augmenting, or repairing human cognitive or sensory-motor functions.
রয়েল বিসিআই রিসার্চ ল্যাবরেটরি হলো একটি বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন গবেষণাগার যা স্থাপন করা হচ্ছে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে। রাজশাহীতে অবস্থিত রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে বিসিআই রিসার্চ ফিল্ডে গবেষণা করতে আগ্রহী তরুণ গবেষকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করার লক্ষ্য নিয়ে স্থাপন করা হচ্ছে এই রিসার্চ ল্যাবরেটরি।
ব্রেইন সিগন্যাল দিয়ে রোবট নিয়ন্ত্রণ, শারীরিকভাবে পঙ্গু বা অক্ষম মানুষের ব্রেইন সিগন্যাল ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনযাপনের সুবিধার্থে নিত্যনতুন ডিভাইস বানানোর কাজগুলো করা হবে এই রিসার্চ ল্যাবরেটরিতে।
রিসার্চে আগ্রহী তরুণ গবেষকরা বিসিআই ফিল্ডে রিসার্চ করার জন্য যোগ দিতে পারেন এই রিসার্চ ল্যাবরেটরিতে।
|