Royal Robotics Club
এ,এম,আই,ই পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে যারা Research করতে আগ্রহী কিংবা নতুন কিছু Innovation - করতে চায়, তাদের জন্য সংক্ষেপে কিছু বিষয়ঃ
.
[1] Robotics ফিল্ড নিয়ে কাজ করতে পারেন। Line Following Robot নিয়ে কাজ শুরু করে ধীরে ধীরে Humanoid Robot নিয়ে কাজ করতে পারেন। চাইলে, NAO রোবট নিয়েও কাজ করতে পারেন। হাতে মোটা অংকের টাকা থাকলে, একটা NAO রোবট এর হার্ডওয়্যার কিনে এনে, ইচ্ছেমতো Coding করতে পারেন। Robotics নিয়ে কাজ করার মজাটা পেয়ে যাবেন খুব শিগ্রই। ফান্ডিং এর জন্য NST Fellowship বা ICT Scholarship এর জন্য আবেদন করতে পারেন।
.
[2] Brain Computer Interfacing ফিল্ডে রিসার্চ করতে পারেন, Real Time Application তৈরি করতে পারেন, প্যারালাইজড মানুষের জন্য, অসুস্থ মানুষের জন্য, শারীরিকভাবে পঙ্গু মানুষের জন্য। এই কাজের জন্য বাংলাদেশ সরকারের ICT Division এর Innovation Fund থেকে ৫-২০ লক্ষ টাকার ফান্ডিং পাওয়া সম্ভব।
.
যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এ,এম,আই,ই তে পড়ছেন, তারা বাংলাদেশের কৃষিখাতে অবদান রাখার জন্য বানাতে পারেন এদেশের কৃষিক্ষেত্রে ব্যবহার উপযোগী সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি। নতুন উদ্ভাবন যদি করতে পারেন কোন কৃষি যন্ত্র, সেটা এদেশের সরকারের ফাণ্ডিং এর জন্য বিবেচনার দাবী রাখবে বলে আশা করা যায়।
.
যারা কম্পিউটারে দক্ষ, প্রোগ্রামিং এ দক্ষ, ম্যাথল্যাব প্রোগ্রামিং জানেন, রিসার্চ করার ক্ষেত্রে, তাদের সুযোগটা বেশি। কম খরচেই তারা রিসার্চ এর সঙ্গে যুক্ত করা সম্ভব। উচ্চতর ডিগ্রী বিশেষত M.Sc. Engineering পড়ার লক্ষ্য যাদের, তাদের একটি থিসিস পেপার লেখা যেমন জরুরী, International Conference এ যদি একটি কনফারেন্স পেপার প্রকাশিত হয়, তবে, দেশের মধ্যে Public University তে M.Sc. Engineering করার সুযোগ বেড়ে যাবে, রেজাল্ট মোটামুটি (সিজিপিএ ২.৭৫ এর কাছাকাছি) থাকলেই চলবে।
.
.
AMIE পড়াশুনা - অনিয়মিতভাবে পড়লে, ভালো কিছু করা সম্ভব না। সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে, AMIE কে ধ্যানজ্ঞান হিসেবে নিয়ে, পড়াশুনার মতো পড়লে, AMIE পাশের সার্টিফিকেট দিয়েই জীবনে অনেক স্বপ্ন পূরণ হবে আপনার।
.
Royal Engineering Academy চেষ্টা করছে, রিসার্চে আগ্রহী AMIE শিক্ষার্থীদের রিসার্চ করার সুযোগ করে দিতে। স্পেশালভাবে ৪-৮ জনের একটা Research Team তৈরি হলে, একাডেমী Royal BCI Research Laboratory এসকল Young Researcher দের জন্য উন্মুক্ত করে দিবে - এখানে ২৪ ঘণ্টা - রিসার্চ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হবে।
.
একাডেমী ভিজিটের জন্য শুক্রবার সকাল ৮ টা ৩০ থেকে ১০ টা ৩০ মিনিটের মধ্যে চলে আসুন।
যেকোনো সহযোগিতায় ফোন করুনঃ +88-01712-535813 [Phone রিসিভ না হলে, এসএমএস দিয়ে আপনার প্রয়োজনীয়তা জানিয়ে রাখুন]
|