ROYAL ENGINEER

"ROYAL ENGINEER"


রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, মূলত BUET/RUET/CUET/KUET-এ অনুষ্ঠিতব্য A.M.I.E পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান । একজন এএমআইই পাশ করা "Engineer" মূলত ১৬ টি কোর্স পাশ করে প্রকৌশলী হয়ে থাকে । আধুনিক ইঞ্জিনিয়ারিং সিলেবাস অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী কমপক্ষে ৪০ টি কোর্স পাশ করে "Engineer"হয়ে থাকে। ৪০ টি কোর্স পাশ করতে গিয়ে আধুনিক বিভিন্ন কোর্সসমূহ পড়তে হয় একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে, যা মূলত একজন এএমআইই শিক্ষার্থী পড়ার সুযোগ পায় না, সিলেবাসে সেসকল কোর্স না থাকার কারনে ! কিন্তু প্রকৃত "Engineer" হওয়ার জন্য আধুনিক এসকল কোর্সসমূহ পড়া একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, শিক্ষার্থীদেরকে শুধুমাত্র এএমআইই পাশ করানোর জন্যই প্রস্তুতিতে সাহায্য করবে না, বরং প্রকৃত ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা লাভের সুযোগ করে দেবে । আর সে লক্ষ্য নিয়েই আগামী ২০১৫ সালের ১৬-ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, "ROYAL ENGINEER"  তৈরির কার্যক্রম ! প্রথম স্টেজে আমরা "ROYAL MECHANICAL ENGINEER" তৈরির কার্যক্রম শুরু করবো। দ্বিতীয় স্টেজে আমরা "ROYAL ELECTRICAL ENGINEER" তৈরির কার্যক্রম শুরু করবো। তৃতীয় ধাপে আমরা "ROYAL CIVIL ENGINEER" তৈরির কার্যক্রম শুরু করবো। রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর যেসকল শিক্ষার্থী প্রথম সেমিস্টারের ৪ টি কোর্স পাশ করবে, তাদেরকে নিয়েই শুরু হবে "ROYAL ENGINEER" তৈরির প্রোজেক্ট ।

বুয়েটের শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এএমআইই পরীক্ষার, প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এবং একই সাথে একটি পরিপূর্ণ "ইঞ্জিনিয়ারিং একাডেমী"- হিসেবে গড়ে তোলার বৃহৎ পরিকল্পনা নিয়ে ২০১৩ সালের ১৬-ই সেপ্টেম্বর রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী যার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো, "যথোপযুক্ত জ্ঞানলাভ এবং দক্ষতা অর্জনের সুযোগ প্রদানের মাধ্যমে মেধাবীদেরকে প্রকৌশলী হওয়ার সুযোগ করে দেওয়া" । ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে " দক্ষ প্রকৌশলী" হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিতে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য হলো, শিক্ষার্থীদের ভিডিও টিউটোরিয়াল-এর মাধ্যমে বিশ্বের সেরা সেরা প্রফেসরদের লেকচার ফলো করে পড়াশুনার সুযোগ করে দেওয়া, বাংলাতে ভিডিও টিউটোরিয়াল তৈরি, বিভিন্ন সরকারী বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহনের ব্যবস্থা করা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করা। "ROYAL ENGINEER"-তৈরির প্রোজেক্ট, সেই সকল আধুনিক উদ্যোগের ময়ূরের নতুন সংযুক্ত পালক ! 

আশা করছি, বাংলাদেশের এএমআইই শিক্ষার্থীদের জন্য "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-হয়ে উঠবে প্রানের মেলা, জ্ঞানের মেলা, দক্ষতার মেলা, মেধাবীদের মেলা । বাংলাদেশের মেধাবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী-তে বুয়েটে/ রুয়েটে অনুষ্ঠিতব্য এএমআইই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করার জন্য আহ্বান জানাই । ডুয়েটে সুযোগ না পাওয়া মেধাবী ডিপ্লোমা প্রকৌশলীদের "প্রকৌশলী" হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী সকল কার্যক্রম পরিচালনা করে থাকে । শুধুমাত্র এএমআইই পাশ নয়, জ্ঞানে এবং দক্ষতায় যেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলীদের সমকক্ষ হতে পারে একজন এএমআইই পাশ করা প্রকৌশলী, সেদিকে নজর রেখে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত আরও আধুনিক, আরও যুগোপযোগী করতে সচেষ্ট আমরা।   



"ROYAL MECHANICAL ENGINEER" - তৈরি করার ধাপঃ


প্রথম ধাপঃ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে অন্তর্ভুক্ত " সকল ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহের উপর ক্লাসে পাঠদান করা হবে ।

দ্বিতীয় ধাপঃ সকল "ইঞ্জিনিয়ারিং কোর কোর্সসমূহের" ল্যাব ম্যানুয়াল অনুযায়ী ল্যাব এক্সপেরিমেন্ট সম্পর্কে পাঠদান করা হবে ।

তৃতীয় ধাপঃ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ল্যাব এক্সপেরিমেন্ট করার ব্যবস্থা করা হবে (যদি সম্ভব হয়) । 

চতুর্থ ধাপঃ পাওয়ার প্ল্যান্ট, সুগার মিলসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করা হবে ।

পঞ্চম ধাপঃ বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, আন্তর্জাতিক এবং জাতীয় সেমিনার, ওয়ার্কশপে শিক্ষার্থীদের যোগদানের ব্যবস্থা করা হবে ।       



"ROYAL ENGINEER" হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজনঃ

১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ নুন্যতম ৩.৫০ থাকতে হবে ।

২. বুয়েটের সিলেবাস ফলো করে পড়াশুনা করার আগ্রহ থাকতে হবে ।

৩. প্রতিদিন কমপক্ষে ১০ ঘণ্টা পড়াশুনার করার অভ্যাস থাকতে হবে ।

৪. প্রথম সেমিস্টার (এএমআইই-তে কমপক্ষে ৪ টি কোর্স) পাশ থাকতে হবে ।


৫.  রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহে গড়ে ৭০% মার্কস প্রাপ্তি,নুন্যতম ৯৫% ক্লাসে উপস্থিতি, সকল এসাইনমেন্ট নির্দিষ্ট সময়ে জমা দেওয়া ।

৬. এসএসসিতে বিজ্ঞান বিভাগে নুন্যতম জিপিএ ৪.৫০ থাকতে হবে ।


এই ৬ টি যোগ্যতা পূরণসাপেক্ষে একজন শিক্ষার্থী "ROYAL ENGINEER" হওয়ার জন্য আবেদন করতে পারবে । আবেদন যাচাই বাছাই করে, সেরা ২০ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নিয়ে শুরু হবে "ROYAL ENGINEER"-তৈরির কার্যক্রম ! ৬-ই সেপ্টেম্বর ২০১৪ থেকে ৬-ই সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত সময়কালে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর সকল শিক্ষার্থীকে "বিশেষ পর্যবেক্ষণে" রাখা হবে । একবছরের পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট মাপকাঠিতে যোগ্য প্রমানিত "মেধাবী এবং পরিশ্রমী" শিক্ষার্থীদেরকেই গড়ে তোলা হবে "ROYAL ENGINEER" হিসেবে যারা জ্ঞানে এবং দক্ষতায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলীদের সমকক্ষ হবে !!! একজন এএমআইই পাশ করা প্রকৌশলী, যাতে জ্ঞানে এবং দক্ষতায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলীদের সমকক্ষ হতে পারে, সেই লক্ষ্য নিয়েই আগামী ১৬-ই সেপ্টেম্বর ২০১৫ থেকে শুরু হচ্ছে "ROYAL ENGINEER"-গড়ে তোলার প্রক্রিয়া ! আপনিও যোগ দিন রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী পরিবারের সাথে, নিজেকে গড়ে তুলুন "ROYAL ENGINEER"-হিসেবে ।


 
 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89653 visitors (191734 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free