Guidebooks Collection

 

Royal Engineering Academy, Rajshahi




AMIE এর নতুন সিলেবাসের আলোকে গাইডবইসমূহ সংগ্রহ করতে পারবেন নিচের শিডিউল অনুযায়ীঃ


*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
First Term-October-2016
*-*-*-*-*-*-*-*
-*-*-*-*-*-*

Electrical and Electronic Engineering (EEE)
1. Mathematics-I
2. Mathematics-II
3. Physics
4. Basic Fluid Mechanics

Civil Engineering (CE)
1. Mathematics-I
2. Mathematics-II
3. Physics
4. Basic Fluid Mechanics

Mechanical Engineering (ME)
1. Mathematics-I
2. Mathematics-II
3. Physics
4. Basic Fluid Mechanics

Chemical Engineering (Ch.E)
1. Mathematics-I
2. Mathematics-II
3. Physics
4. Basic Fluid Mechanics

*-*-*-*-*-*-*-*-*-*-*--*-*-*-
Second Term-April-2017
*-*-*-*-*-*-*-*
-*-*-*--*-*-*-

Electrical and Electronic Engineering (EEE)
1. Engineering Drawing
2. Chemistry
3. English and Economics
4. Elementary Electrical Engineering (EEE)

Civil Engineering (CE)
1. Engineering Drawing
2. Chemistry
3. English and Economics
4. Surveying (CE)

Mechanical Engineering (ME)
1. Engineering Drawing
2. Chemistry
3. English and Economics
4. Basic Electrical Engineering

Chemical Engineering (Ch.E)
1. Engineering Drawing
2. Chemistry
3. English and Economics
4. Basic Electrical Engineering

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Third Term - October-2018
*-*-*-*-*-*-*-*
-*-*-*-*-*-*-*

Electrical and Electronic Engineering (EEE)
1. Properties and Mechanics of Materials
2. Elementary Electronics
3. Thermal Engineering

Civil Engineering (CE)
1. Engineering Mechanics
2. Strength of Materials
3. Engineering Materials

Mechanical Engineering (ME)
1. Engineering Mechanics
2. Strength of Materials
3. Science of Materials

Chemical Engineering (Ch.E)
1. Properties and Mechanics of Materials
2. Industrial Stoichiometry
3. Chemical Engineering Thermodynamics

*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-**-*-*-
• According To New Syllabus of A.M.I.E. (Published at March 05, 2015)
• Full - Time Support for Residential Student (আবাসিক শিক্ষার্থী)
• Hotline # +88-01719-0333 64
*-*-*-*-*-*-*-*
*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-**-*-*-




সুপ্রিয় শিক্ষার্থী,

ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর ষ্ট্যাণ্ডার্ড গাইডবই বের করার জন্য গত চার বছরে প্রচুর পরিমাণ অনুরোধ আমাদের কাছে জমা পড়েছে । সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অনেকেই সিভিলের বিভিন্ন কোর্সের গাইডবই খুঁজছিলেন যাতে চাকুরীর পাশাপাশি কম সময়ে বেশি প্রস্তুতি নিয়ে এএমআইই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ।

গাইডবই কখনোই টেক্সটবই এর বিকল্প হতে পারে না, কিন্তু একটি গাইডবইঃ

১। আপনার পরীক্ষার প্রস্তুতিকে সহজ করে দিতে পারে ।
২। পরীক্ষায় ভাল করার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে ।
৩। কমসময়ে অধিক ভাল প্রস্তুতিতে সহায়ক হতে পারে ।
৪। চাকুরীর পাশাপাশি প্রস্তুতি নিতে সহায়তা করতে পারে ।
৫। পাশ এবং এ+ মার্কস প্রাপ্তিতে সহায়তা করতে পারে ।
৬। ৩-৪ টি টেক্সটবই ঘেঁটে পরীক্ষার প্রস্তুতির জন্য নোট তৈরির জন্য অপ্রয়োজনীয় বাড়তি সময় বাচিয়ে দিতে পারে ।
৭। এএমআইই পরীক্ষায় দিক-নির্দেশকের ভূমিকা পালন করতে পারে ।

কিন্তু জ্ঞানার্জনের জন্য অবশ্যই টেক্সটবই এর বিকল্প নেই । পড়ার ফাকে অবসর সময় বের করে নিন আর অবসর সময়ে........................ পড়ুন .................. !

পড়ার কোন বিকল্প নেই ।

এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য খুব শিগ্রই বের হতে যাওয়া
"A Guidebook of Engineering Materials" - নামক গাইডবইএর "ষষ্ঠ অধ্যায়" এর পিডিএফ ফাইল আপলোড করলাম । খুব শিগ্রই শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যাবে এই গাইডবইটি ।

যেকোনো সহযোগিতার জন্য ডায়াল করুনঃ +088-01719-033364 [ বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ]


ফাইলটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://attachment.fbsbx.com/file_download.php?id=432583926892057&eid=AStKobl2Um4eaikhkdnZCF_7yN0iYDLbaoQNxzq_kXNQcY-y-myFJjE13cQjmWbw3cY&ext=1423169914&hash=ASvP2GUKTewVjR2D

অথবা ফেসবুকে নিচের লিংকে দেখুনঃ
https://www.facebook.com/groups/amie.engineers.virtual.classroom/files



এএমআইই-র নতুন সিলেবাসের গাইডবই

 

আগস্ট ২০১৫ তে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে, নতুন সিলেবাস কার্যকর হবে । নতুন সিলেবাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য চাই, নতুন সিলেবাস অনুযায়ী কার্যকর গাইডবই, টেক্সটবই এবং সাজেশন ।



Royal Engineering Academy, Rajshahi - থেকে নতুন সিলেবাসে এ,এম,আই,ই পড়তে শুরু করা শিক্ষার্থীরা গাইডবই সংগ্রহ করতে পারবে নিচের লিস্ট অনুযায়ী ।

#নতুন_সিলেবাসের_আলোকে লেখা এসকল গাইডবই - এর মূল লক্ষ্য, প্রতি টার্মে একজন শিক্ষার্থী যেন খুব সহজেই চারটি (০৪ টি) কোর্সে পাশ করে সাড়ে ৩ বছরের মধ্যেই এ, এম,আই,ই শেষ করতে পারে ।

#নতুন_ভর্তি_হওয়া_শিক্ষার্থীদের_এএমআইই_পাশের_লক্ষ্য_পুরনে_সহায়ক_গাইডবই ।




---------------------------------------------------
#ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
সেকশন-এ এর বিভিন্ন কোর্স
---------------------------------------------------
1 Mathematics -I
2 Physics
3 Properties and Mechanics of Materials
4 Basic Fluid Mechanics
5 Mathematics –II
6 English and Economics
7 Thermal Engineering
8 Elementary Electrical Engineering
9 Engineering Drawing
10 Elementary Electronics
11 Chemistry


----------------------------------
#সিভিল ইঞ্জিনিয়ারিং
সেকশন-এ এর বিভিন্ন কোর্স
----------------------------------

1 Mathematics -I
2 Physics
3 Engineering Mechanics
4 Basic Fluid Mechanics
5 Mathematics –II
6 English and Economics
7 Strength of Materials
8 Surveying(Rename &
Updating)
9 Engineering Drawing
10 Engineering Materials
11 Chemistry

----------------------------------
#মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
সেকশন-এ এর বিভিন্ন কোর্স
----------------------------------
1 Mathematics -I
2 Physics
3 Engineering Mechanics
4 Basic Fluid Mechanics
5 Mathematics –II
6 English and Economics
7 Strength of Materials
8 Basic Electrical Engineering
9 Engineering Drawing
10 Science of Materials
11 Chemistry 11 Chemistry

----------------------------------
#কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
সেকশন-এ এর বিভিন্ন কোর্স
----------------------------------
1 Mathematics -I
2 Physics
3 Properties and Mechanics of Materials
4 Basic Fluid Mechanics & Heat Transfer
5 Mathematics –II
6 English and Economics
7Chemical Engineering Thermodynamics
8 Basic Electrical Engineering
9 Engineering Drawing
10 Industrial Stoichiometry
11 Physical Chemistry


গাইডবইসমূহের বৈশিষ্ট্য

ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর উপর এ+ সিরিজের গাইডবই আসছে খুব শিগ্রই !

গাইডবইটির বৈশিষ্ট্যঃ

১। বিগত ২০ টি এএমআইই পরীক্ষার প্রশ্নপত্রের ১০০% নির্ভুল সমাধান ।
২। প্রতিটি অধ্যায়ের শুরুতে বাংলায় বিষয়বস্তু সম্পর্কে পরিপূর্ণ আলোচনা ।
৩। বিগত বছরের গাণিতিক সমস্যাসমূহ সমাধানের পাশাপাশি প্রচুর পরিমাণ উধাহরন সংযুক্ত করা হয়েছে । উধাহরনসমূহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলী থেকে নেওয়া হয়েছে ।
৪। প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষার্থীর প্রস্তুতি যাচাই এর সুবিধার্থে মডেল টেস্টের প্রশ্ন সংযুক্ত করা হয়েছে ।
৫। প্রতিটি অধ্যায়ে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ এবং বইতে সমাধান করে দেওয়া অংকসমূহের অনুরুপ অংকসমূহ এক্সারসাইজ সংযুক্ত করা হয়েছে ।

ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে এ+ পেতে কি কি করনীয়ঃ

১। নির্দিষ্ট ধরণের গাণিতিক সমস্যা সমাধানের টেকনিক বা কৌশল জানা ।
২। টেকনিক বা কৌশল প্রয়োগের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে ধারণা।
৩। বিগত বছরের এএমআইই পরীক্ষাসমূহে আসা গাণিতিক সমস্যাসমূহ সমাধান এবং বারংবার চর্চা করা ।
৪। বিগত বছরের গাণিতিক সমস্যাসমূহ সমাধানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলী চর্চা করা ।
৫। মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে নিচের প্রস্তুতির অবস্থা যাচাই করা ।
৬। গুরুত্বপূর্ণ অংকসমূহ বাছাই করে বারংবার অনুশীলন বা চর্চা করা ।
৭। পরীক্ষার আগের ২-৩ দিনে সকল গুরুত্বপূর্ণ অংকসমূহ খাতায় নিজে নিজে অনুশীলন করা এবং প্রয়োজনীয় সুত্রসমুহ মুখস্থ রাখা ।
৮। গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাসমূহের উপর একটি নোটখাতা তৈরি করা ।

শিক্ষার্থীর এ+ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সকল স্টাডি ম্যাটেরিয়ালস, এই গাইডবই এর মধ্যেই সংযুক্ত করা হয়েছে ।



ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর অনুরুপ পদ্ধতিতেই সকল গাইডবই সাজানোর কার্যক্রম চলছে ।  ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সটি নতুন সিলেবাসে দুইটি কোর্সে বিভক্ত করা হয়েছে ম্যাথমেটিক্স - ০১ এবং ম্যাথমেটিক্স - ০২ ।



প্রতিটি গাইডবই-তেঃ
১। বিগত বছরের প্রশ্নাবলীর সমাধান সংযুক্ত করা হচ্ছে ।
২। নতুন সিলেবাসের প্রতিটি বিষয়বস্তু অনুযায়ী সম্পূর্ণ গাইডবই-কে সাজানো হচ্ছে ।
৩। বেসিক বিষয়বস্তু বাংলায় আলোচনা করা হয়েছে ।
৪। পরীক্ষায় ভাল করার জন্য "বুলেট সাজেশন" সংযুক্ত করা হচ্চে ।
৫। এ+ প্রাপ্তির বিশেষ কৌশল সংযুক্ত করা হচ্ছে ।


চাকুরীজিবিদের জন্য "শুধুমাত্র অতি গুরুত্বপূর্ণ " প্রশ্নের সমন্বয়ে "স্পেশাল প্রফেশনাল ভার্শন" সংগ্রহের সুযোগ পাচ্ছেন ।



Section-A এবং Section-B এর সকল বিষয়ের গাইডবই লেখার কাজ চলছে দ্রুতগতিতে । সবসময় যোগাযোগ রাখুন, আর আপনার প্রয়োজনমত গাইডবই সংগ্রহ করে নিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই !





গাইডবই সংগ্রহের জন্যঃ
Royal Engineering Academy, Rajshahi
+88 - 01911-088 706 +88-01815 - 30 30 01; +88-01716-088 627
+88-01719-0333 64

*********************************
@@@ ঈদ উপলক্ষে ৫০% পর্যন্ত ছাড় !!! @@@
*********************************

 

 

@ কি কি গাইডবই এ ছাড় পাওয়া যাচ্ছে?

১. ইঞ্জিনিয়ারিং মেকানিক্স
২. ফিজিক্স
৩. বেসিক ফ্লুয়িড মেকানিক্স
৪. থার্মাল ইঞ্জিনিয়ারিং
৫. পাওয়ার সিস্টেম এনালাইসিস
৬. পাওয়ার স্টেশন
৭. এলেমেন্তারি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

@ কিভাবে যোগাযোগ করবেন?
+০৮৮-০১৯১১-০৮৮৭০৬

@ কিভাবে টাকা পরিশোধ করবেন?
ডাচবাংলা ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে ।

@ কিভাবে বই সংগ্রহ করবেন?
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ।

@ দেশের কোন কোন স্থান থেকে সংগ্রহ করা যাবে ?
দেশের যেকোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঠিকানায় গাইড বই পৌঁছে দেওয়া হয়ে থাকে ।

@ একসাথে অধিক সংখ্যক গাইড বই সংগ্রহ করলে কোন ছাড় সুবিধা পাওয়া যাবে কি?
হ্যাঁ !!! একসাথে ৫ টি বা এর অধিক সংখ্যক পুস্তক সংগ্রহের ক্ষেত্রে ১০% - ৫০% আর্থিক ছাড় সুবিধা প্রযোজ্য হবে । কিন্তু একটি থেকে ৪ টি পুস্তক সগ্রহের ক্ষেত্রে নির্ধারিত মূল্য প্রযোজ্য হবে

@ বছরের কোন কোন সময়ে পুস্তক সংগ্রহ করা যাবে?
বছরের সব সময়ি পুস্তক সংগ্রহ করা যাবে । তবে মে মাসে এবং নভেম্বার মাসে নতুন সংস্করণ এর গাইড বই পাওয়া যায় বিধায় এই সময়ে সংগ্রহ করলে আপনার জন্য ভালো হবে ।

@ গাইড বই গুলো ফলো করলে আর কোন বই কিনতে হবে কি ?
না !!! একটি গাইডবই একটি কোর্সের জন্য যথেষ্ট !!! একটি গাইড বই সংগ্রহ করলে, আপনাকে আর কোন হ্যান্ডনোট বা টেক্সটবই সংগ্রহের প্রয়োজন নেই ।

@ গাইডবই সমূহ ফলো করে কি পাশ করা যাবে?
শুধু পাশ নয়, এ+ পেতে গাইড বই সমূহ খুবই কার্যকরী । কারন প্রতিটি গাইড বই থেকেই এই সেমিস্টার অর্থাৎ এপ্রিল - ২০১৩ তে ১০০ মার্কসের উপরে কমন পড়েছে !!! যেমন বেসিক ফ্লুয়িড মেকানিক্স এ কমন পড়েছে ১২৭ মার্কস !!!

@ গাইডবই গুলো ফলো করতে কি কোন শিক্ষকের প্রয়োজন হবে ?
না, একজন শিক্ষক আপনাকে যেভাবে একটি টেকনিক শেখাতেন , ঠিক সেভাবেই, গাইড বই গুলো সাজানো হয়েছে ! সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি , চাকুরীজীবীদের কথাও মাথায় রেখে গাইড বইসমূহ লেখা হয়েছে , যাতে শিক্ষকের সহযোগিতা ছাড়াই একজন শিক্ষার্থী তার এএমআইই এর জন্য প্রস্তুতি সম্পন্ন করতে পারে ।

আপনার যেকোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেনঃ +৮৮-০১৯১১-০৮৮৭০৬ এই নাম্বারে ।

 

 

গাইডবই সংগ্রহ এবং ROYAL ENGINEERING ACADEMY-তে এএমআইই প্রস্তুতি
 

আপনি গাইডবই সংগ্রহ করতে পারবেন খুব সহজেইঃ
১. ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে বইয়ের মুল্য পরিশোধ করুন ।
২. এসএমএস- এর মাধ্যমে ০১৯১১ - ০৮৮ ৭০৬ এই নাম্বারে আপনার ঠিকানা জমা দিন ।
৩. সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় গাইডবই পৌঁছে যাবে ।

বিস্তারিত জানতে ফোন করুন ০১৯১১- ০৮৮ ৭০৬ এই নাম্বারে ।

****************************************************
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স - গাইডবই এর ডেলিভারি শুরু হবে ১৫-ই আগস্ট 2016 । অনাকাঙ্ক্ষিত দেরীর জন্য আমরা দুঃখিত । যাদেরকে DEMAND ID -দেওয়া হয়েছে, তাদের গাইডবই আগামী ১৫ তারিখে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে ।

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গাইডবই-এর ডেলিভারি
*************************************
আগামী ১৬-ই আগস্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গাইডবই এর ডেলিভারি দেওয়া শুরু হবে । যাদের গাইডবই পেয়ে গেছেন ইতোমধ্যেই, তাদের ডিমান্ড জমা পড়েছিল, জুন-জুলাই মাসে । আগামী ১০ তারিখ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর এই সেমিস্টারের ডিমান্ড জমা নেওয়া হবে এবং ১৬-তারিখে পাঠানো শুরু হবে ।

***************************************
বেসিক ফ্লুয়িড মেকানিক্স গাইডবই
**************************
ডিমান্ড জমা নেওয়া হবে ১৩-ই আগস্ট 2016 তারিখ পর্যন্ত এবং ডেলিভারি শুরু হবে ১৭-ই আগস্ট থেকে । ডিমান্ড জমা দেওয়া যাবে, ডাচবাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে ।

ফিজিক্স গাইডবই সংগ্রহ
********************
ডিমান্ড জমা নেওয়া হবে ১৫-ই আগস্ট পর্যন্ত এবং ডেলিভারি শুরু হবে আগামী ১৯-শে আগস্ট থেকে ।

*** গাইডবই-এর কলেবর বৃদ্ধি , প্রিন্টিং খরচ, কাগজ খরচ বৃদ্ধি পাওয়ায় আগামী সেপ্টেম্বর থেকে প্রতিটি গাইডবই এর মুল্য ২৫% বৃদ্ধি করা হবে ।

*** এই আগস্ট মাসে (৩০-শে আগস্ট 2016 পর্যন্ত) একসাথে ৫-টি গাইডবই সংগ্রহ করলে একটি গাইডবই সম্পূর্ণ ফ্রি !

*** রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী-র শিক্ষার্থীদের জন্য গাইডবই-এর মুল্য, আসল মুল্যের ৩৩.৩৩% মাত্র । রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর কার্যক্রম শুধুমাত্র রাজশাহীতে চালু রয়েছে । রয়েছে আবাসিক সুবিধা, সপ্তাহে ৭ দিন বছরে ৩৫১ দিন ক্লাস, পাশের নিশ্চয়তা, একবার সেমিস্টার ফি জমা দেওয়ার পর যতদিন পাশ না করবেন, সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করার সুযোগ। স্পেশাল ব্যাচের ক্লাস শুরু আগামী ৬-ই আগস্ট থেকে । আবাসিক সুবিধা প্রাপ্তির জন্য আবেদনের শেষ সময় ১৫-ই আগস্ট 2016 । ভিজিট করুনঃ www.royalengineeringacademy.page.tl

**************************************
ROYAL ENGINEERING ACADEMY,
2nd Floor, Coffee bar, Borokuthi, Bank of Padma River
Rajshahi
Hotline: +088 - 01911 - 088 706
************************************

 

 

এএমআইই-পরীক্ষাসমূহের সাম্প্রতিক প্রশ্নপত্রে পরিবর্তন এসেছে যা দেখে অনেকেই হতাশ ! কিন্তু কেন হতাশ ?? ?

বিগত বছরের প্রশ্ন থেকে কমন পড়ছে না বলে হতাশ ? ? ?

হতাশার কিছু নেই । এতদিন পড়াশুনা করেছেন বিগত বছরের প্রশ্ন দেখে দেখে । এখন পড়াশুনা করুন বিগত ৩-৪ টার্মের প্রশ্নের ধরণ দেখে । ফলো করুন নির্দিষ্ট টেক্সটবই । বর্জন করুন গৎবাঁধা শিট, হ্যান্ডনোট ! ! !

কমপক্ষে একটি টেক্সটবই সম্পূর্ণ পড়ে ফেলুন ।

তারপর, চোখ বুলিয়ে নিন বিগত কয়েক টার্মের প্রশ্নপত্র ।
তারপর, শরণাপন্ন হন, কোন কোচিং প্রতিষ্ঠানে অথবা ফলো করুন কোন মানসম্মত গাইডবই, পরীক্ষার প্রস্তুতির জন্য ।

উল্টা পথে হাঁটবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে ! ৪-৫ বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারবেন না একটি কোর্স ! ! !

এবার থার্মাল ইঞ্জিনিয়ারিং এ যেমন হয়েছে # এবং গত ৩-৪ টি টার্মেই যা হচ্ছে ! শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক পড়ার চেয়ে টার্মভিত্তিক প্রশ্নের উপর পড়াশুনা করে ! যেটা মারাত্মক ক্ষতিকর প্রক্রিয়া , দূরে থাকুন ।

টেক্সটবই > বিগত বছরের প্রশ্ন > নিজে নোট করুন অথবা মানসম্মত গাইডবই ফলো করুন ।

নলেজ অর্জন করুন, টেক্সটবই ফলো করে অধ্যায় ভিত্তিক জ্ঞানার্জন করুন, বিগতবছরের প্রশ্ন দেখুন এবং বুদ্ধিমান শিক্ষার্থীর মতো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করুন । সফল হবেন ।

 

এ এম আই ই শিক্ষা্থীদের পাশ না করার পেছনে অনেক কারন আছে, সেগুলোর ১০ টি আমি আমার আগের পোস্ট গুলোতে বিভিন্ন সময় আলোচনা করেছি । সেখান কার একটি পয়েন্ট এখানে বিস্তারিত আলোচনা করতে চাই।

* এ এম আই ই শিক্ষা্থীদের মধ্যে অর্থ খরচে বেশ অনিহা দেখা যায় , সেই সমস্যা এতটাই প্রকট যে, সেটার ফলাফলে তাদের অধুরা এ এম আই ই ডিগ্রী অধুরাই থেকে যায় !!!

সবাই হয়তো আমার উপরের মন্তব্বের সাথে একমত নাও হতে পারেন, তবে বিষয়টি আমি একটু ব্যখ্যা করতে চাই ।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়য়ে EEE তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে সবমিলিয়ে কমপক্ষে ৩ লক্ষ্ ৮৪ হাজার টাকা ব্যয় করতে হয় , ভালো বিশ্ববিদ্যালয় যেমন আহসানউল্লাহ্‌ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত মান সম্মত বিশ্ববিদ্যালয়ে পড়তে ৫ লক্ষ থেকে সাড়ে ৫ লক্ষের মত খরচ হয় ।

অনেক শিক্ষার্থী প্রাইভেট ভার্সিটি গুলোতে বিপুল পরিমাণ টাকা দিয়ে ডিগ্রী সার্টিফিকেট কিনতে রাজি কিন্তু এ এম আই ই কমপ্লিট করার জন্য ৫০-৬০ হাজার টাকা খরচ করতে রাজি নয় !!!

বিষয়টি আরেকটু ব্যখ্যা করি । এ এম আই ই তে ১৬ টি কোর্সে পাশ করার প্রয়োজন হয় , সেক্ষেত্রে যদি প্রত্যেকটি কোর্সের জন্য টিউশন ফি ৩০০০ টাকা করেও দিতে হয় তবু ৪৮ হাজার টাকার বেশি লাগবে না !!! অধিকাংশ শিক্ষার্থী এই পরিমাণ অর্থ খরচ করে কোচিং করতে দ্বিধায় পরে যায় !!! তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়য়ে এক সেমিস্টার এ ৪৫ হাজার টাকা দিতে প্রস্তুত , কিন্তু সম্পূর্ণ এ এম আই ডিগ্রী অ্জনের জন্য , সম পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত নয় !!!

বাংলাদেশে এ এম আই ই এর উপর লেখা কোন গাইড বই বিগত ৬৩ বছরে কেউ লেখেনি !!! কেন ? কারন , এ এম আই ই এর উপর গাইড বই লিখলে খুব বেশি টাকা কামানো সম্ভব নয়, বরং সেই সময় টুকু্ অন্য কাজে ব্যয় করলে অনেক বেশি অর্থ উপার্জন সম্ভব ! তাই সুদীর্ঘ ৬৩ বছরে প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও কোন ভালো গাইড বই বা হ্যান্ডনোট ছিল না , তাই এ এম আই ই পাশ করা আরও বেশি দঃসাধ্য ছিল, এবং ৯৫% শিক্ষার্থীর এ এম আই ডিগ্রী অ্জনে স্বপ্ন স্বপ্নই থেকে যেত !!!

কিন্তু সেই সমস্যা সমাধানে ২০১০ সালের এপ্রিল এর ১৫ তারিখে শুরু করেছিলাম এক মিশন "SIMPLIFYING ENGINEERING" !!! যে মিশনের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের এ এম আই ই শিক্ষাব্যবস্থাকে শিক্ষা্থীদের কাছে সহজ করে তোলা, পাশ করা এবং ভালো রেজাল্ট করার পথটাঁকে কিছুটা সহজ করে তোলা, এ এম আই ই পাশ শিক্ষার্থীর সংখা বৃদ্ধি , সকল্ শিক্ষার্থীর STUDY MATERIALS সহজলভ্য করা । আর সেই লক্ষে শুরু করেছিলাম স্তান্ডার্ড গাইড বই লেখার মত কঠিন, সময়সাপেক্ষ এবং অযন্ত পরিস্রমি একটি কাজ । ইচ্ছা ছিল, ১৬ টি কোর্সের জন্য ষ্ট্যাণ্ডার্ড গাইডবই শিক্ষা্থীদের হাতে পৌঁছে দেওয়া , এবং সেই লক্ষ্য পুরনের পথে ৭ টি ধাপ শেষ হয়েছে ।

কিন্তু কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, কিছু অসাধু লোক, আমার লেখা অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় গাইডবইসমূহ আই ই বি রমনা হেড কোয়ার্টার এর লাইব্রেরী তে সহজলভ্য করার উদ্যোগের পথে কাঁটা বিছিয়ে দেয়, কিন্তু অত্যন্ত মজার এবং দুঃখের বিষয় এই যে, আই ই বি তে এখন আমার গাইড বই ফটোকপি করে বাজারজাত করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি !!! আপনারা যদি সেই সকল ফটোকপি করা গাইড বই সংগ্রহ করেন, তাহলে হয়তো ১০০ থেকে ১৫০ টাকা কম খরচে গাইড বই সমূহ সংগ্রহ করতে পারছেন, কিন্তু , লেখকের কপিরাইট তাহলে কোথায় গেল ? লেখক কেন তাহলে পরবর্তীতে আরও বই লিখতে উৎসাহিত হবেন ?

প্রতিদিন ৪০-৫০ টি রিকোয়েস্ট আসে, ভাইয়া , অমুক কোর্সের গাইড বই কবে বের হবে, গাইড বই গুলো কবে বের হবে, একটু তাড়াতাড়ি বই গুলো বের করেন, পরীক্ষার তো আর বেশি দেরি নেই ইত্যাদি !!! কিন্তু আপনারাই বলুন, আপনি যদি ফটোকপি করা অবৈধ বই সংগ্রহ করেন, ফটোকপি করাকে পরোক্ষভাবে উৎসাহিত করেন, তাহলে
বাকি গাইড বই গুলো কি , ওই ফটোকপি ওয়ালা লিখবেন ? তাদেরকে বলুন, বাকি বই গুলো তারাই লিখে আপনাদের কাছে পৌঁছে দিক !

যেকোনো কাজের ক্ষেত্রে, অনুপ্রেরণা খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ামক । আমি খুবই হতাশ হয়েছিলাম, যেদিন জানলাম, আই ই বি রমনা তে আমার গাইড বই সমুহের ফটোকপি পাওয়া যাচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই, আমি আপনাদেরকে সহযোগিতার জন্য গাইড বই লেখার উদ্যোগ গ্রহন করেছিলাম, কিন্তু ফটোকপি করা গাইড বই যদি আপনারা সংগ্রহ করেন, তবে , আমার পক্ষে আর কোন গাইড বই বের করা সম্ভব হবে না । আর সবচেয়ে বড় বিষয় হোল, আপনাদের সহযোগিতা ছাড়া ফটোকপি রোধ করাও সম্ভব নয় ।

একটু বেশি মুল্য দিয়ে অফসেট কাগজের কম্পিউটার প্রিন্ট এর গাইড বই সংগ্রহ করতে শিক্ষার্থীরা দ্বিধান্বিত , কিন্তু ৩-৪ বার একই কোর্স পরীক্ষা দিয়ে ফেল করে প্রতিবার ৮০০ টাকা হারে ২৪০০ টাকা নষ্ট হচ্ছে সেটা তাদের হিসাবে পরছে না !!! তারা ১০০ টাকা সেভ করার জন্য ফটোকপি করা নিম্নমানের বই সংগ্রহ করতে ইচ্ছুক !!!

আমি আমার মিশন চালিয়ে যেতে চাই, আর সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা আমার একান্তভাবেই কাম্য , আশা করছি, আপনাদের সবার সহযোগিতা পাব ,
এ এম আই ই শিক্ষাব্যবস্থাকে সহজ করার যে সুদূর পরিকল্পনা হাতে নিয়েছি, আপনাদেরকে সাথে নিয়ে সেই মিশন আমি পূর্ণ করবই করবো । আপনারা সাথে থাকবেন তো ?

সকল বাঁধা পেরিয়ে লক্ষ্যে পৌছাতে আপনারা কি আমাকে সহযোগিতা করবেন ?

 

 
 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89609 visitors (191684 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free