Tele-Coaching


আপনি কি রাঙামাটি , খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, চট্রগ্রাম, ঢাকা, বরিশাল বা দেশের এমন জায়গায় আছেন যেখানে থেকে এএমআইই পড়াশুনা চালিয়ে নেওয়ার জন্য সহযোগী হিসেবে কোন ভাল কোচিং পাচ্ছেন না ! ? একজন শিক্ষকের সাহচর্য প্রচণ্ড প্রয়োজন, সার্বক্ষণিক নিবিড় পরিচর্যা প্রয়োজন, কিন্তু পাচ্ছেন না ? নতুন আঙ্গিকের প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহন করে হতাশ ! ? পাশের আশা ছেড়ে দিয়েছেন ? হতাশাবাদিদের জন্য নতুন আশার আলো হয়ে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী নিয়ে এসেছে "TELE-COACHING" !

টেলি-কোচিং !

রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর সিভিল ইঞ্জিনিয়ারিং এর নির্দিষ্ট কোর্সের শিডিউল অনুযায়ী, একই স্টাডি ম্যাটেরিয়ালস এবং একই লেকচার-এর ভিডিও-র মাধ্যমে আপনি ঘরে বসেই পেতে পারেন ক্লাসের পরিবেশ, শিক্ষকের সান্নিধ্য কিন্তু নিজের ইচ্ছামতো সময়ে ! ! চাকুরীজীবীদের জন্য যা অতীব প্রয়োজন, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী নিয়ে এসেছে, সেই সুযোগ, TELE-COACHING ! ! !


টেলিকোচিং কি ?


রাজশাহীতে অবস্থিত রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর টেলিশিক্ষার্থী হিসেবে ঘরে বসেই আপনি পেতে পারেন ক্লাসের পরিবেশ, কোচিং-এর পরিবেশ, কোচিং-এর সকল সুযোগ সুবিধা ! কোচিং-এর মতোই আপনি পাবেন আমাদের নিবিড় সান্নিধ্য, ঘরে বসেই ~ পাবেন সকল স্টাডি ম্যাটেরিয়ালস ~ ঘরে বসেই ~ নিজের ঘরে বসেই রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে কোচিং করা-র প্রক্রিয়াকেই বলা হয় টেলিকোচিং ! একটি কোর্সের কোচিং করলে আপনি যেভাবে একজন শিক্ষকের নিবিড় সান্নিধ্য প্রাপ্তির সুযোগ পেতেন, ষ্ট্যাণ্ডার্ড হ্যান্ডনোট বা স্টাডি ম্যাটেরিয়ালস পেতেন, ক্লাসের নির্দিষ্ট পরিবেশ পেতেন, ঠিক সেভাবেই আপনাকে কোর্সভিত্তিক একজন করে "Tele-Teacher" আপনাকে এখন থেকে "Tele-Coaching" -করাবে ~!

কিভাবে চলবে এই "Tele-Coaching" ?

১. ইমেইল এর মাধ্যমে শিক্ষার্থী প্রতি সপ্তাহে ৩ টি করে স্টাডি নোট এবং প্রশ্ন পত্র পাবে ।

২. রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী প্রতি সপ্তাহে ৩ টি ভিডিও টিউটোরিয়াল ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীর ইমেইল এড্রেসে পাঠাবে (ক্লাসের শিডিউল অনুযায়ী)।

৩. শিক্ষার্থী প্রত্যেক ইমেইল পাওয়ার পরপরই স্টাডি ম্যাটেরিয়ালস প্রিন্ট করে নেবে, এবং দিনের একটি নির্দিষ্ট সময়ে, কম্পিউটার বা এন্ড্রয়েড ফোনে ভিডিও লেকচার চালু করে দেখবে (ঠিক যেন ক্লাসে বসে ক্লাস করছে ! ) । সামনে রাখা স্টাডি ম্যাটেরিয়ালসের উপরেই লেকচার ভিডিওটি তৈরি বিধায় লেকচার ভিডিও দেখার সাথে সাথে স্টাডি ম্যাটেরিয়ালস পড়ে ফেলতে হবে ।

৪. এবার "প্রশ্নোত্তর পর্ব" ! একটি ভিডিও লেকচার দেখা এবং স্টাডি ম্যাটেরিয়ালস পড়ার পর, শিক্ষার্থী যেসকল টপিকস বুঝতে সমস্যাই পড়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে "প্রশ্নোত্তর পর্ব" শিরোনামে

telecoaching.royalengg.academy@gmail.com

বরাবর একটি ইমেইল পাঠাবে । একটি ডকুমেন্ট ফাইল আকারে "সমস্যাসমূহ বা প্রশ্নসমূহ উল্লেখ করতে হবে" । প্রতি শুক্রবার শিক্ষার্থীরা সংশ্লিষ্ট "কোর্স এক্সপার্টের" সাথে বিকাল ৫ থেকে রাত ৮ টা পর্যন্ত "মোবাইলের মাধ্যমে" সরাসরি "প্রশ্নোত্তর পর্বে" যোগ দিতে পারবেন এবং অধ্যায়ভিত্তিক বিভিন্ন বিষয় বা গাণিতিক সমস্যাসমূহের উপর প্রশ্ন করতে পারবেন । "কোর্স এক্সপার্ট" সকল প্রশ্নের উত্তর সাথে সাথেই শিক্ষার্থীকে জানিয়ে দিবেন বা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন । সম্পূর্ণ কনভারসেশন অডিও রেকর্ড করা হবে এবং পরবর্তী লেকচার ভিডিও-র সাথে প্রশ্নোত্তর পর্বের প্রশ্নের উপর ভিত্তি করে "স্পেশাল ভিডিও টিউটোরিয়াল" তৈরি করা হবে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে । 

৫. রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী পরবর্তী লেকচার ইমেইল করার সময়, আগের লেকচারের প্রশ্নোত্তর পর্বের জন্য ই-মেইলের মাধ্যমে পাঠানো প্রশ্নের উত্তর সম্বলিত একটি ভিডিও লেকচার তৈরি করে শিক্ষার্থীকে ইমেইল করবে ।
 

৬. মডেল টেস্ট পরীক্ষা - এটি দুইভাবে নেওয়া হতে পারে । প্রথমতঃ ভিডিও কনফারেন্সিং চালু রেখে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, স্কাইপির মাধ্যমে মনিটর করবে শিক্ষার্থীর পরীক্ষা । পরীক্ষা দেওয়া শেষ হলে, শিক্ষার্থী, মডেল টেস্টের উত্তরপত্র স্ক্যান করে ইমেইলে পাঠিয়ে দেবে

telecoaching.royalengg.academy@gmail.com

বরাবর । রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী খাতার মুল্যায়ন শেষে শিক্ষার্থীকে "Evaluation Report" পাঠাবে যেখানে শিক্ষার্থীর প্রতি নির্দেশনা থাকবে, কিভাবে পরবর্তী ধাপে পড়াশুনা করতে হবে ।

৭. ৩০ দিন পরপর, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমি পূর্ববর্তী সকল ভিডিও ফাইল এবং পিডিএফ ফাইল ডিভিডি আকারে শিক্ষার্থীর ঠিকানায় পৌঁছে দেবে ।

এভাবেই ধারাবাহিক প্রক্রিয়ায় এগিয়ে চলবে TELE-COACHING প্রক্রিয়া ।

Video Tutorial - Engineering Mechanics


Royal Engineering Academy, Rajshahi-র ইউটিউব চ্যানেল RoyalTV -র লিংকঃ

https://www.youtube.com/channel/UClIwbEYjmINPA7U-jH-zWyQ

 

 

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ১

https://www.youtube.com/watch?v=jO0P3nlv8pg

তারিখঃ ১৮/১০/২০১৫

 

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ২

https://www.youtube.com/watch?v=8Orqn4NQ63Q

তারিখঃ ১৯/১০/২০১৫

 

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ৩

https://www.youtube.com/watch?v=9OoIG5_DUU0

তারিখঃ ১৯/১০/২০১৫

 

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ৪

https://youtu.be/EWQTjfHLvpU
তারিখঃ ২০/১০/২০১৫



ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ৫

https://youtu.be/Yvn6xiFQKAo
তারিখঃ ২১/১০/২০১৫ 



পরবর্তী লেকচারসমূহঃ

-----------------------


ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ৬


তারিখঃ ২২/১০/২০১৫


ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় - ৮ লেকচার - ৭


তারিখঃ ২৩/১০/২০১৫


চোখ রাখুন নিয়মিত ঠিক দুপুর ১২ টায়  Royal TV ইউটিউব চ্যানেলে ! 

[অন্যান্য অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে ভিডিও টিউটরিয়াল আপলোড করা হবে । ]

Hotline: +88-01911-088706 [বিকাল ৩ টা থেকে রাত ৮ টার মধ্যে যোগাযোগ করুন । ]




TELE-COACHING এর খরচঃ

রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর ON-Campus শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন স্কিম অনুযায়ী খরচ প্রযোজ্য । কোন বাড়তি খরচ প্রদানের কোন প্রয়োজন নেই । সাধারণভাবে, সেকশন-এ এর প্রতিটি কোর্সের জন্য খরচ হবে - ৩৭৫০ টাকা এবং সেকশন-বি এর প্রতিটি কোর্স এর জন্য খরচ হবে ৪৯৫০ টাকা । প্রতি সেমিস্টারে নুন্যতম ২টি সাবজেক্টের জন্য টেলিস্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক । শিক্ষার্থী যতদিন পাশ না করবে, ততদিন পর্যন্ত শিক্ষার্থীকে পাশ করানোর দায়িত্ব রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর ।  ভর্তি ফি - ৩০০ টাকা ।

সেকশন বি এর শিক্ষার্থীদের দুইটি কোর্সে প্রথমবারের জন্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খরচঃ
দুটি কোর্সের কোর্স ফি - ৪৯৫০ টাকা + ৪৯৫০ টাকা = ৯৯০০ টাকা
ভর্তি ফি - ৩০০ টাকা
সর্বমোট - ১০,২০০ টাকা ।
ব্র্যাক ব্যাংক বা ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে পাঠালে, ১০,২০০ টাকা ব্যাংকে ডিপোজিট করতে হবে । বিকাশের মাধ্যমে পাঠালে, ১০,৪১০ টাকা বিকাশ করতে হবে ।



 

TELE-COACHING এর জন্য ভর্তি প্রক্রিয়া
সাধারণ ভর্তি প্রক্রিয়ার অনুরূপ । ওয়েবসাইটে দেখুন । ওয়েবসাইটে অনলাইনে ভর্তি হতে পারবেন ।
www.royalengineeringacademy.page.tl/Online-Admission.htm
এই লিংকে ক্লিক করুন ।
 

TELE-COACHING কি কি কোর্সের উপর শুরু হবে ?
1. Engineering Materials [30/11/2015]

2. Engineering Mechanics [02/12/2015]

3. Physics [02/12/2015]

4. Basic Fluid Mechanics [02/12/2015]

5. Thermal Engineering [07/12/2015]

6. Properties & Mechanics of Materials [10/12/2015]

7. Engineering Mathematics [15/12/2015]

8. Electrical Machines

9. Measurement and Instrumentation

10. Power Station

11. Power Plant Engineering

12. Transmission and Distribution of Electrical Power

13. Computer Fundamentals (কোর্স ফি ৫৫০০ টাকা )

14. Switch Gear and Protective Devices.

15. Theory of Machines

16. Applied Thermodynamics

17. Fluid Mechanics and Machineries.

18. Refrigeration and Airconditioning.

19. Geodesy

20. Engineering Mathematics



Hotline # +88 - 01719 - 0333 64 [TELE-COACHING]

 

বিশেষ ঘোষণা

তারিখ - ২৯/১১/২০১৪

রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর প্রথম এবং দ্বিতীয় ব্যাচের যেসকল শিক্ষার্থী কুষ্টিয়া, পাবনা, বগুড়া, ঈশ্বরদী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর এবং গোদাগাড়ি থেকে যোগ দিয়েছিলেন, পরবর্তীতে, যাতায়াতের সমস্যা, চাকুরীজনিত সমস্যা এবং অন্যান্য কারনে যারা তাদের এএমআইই পড়াশুনা চালিয়ে নিতে পারছিলেন না, তাদের জন্য রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী সম্পূর্ণ বিনামূল্যে "টেলিকোচিং" এর সুবিধা প্রদান করছে । "টেলিকোচিং" এর জন্য কোন প্রকার বেতন বা সেমিস্টার ফি বা ভর্তি ফি প্রদান করতে হবে না । পূর্বের ভর্তি " বাতিল " না হলে, টেলিশিক্ষার্থী হিসেবেই তারা সকল ধরণের সুযোগ সুবিধা পাবে ।

আগ্রহী পুরাতন শিক্ষার্থীদেরকে ৩০/১১/২০১৪ এর মধ্যে যোগাযোগ করতে হবে ।


 

বিশেষ ঘোষণা

তারিখ - ২৯/১১/২০১৫


এপ্রিল ২০১৬ টার্মের এ,এম,আই,ই, পরীক্ষার্থীদের জন্য টেলিকোচিং প্রোগ্রামে ভর্তির শেষ সময়সীমা ৩০/১২/২০১৫

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পাদনের জন্য শিক্ষার্থীদেরকে নির্দেশনা প্রদান করা হলো ।

দেরীতে ভর্তির ক্ষেত্রে, কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব না হলে, তার জন্য রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, কোন দায়-দায়িত্ব বহন করবে না ।

১৫ এপ্রিল ২০১৫ তারিখে টেলিকোচিং এর কোচিং কার্যক্রম সম্পন্ন করা হবে ।





বিশেষ ঘোষণা

তারিখ - ০১/১২/২০১৫

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদেরকে প্রথমে ভর্তি নেওয়ার পর, শিডিউল ফাঁকা থাকা সাপেক্ষে অন্যান্য ব্রাঞ্চের শিক্ষার্থীদের টেলিস্টুডেন্ট হিসেবে ভর্তি নেওয়া হবে ।

নির্দিষ্ট পরিমাণ  শিক্ষার্থীর অতিরিক্ত ভর্তি করা হবে না ।

সর্বমোট আসন সংখ্যাঃ ১০ জন ।

সর্বোচ্চ কোর্স সংখ্যাঃ ২০ টি ।


বিশেষ ঘোষণা

তারিখ - ০২/১২/২০১৫
 

টেলিকোচিং প্রোগ্রামে, একসাথে চারটি কোর্সে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে ভর্তি হলে, পরবর্তী সেমিস্টারে, ১ টি কোর্সের রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ডিসকাউন্ট ! ! ! 


এই সুযোগ ১০ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রযোজ্য ।

অফারটি পেতে ডায়াল করুনঃ +88-01911-088706  এই নাম্বারে ।

 


 

 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89619 visitors (191695 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free