Accommodation Facilities
২০১৮ সালের ১ ফেব্রুয়ারী থেকে এ,এম,আই,ই শিক্ষার্থী ভর্তি শুরু হবে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর মাগুরার আবাসিক ক্যাম্পাসে। সেমিস্টারপদ্ধতিতে তিন সেমিস্টারে সেকশন এ এবং ৩ সেমিস্টারে সেকশন বি এর কোচিং কার্যক্রম চলবে।


প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আবাসিক ভবন, শিক্ষক ডরমিটরি, হোস্টেল, ক্যাফেটেরিয়া, সেন্ট্রাল লাইব্রেরি-র নির্মাণ কাজ খুব শিগ্রই শুরু হবে। আশা করা হচ্ছে, নির্মাণ কাজ শেষ হয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে। শিক্ষা কার্যক্রম ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে, খুব শিগ্রই। বিস্তারিত আপডেট অবস্থা দেখতে এই ওয়েবসাইট ভিজিট করুন।


শিক্ষক নিয়োগের ধাপসমুহঃ
৪০০ মার্কস এর লিখিত পরীক্ষা - এ,এম,আই,ই এর চারটি কোর্সের উপর।
১০০ মার্কস এর প্রেজেন্টেশন
১০০ মার্কস এর মৌখিক পরীক্ষা
৪০০ মার্কস - এস,এসসি, এইচএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং এ,এম,আই,ই - পরীক্ষার ফলাফলের উপর ।

১০০০ মার্কস এর বাছাই পরীক্ষা উত্তীর্ণ শিক্ষকরা ২ বছরের জন্য অস্থায়ীভিত্তিতে চুক্তিভিত্তিক চাকুরীতে নিযুক্ত হবেন। সন্তোষজনক পারফর্মেন্সের উপর ভিত্তি করে এবং ২ বছরের প্রবেশন পিরিয়ড শেষ হলে, লেকচারার পদে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগের ক্ষেত্রে ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরীর জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন এবং প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সকল সুযোগ-সুবিধাদি প্রাপ্ত হবেন।

বিভাগসমূহ এবং আসন (শিক্ষার্থী) সংখ্যা

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ - ২০০ জন
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ - ২০০ জন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ - ১০০ জন
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ - ৫০ জন

শিক্ষার্থী - শিক্ষক অনুপাত - ৩০ : ১

আবাসিক হোস্টেলের সংখাঃ ১১ টি

আবাসিক হোস্টেলসমূহের নামঃ
১। সৈয়দ মীর শামস-উজ-জোহা হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
২। মুনশি হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৩। মোল্লা হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৪। ক্ষণিকের ঠিকানা হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৫। নির্মল আশ্রয় হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৬। ইঞ্জিনিয়ারিং হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৭। ইইই হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৮। সিভিল ইঞ্জিনিয়ারিং হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
৯। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
১০। কেমিক্যাল হোস্টেলহোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
১১। শিফা-ই-আশরাফিয়া গার্লস হোস্টেল (বর্ডার সংখ্যা - ৫০ জন)
 

হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি

সেকশন- A সাধারণ নিয়মাবলি -

১। শিক্ষার্থীর সকল ধরণের প্রয়োজনীয় তথ্য হোস্টেল কর্তৃপক্ষকে অবগত করবেন।
২। হোস্টেল বা হোস্টেলের বাইরে ধূমপান করা, রুমে সিগারেট ও নেশা জাতীয় দ্রব্য সেবন, বহন,সংরক্ষণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষেধ।
৩। হোস্টেলে নির্ধারিত অভিভাবক ছাড়া অন্য কেহ দেখা করতে বা ফোনে যোগাযোগ করতে পারবে না।
৪। নিজের পড়াশুনার সাথে সম্পৃক্ত ও নিত্য ব্যবহার্য এমন কোনো উপকরণ ছাড়া অন্য কোনো বই। গল্পের বই, ম্যাগাজিন, পত্রিকা, মোবাইল, পেনড্রাইভ, এফএম রেডিও, এমপি-৩, এমপি-৪, ক্যামেরা, অস্ত্র, চাকু, বেড ওয়াটার হিটার , রুম হিটার, আয়রন, ডিভিডি,সিডি, প্লেয়ার সহ অন্য কোনো ইলেক্ট্রনিক দ্রব্য রাখা যাবে না।
৫। হোস্টেলের বা কলেজের অন্য শিক্ষার্থীর সাথে ,মহল্লার লোকদের সাথে বা পাশের বিল্ডিং এর লোকদের সাথে মারামারি কিংবা অসৌজন্যমূলক আচরণ বা কোনো প্রকার বিরক্ত করা যাবে না।
৬। শিক্ষার্থীর স্থায়ী কোনো রোগ থাকলে কিংবা পারিবারিক কোনো সমস্যা থাকলে তা হোস্টেল কর্তৃপক্ষকে ভর্তির সময় পরিপূর্ণভাবে অবহিত করতে হবে। কোনো কারনে হোস্টেলে অসুস্থ হলে হোস্টেলের নির্দিষ্ট ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা করানো হবে। প্রয়োজনবোধে হাসপাতালে ভর্তি করানো হলে হাসপাতালের সকল ব্যয় অভিভাবককে বহন করতে হবে।
৭। কোনো শিক্ষার্থী হোস্টেল কিংবা হোস্টেলের বাইরে স্বাভাবিক কিংবা অস্বাভাবিক দূর্ঘটনা বা মৃত্যুর জন্য হোস্টেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৮। হোস্টেলের নিজের ব্যক্তিগত ব্যবহার্য্য জিনিসপত্র,টাকা পয়সা নিজের দ্বায়িত্বে সংরক্ষণ করতে হবে। অতিরিক্ত টাকা থাকলে প্রয়োজনে হোস্টেল কর্তৃপক্ষের নিকট জমা রাখা যাবে। তবে কোনো কারনে হারিয়ে গেলে বা চুরি হলে হোস্টল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হোস্টেলের কোনো কর্মকর্তা ও কর্মচারীকে কোনো প্রকার ধার কিংবা বকশিস প্রদান করা যাবে না।
৯। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, শুকনা খাবার বাইরে থেকে ক্রয়ের জন্য হোস্টেলের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীকে ব্যবহার করা যাবে না।
১০। হোস্টেলের ছাদে ওঠা যাবে না এবং জানালা দিয়ে কোনো প্রকার ময়লা বা ক্ষতিকর কোনো দ্রব্য ফেলা যাবে না। ১১। নিজের জামা কাপড় নিজে ধোলাই ও দোকান থেকে আয়রন করতে হবে, রুম ও বাথরুম নিজেদেরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বই খাতা রুমের বিছানা ও জামা কাপড় নিজেই গুছিয়ে রাখতে হবে। প্রয়োজনে নির্ধারিত টাকা পরিশোধ সাপেক্ষে ক্যামব্রিয়ান লন্ডির মাধ্যমে জামা কাপড় ধৌত করা যাবে। ১২। হোস্টেলের যে কোনো ছাত্র -ছাত্রীর রুম পরিবর্তন কিংবা তল্লাশির অধিকার হোস্টেল কর্তৃপক্ষের থাকবে।
১৩। নিজ দায়িত্বে নিজ খরচে হোস্টেল থেকে কলেজে যাওয়া আসা করতে হবে। পথে কোনো দুর্ঘটনা ঘটলে বা শিক্ষার্থী পালিয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৪। স্কুল /কলেজ খোলা থাকা অবস্থায় অসুস্থ থাকলে বা অন্য কোনো কারণে ক্লাস করতে না চাইলে পরিচালক/ অধ্যক্ষের নিকট থেকে অনুমতি নিতে হবে এবং হোস্টেল সুপার কর্তৃক অধ্যক্ষ/ উপাধ্যক্ষ/ ক্যাম্পাস ইনচার্জকে অবহিত করতে হবে। ১৫। হোস্টেলের ডাইনিং এ পর্যাপ্ত খাবার থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে ডাইনিং এ খাবার খেতে হবে। কোনো খাবার নষ্ট করা যাবে না। খাবার রুমে নেয়া যাবে না।
১৬। হোস্টেলের নিজস্ব ব্যবহার্য ও অন্য কোনো শিক্ষা উপকরণ ধার নেয়া বা ধার দেয়া যাবে না।
১৭। অন্য রুমের কিংবা নিজ রুমের কোনো শিক্ষার্থীর পড়াশুনায় কোনো সমস্যা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রয়োজনে নিম্নস্বরে পড়তে হবে বা টেবিল ল্যাম্প ব্যবহার করতে হবে।
১৮। বিদ্যুৎ চলে গেলে বা অন্য কোনো কারণে হৈ চৈ করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা গ্রুপিং করা যাবে না।
১৯। বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহে বিঘ্ন ঘটলে, অতিবৃষ্টি বা বন্যা, হরতাল, অবরোধ বা অন্য কোনো অনাকাঙ্খিত সমস্যা দেখা দিলে পুরো হোস্টেল বন্ধ করার ক্ষমতা হোস্টেল কর্তৃপক্ষের থাকবে। এছাড়াও যে কোনো সময়, যে কোনো কারণে যে কোনো শিক্ষার্থীকে অথবা সব শিক্ষার্থীকে হোস্টেল ত্যাগ করার নির্দেশ প্রদান করার ক্ষমতা হোস্টেল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
২০। অভিভাবকগণ অফিসে/গেস্ট রুমে বসে শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষার্থীর রুমে যেতে পারবেন না।
২১। শিক্ষার্থীর কোনো সমস্যার কারণে কর্তৃপক্ষ কর্তৃক অভিভাবককে হোস্টেলে আসতে বললে দ্রুত হোস্টেলে আসতে হবে।
২২। রাত ১২টা থেকে সকাল পর্যন্ত রুমের লাইট বন্ধ থাকবে। নিজ নিজ মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং নিজের বিছানা সব সময় গুছিয়ে রাখতে হবে।
২৩। হোস্টেলের নির্ধারিত মোবাইল ফোন দিয়ে কথা বলতে হবে। সর্বোচ্চ ৪ মিনিট কথা বলতে পারবে। বাইরের দোকান থেকে কোনো ফোন করা যাবে না।
২৪। বাসা থেকে কোনো রান্না করা খাবার হোস্টেলে আনা যাবে না। তবে শুকনা খাবার আনা যাবে।
২৫। প্রতিমাসের ৭ তারিখের মধ্যে হোস্টেল ফি পরিশোধ করতে হবে।
২৬। স্কুল/ কলেজ ছুটির পর সর্বোচ্চ ১৫ মিনিট এর মধ্যে হোস্টেলে প্রবেশ করতে হবে (ক্যাম্পাসের দূরত্ব সাপেক্ষে)। কোনো কারণে প্রতিদিনের স্কুল/ কলেজের পড়া অসম্পুর্ণ থাকলে এবং তা শেষ করে হোস্টেলে ফিরতে হলে দেরি করার কারণসহ শিক্ষকের স্লিপ নিয়ে আসতে হবে।
২৭। হোস্টেলে কোনো জন্মদিন বা ব্যক্তিগত কোনো অনুষ্টান পালন করা যাবে না।
২৮। শিক্ষার্থীরা হোস্টেল সুপার ও অভিভাবকের অনুমতি নিয়ে হোস্টেলের রেজিস্ট্রি এন্ট্রি করে বিকালে ১ঘন্টার জন্য বাইরে যেতে পারবে।
২৯। শিক্ষার্থীর রুমের দরজা ভিতর থেকে লক করা যাবে না। শুধু চাপিয়ে রাখতে হবে।
৩০। হোস্টেল কর্তৃপক্ষ প্রয়োজনে হোস্টেল সংক্রান্ত নীতিমালার যে কোনো পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন করার ক্ষমতা রাখে।


হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
সেকশন-B হোস্টেল থেকে বহিস্কারের নিয়মাবলি -


১। একবার সিট বাতিল হওয়ার পর ২য় বার সিট বাতিল হলে।
২। হোস্টেলে, হোস্টেলের বাইরে এ কলেজের শিক্ষার্থীর সাথে বা অন্য কলেজের শিক্ষার্থীরদের সাথে কিংবা এলাকাবাসীর সাথে মারামারি করলে। কিংবা মারামারি করার জন্য মহল্লার ছেলেদের উস্কানি দিলে বা মারামারি করার জন্য কাউকে নিয়ে আসলে।
৩। নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয়, বিক্রয় সংরক্ষণ করলে, ধূমপান করলে,রুমে সিগারেট পাওয়া গেলে, হোস্টেলে চুরি করলে, রাতে অনুমতি বিহীন হোস্টেলের বাইরে থাকলে।
৪। স্থায়ী কোনো রোগ থাকলে, মানসিক সমস্যা থাকলে, আত্নহত্যার চেষ্টা করলে বা অপরিমিত ঔষধ সেবন করলে।
৫। স্কুল /কলেজ থেকে বহিস্কার হলে।
৬। হোস্টেলের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সাথে মারামারি করলে/ খারাপ আচরণ করলে।
৭। মেয়েদের হোস্টেলের পাশে গিয়ে বা হোস্টেল থেকে কলেজে আসা-যাওয়ার পথে কোনো মেয়েকে উত্যক্ত করলে কিংবা হোস্টেলের কোনো মেয়ের সাথে প্রেম-ভালবাসা জনিত কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া গেলে।
৮। এমন কোনো গুরুতর তথ্য গোপন করে হোস্টেলে ভর্তি করানর পর পরবর্তীতে এসব তথ্য জানা গেলে।
৯। হোস্টেলে রাজনীতি করলে, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে, কিংবা জঙ্গি/ সন্ত্রাসীদের সাথে সম্পর্কের প্রমাণ পাওয়া গেলে।


হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
সেকশন-C সিট বাতিল সংক্রান্ত নিয়মাবলি -


১। হোস্টেল থেকে বিনা অনুমতিতে বাড়ি বা অন্য কোথাও চলে গেলে।
২। পরপর ২ মাস হোস্টেল চার্জ পরিশোধ করতে ব্যর্থ হলে।
৩। হোস্টেলের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করলে।
৪। হোস্টেলের কোনো সম্পদ নষ্ট করলে।
৫। সাধারণ নিয়মাবলি অমান্য করার জন্য দুইবার লিখিতভাবে নোটিশ করার পর ৩য় বার অমান্য করলে।
৬। স্কুল /কলেজ চলাকালীন অন্য কোনো শিক্ষার্থীকে রুমে রেখে বাহির দিয়ে তালা লাগিয়ে দিলে।
৭। ছুটির বিধানবলী অমান্য করলে।
৮। রাত ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সর্বোচ্চ ৩ বার অন্য কোনো রুমে পাওয়া গেলে।


হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
সেকশন-D জরিমানা সংক্রান্ত নিয়মাবলি -

জরিমানার কারণ     জরিমানার পরিমাণ
সিট বরাদ্দ বাতিল হলে পুনঃভর্তির জন্য    3000/-
মোবাইল ফোন পাওয়া গেলে (নির্দিষ্ট কারো কাছে পাওয়া না গেলে যে রুমে পাওয়া যাবে সে রুমের সবাই
মিলে জরিমানা প্রদান করতে হবে)    4000/-
সন্ধ্যা ৬ টার পর থেকে রাতে যে কোনো সময় অন্য রুমে পাওয়া গেলে (তৃতীয়বার সিট বাতিল)    4000/-
পেন ড্রাইভ, মডেম ,ওয়াটার হিটার, মোবাইল চার্জার, এম পি-৩/ এম পি-৪, এফএম রেডিও,
গল্পের বই (পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত নয়, ম্যাগাজিন, খারাপ কোনো বই, মোবাইল সিম) বাজেয়াপ্ত হবে     2000/-
অন্যের বই, খাতা বা অন্যান্য শিক্ষা উপকরণ না বলে নিলে     2000/-
নির্ধারিত তারিখের পর হোস্টেল ফি পরিশোধ করলে     1000/-
স্কুল/ কলেজ থেকে দেরী করে ফিরলে(সর্বোচ্চ ২০ মিনিট)    500/-
ছুটি বা বাহির থেকে হোস্টেলে নির্ধারিত সময়ে না ফিরলে     500/-




হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
সেকশন-E অভিভাবকের সাক্ষাতকার সংক্রান্ত নিয়মাবলি -


১। শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা এবং অন্যদিন বিকাল ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিক্ষার্থীর সাথে অভিভাবক সাক্ষাত করতে পারবেন।
২। হোস্টেলের নির্ধারিত অভিভাবক ছাড়া কেহ সাক্ষাতকারের জন্য আসলে শিক্ষার্থীকে সাক্ষাতকারের সুযোগ দেয়া হবে না।
৩। মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে পিতা-মাতা বা আইনানুগ অভিভাবক ছাড়া অন্য কেহ বাসায় বা হোস্টেলের বাইরে নিতে পারবে না।
৪। সাক্ষাত এর সময় অবশ্যই অভিভাবকদের পরিচয় পত্র (যা হোস্টেল থেকে দেয়া হয়েছে তা সঙ্গে আনতে হবে)।
৫। হোস্টেল থেকে স্বেচ্ছায় সিট বাতিল করলে বা হোস্টেল থেকে বহিস্কার হলে ১(এক) বছরের হোস্টেল ভাড়া বাবদ সমুদয় টাকা পরিশোধ করতে হবে।
৬। হোস্টেল চার্জ কমানো ও জরিমানা মওকুফের কোনো আবেদন গ্রহনযোগ্য নয়।




হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
সেকশন-F ছুটি সংক্রান্ত নিয়মাবলি
-


১। একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ছুটি অনুযায়ী শিক্ষার্থী হোস্টেল থেকে ছুটি নিতে পারবে। তবে যে মাসে টার্ম পরীক্ষা, বার্ষিক পরীক্ষা থাকবে সে মাসে কোনো ছুটি দেয়া হবে না।
২। মোবাইলে কোনো ছুটি মঞ্জুর কিংবা ছুটি বাড়ানোর আবেদন গ্রহণযোগ্য নয়।
৩। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পিতা-মাতা বা আইনানুগ অভিভাবক উপস্থিত থেকে হোস্টেল থেকে ছুটি নিবেন এবং ছুটি শেষে হোস্টেলের রেজিস্টারে এন্ট্রি করে হোস্টেল সুপারের নিকট পৌঁছে দিবেন। ছাত্র-ছাত্রীকে কোনো অবস্থাতেই গেইটে নামিয়ে যাবেন না।


হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
সেকশন-G হোস্টেল কর্তৃপক্ষ যেসব সুবিধা প্রধান করবে -


১। মেয়েদের হোস্টেলে মহিলা ও ছেলেদের হোস্টেলে পুরুষ হোস্টেল সুপার ও সাপোর্টিং স্টাফ কর্তৃক সার্বক্ষণিক সেবা প্রধান। ২। হোস্টেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
৩। বিশুদ্ধ খাবার পানিসহ সাপ্তাহিক মেনু অনুযায়ী মানসম্মত খাবার পরিবেশন।
৪। স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে পরিস্কার পরিচ্ছন্ন থাকার রুম।
৫। সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা। অসুস্থ হলে আলাদা রুমে সার্বক্ষণিক সেবা সুবিধা (প্রয়োজনে উন্নতমানের হসপিটালে ভর্তি ও চিকিৎসা সেবার ব্যবস্থা) ।
৬। সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে লেখাপড়ার মনিটরিং সুবিধা।
৭। অভিভাবকদের সাথে নিয়মমাফিক যোগাযোগের জন্য মোবাইল ফোন সার্ভিস।


হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
হোস্টেলের রুমে যেসব সুবিধা থাকবে -


১। খাট        
২। পড়ার টেবিল        
৩। চেয়ার        
৪। তোষক        
৫। বালিশ        
৬। রুমের লাইট        
৭। রুমের ফ্যান


হোস্টেল সংক্রান্ত নিয়মাবলি
যেসব উপকরণ শিক্ষার্থীদের হোস্টেলে আনতে হবে -


১। টেবিল ল্যাম্প          
২। লেপ/কম্বল          
৩। ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র ও পোশাক        
৪। ট্রাংক/সুইটকেস          
৫। বিছানার চাদর              
৬। মশারি        
৭। বালিশের কভার        
৮। কাপড় রাখার হ্যাঙ্গার       
৯। ডাইনিং- এর প্লেট, বাটি ও গ্লাস
 
 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89656 visitors (191739 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free