Scholarship Awarding Ceremony
দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর রয়েছে বিভিন্ন স্কলারশিপ এর ব্যবস্থা।
সেপ্টেম্বর ২০১৬ তে ১০ জন শিক্ষার্থীকে মাসিক ২০০০/- হারে স্কলারশিপ প্রদান করা হবে। সিজিপিএ ৩.৭৫ বা তার বেশি থাকলেই পাবেন এই স্কলারশিপ। আবেদনকারীর সংখ্যা বেশি হলে প্রাপ্ত আবেদনের মধ্যে সেরা ১০ সিজিপিএ ধারী স্কলারশিপ পাবেন । শুধুমাত্র নতুন সিলেবাসে এ,এম,আই,ই তে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
আপনার আশেপাশে, যদি এমন কোন দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীর খোঁজ জানা থাকে,অর্থাভাবে এ,এম,আই,ই -র প্রস্তুতি নেওয়া যার জন্য অসম্ভব হয়ে দারিয়েছে, কিংবা ছেরেই দিচ্ছে লেখাপড়া, তাকে জানিয়ে দিন, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর স্কলারশিপ সম্পর্কে। ১০ টি স্কলারশিপ এর মাদ্ধমেই তৈরি হোক, ১০ জন ভবিষ্যৎ এ,এম,আই,ই প্রকৌশলী।
অন্যান্য স্কলারশিপসমূহঃ
১। "ডাঃ মোমিন স্কলারশিপ"-
প্রাপ্তির যোগ্যতাঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ নুন্যতম সিজিপিএ ৩.৭৫।
বৃত্তির পরিমাণঃ মাসিক ৩ হাজার টাকা - ৪২ মাসের জন্য । সর্বমোট বৃত্তির অর্থের পরিমান ১ লক্ষ ২৬ হাজার টাকা (প্রতি ছাত্র)।
সংখ্যাঃ ১০ জন
২। "মীর গোল্ড মেডেল" -
প্রাপ্তির যোগ্যতাঃ এ,এম,আই,ই পরীক্ষায় সেকশন এ এবং বি তে নুন্যতম সিজিপিএ ৩.৭৫
বৃত্তির পরিমাণঃ একটি গোল্ড মেডেল, এবং সার্টিফিকেট।
সংখ্যাঃ উপযুক্ত প্রার্থীর সংখ্যার উপর ভিত্তি করে।
৩। "রয়েল গোল্ড মেডেল" -
প্রাপ্তির যোগ্যতাঃ এ,এম,আই,ই পরীক্ষায় সেকশন এ এবং বি তে নুন্যতম সিজিপিএ ৩.৭৫ এবং নির্দিষ্ট টার্মে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত হতে হবে।
বৃত্তির পরিমাণঃ একটি গোল্ড মেডেল, এবং সার্টিফিকেট।
সংখ্যাঃ প্রতি টার্মে ১ জন।
উপরের প্রতিটি স্কলারশিপ এবং গোল্ড মেডেলের জন্য বছরের নির্দিষ্ট সময়ে আবেদনপত্র গ্রহণ করা হয়। |