Expulsion Notice
Name of the Student : Afraem Ibn Aziz
Father's & Mother's Name : N/A
Parmanent Address : N/A
Mobile Number : 017776687*** (For Privacy Purpose)
Date of Admission : 10/03/2017
রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী থেকে উপরিউক্ত শিক্ষার্থীকে 20/10/2017 তারিখ রোজ শুক্রবার হইতে আজীবনের জন্য বহিস্কার করা হইলোঃ
বহিস্কারের কারনঃ
১। একাডেমীর Code of Conduct ভঙ্গ করা ।
২। অসৌজন্য ও অসংলগ্ন আচরণ ।
৩। একাডেমীর লাইব্রেরী থেকে মুল্যবান ও দামী বই - চুরি ও আত্মসাৎ করা।
৪। আবাসিক মেস (রোজি ছাত্রাবাস) এর পাওনা পরিশোধ না করে রাজশাহী ত্যাগ করা।
৫। একাডেমীর পরিচালকের অনুমতি ব্যতিরেকে আবাসিক মেস ত্যাগ করা।
৬। একাডেমীর শৃঙ্খলা ভঙ্গ করা।
৭। একাডেমীর শিক্ষককে শারীরিকভাবে হুমকি প্রদান করা।
৮। ক্লাসে অনিয়মিত থাকা এবং বিভিন্ন একাডেমিক পরীক্ষা না দেওয়া।
৯। সাবজেক্ট প্রতি মাত্র ২ হাজার টাকা হারে মাত্র ৬ হাজার টাকা পরিশোধের পর, বাকি বকেয়া টাকা পরিশোধ না করে একাডেমীর আর্থিক ক্ষতিসাধন করা।
একাডেমী থেকে চিরতরে বহিস্কারের পাশাপাশি উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা (General Diary, চুরি ও আর্থিক ক্ষতিসাধন মামলা, মেসে অর্থ পরিশোধ না করে পালিয়ে যাওয়ার জন্য প্রতারণা মামলা) গ্রহন করা হবে।
তথাপি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে, প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অভিপ্রায়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনগড়া, বানোয়াট তথ্য প্রদান করলে, "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০১০" এর ৫৭ ধারায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
|