Writer: Syed Mir Talha Zobaed
১৯৫৭ সালের জুলাই মাসের ৩ তারিখ । ক্যাবেনেট সেক্রেটারিয়েট, পাকিস্তান সরকার, এর একজন কর্মকর্তা , জনাব
K. A. M. Ghori - র স্বাক্ষরিত এক Recognition লেটার ইস্যু হলো A.M.I.E. পরীক্ষার স্বীকৃতির জন্য।
Iskander Ali Mirza,
CIE,
OBE
13 November 1899 – 13 November 1969,
the
First President of Pakistan
পাকিস্তানের প্রেসিডেন্ট ইসকান্দার মির্জা তৎকালীন Instute of Engineers, Pakistan কর্তৃক গৃহীত AMIE (Sec A & B) পরীক্ষাকে Central Engineering Services Examination এ অবতীর্ণ হওয়ার জন্য Sufficient Qualification হিসেবে স্বীকৃতি দিতে সদয় সম্মতি জ্ঞাপন করেন। Central Engineering Services Examination টি পরিচালনা করতো, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন (যেমনটি করে থাকে বর্তমানে বাংলাদেশের Bangladesh Public Service Commission - BPSC)।
পাকিস্তান সরকার কর্তৃক A.M.I.E.(Sec A & B) পরীক্ষার স্বীকৃতির বিষয়টি গ্যাজেটে প্রকাশিত হয় ১৯৫৭ সালের ৬ সেপ্টেম্বর শুক্রবারে প্রকাশিত গ্যাজেটে। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সেই স্বীকৃতি বলবত রেখেছে বিধায়, আজও, BPSC এর ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ক্যাডারগুলোতে, Sufficient Qualification হিসেবে AMIE (Sec A & B) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর B.Sc. Engineering এর সমমান হিসেবে সহকারী প্রকৌশলী পদের বিপরীতে আবেদনের সুযোগ পাচ্ছে BCS সহ সকল সরকারী ইঞ্জিনিয়ারিং চাকুরীর পরীক্ষায়।
Federal Public Service Commission করাচী, ১৯৫৭ সালের ৩০ শে আগস্ট এক পরিপত্রের মাধ্যমে ঘোষণা করে যে,
"পাকিস্তান সরকার, Instute of Engineers, Pakistan কর্তৃক গৃহীত AMIE (Sec A & B) পরীক্ষাকে Central Engineering Services Examination এ অবতীর্ণ হওয়ার জন্য Sufficient Qualification হিসেবে স্বীকৃতি দিয়েছে।"
পরবর্তীতে ২৬ শে আগস্ট ১৯৬১ সালে Dacca (বর্তমানে Dhaka) থেকে East Pakistan সরকার (বর্তমান বাংলাদেশ) এর Education Department এক পরিপত্রের মাধ্যমে ঘোষণা করে যে,
"Passing of Section A and B of the Associate Membership Examination of the Institute of Engineers, Pakistan has been recognised by the Govt. of East Pakistan as an adequate Qualification for recruitment to various Engineering Services in East Pakistan"
অর্থাৎ,
"ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট, পাকিস্তান কর্তৃক গৃহীত AMIE (Sec A & B) পরীক্ষাকে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) বিভিন্ন ইঞ্জিনিয়ারিং চাকুরীসমূহে নিয়োগের জন্য পর্যাপ্ত যোগ্যতা (Adequate Qualification) হিসেবে পূর্ব পাকিস্তান সরকার (বর্তমান বাংলাদেশ) স্বীকৃতি প্রদান করেছে।"
তাহলে, যদি কেউ আপনাকে প্রশ্ন করে,
বাংলাদেশে (কিংবা পূর্বপাকিস্তানে) AMIE পরীক্ষাকে B.Sc. Engineering এর ইকুইভ্যালেন্ট হিসেবে কবে স্বীকৃতি প্রদান করা হয়েছে?
আপনি বলতে পারবেন, Govt of Eask Pakistan এর Education Department এর Deputy Secretary-র স্বাক্ষরে, ২৬ শে আগস্ট ১৯৬১, সালে বাংলাদেশে (কিংবা পূর্বপাকিস্তানে) AMIE পরীক্ষাকে B.Sc. Engineering এর ইকুইভ্যালেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
"an adequate Qualification for recruitment to various Engineering Services in East Pakistan" এই কথাটি-র সাধারণ কথ্য রূপ বা সহজবোধ্য রূপ হলো
"B.Sc. Engineering এর Equivalent". তাই, চিন্তিত হওয়ার কিছু নেই। Recognition লেটারের ভাষাগুলো এমনই হয়।
অন্যান্য দেশে বাংলাদেশের A.M.I.E. পরীক্ষার স্বীকৃতি সম্পর্কিত বিষয় জানতে, ভিজিট করুন নিয়মিত, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর ওয়েবসাইট।
Writer:
Syed Mir Talha Zobaed
B.Sc. in CSE (Merit Position:
First)
M.Sc. Engineering (Pursuing)
University of Rajshahi
17/01/2017 01:00 AM (GMT + 6.0)
Reference:
[1] No: 4/8/56-R Karachi, 3.7.1957, Establishment Division (Cabinet Secretariat)
[2] Establishment Division Office Memorandum of Even No dated 27th April, 1957
[3] Gazette of the Government of Pakistan, dated Friday, the 6th September 1957
[4] No: F. 3/2/49/4, Federal Public Service Commission, Karachi, 30 August 1957
[5] No: 1003/Edn/SV/51.37/61 Dacca, 26 August 1961
[6] Deptt. Memo No 16697 - Edn Dated 29-12-1959