ENGINEERING MECHANICS-কোর্সে ভাল করতে চান প্রচুর অনুশীলন-ই একমাত্র উপায় !!!
ENGINEERING MECHANICS - এর অক্টোবর ২০১৩ এর প্রশ্নপত্র বিশ্লেষণ এর সংক্ষিপ্ত সারমর্ম এখানে তুলে ধরা হলোঃ
*** STATICS: 90 MARKS
2 Statics of Particles -> 20 Marks
3 Rigid Bodies: Equivalent Systems of Forces -> 10 Marks
4 Equilibrium of Rigid Bodies -> 10 Marks
5 Distributed Forces: Centroids and Centers of Gravity -> 10 Marks
6 Analysis of Structures - > 10 Marks
8 Friction - > 10 Marks
9 Distributed Forces: Moments of Inertia -> 20 Marks
*** DYNAMICS: 50 MARKS
11 Kinematics Of Particles - > 10 Marks
12 Kinetics of Particles: Newton's Second Law - > 10 Marks
13 Kinetics of Particles: Energy and Momentum Methods -> 20 Marks
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য যেসকল বই অনুশীলনের প্রয়োজন পড়ে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলোঃ
*** Vector Mechanics for Engineers Statics & Dynamics by BEER & Jhonston. (GOOD)- প্রাপ্তিস্থানঃ নীলক্ষেত
*** Engineering Mechanics By I. H. Shames (VERY GOOD) - নীলক্ষেতে ইউসুফ বুক স্টলে যোগাযোগ করুন ।
** Engineering Mechanics Statics & Dynamics by Meriam & Craig- নীলক্ষেত
* Engineering Mechanics Statics & Dynamics by Hibbeler - নীলক্ষেত
*** A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS BY S M TALHA JUBAED (এএমআইই শিক্ষার্থীদের জন্য অপরিহার্য সহায়ক বই)- গাইডবইটি সংগ্রহ করার জন্য এএমআইই হটলাইনে (+088-01911-088 706) যোগাযোগ করুন ।
এএমআইই শিক্ষার্থীদের জন্য এই তিনটি বইএর কালার এডিশন এর পিডিএফ লিঙ্ক নিচে দিলামঃ
@@@ 100% TRUSTED DOWNLOAD LINK FOR ENGINEERING MECHANICS:
*** ENGINEERING MECHANICS***
1. http://www.mediafire.com/download/gltqpeu25375733/Vector+Mechanics+for+Engineers+-+Statics+and+Dynamics%2C+9th+edition.pdf
2. http://www.mediafire.com/download/pzs8u6cmy12anp3/Engineering+Mechanics+-+Statics%2C+R.C.+Hibbeler%2C+12th+Edition.pdf
3.http://www.mediafire.com/download/qago1jk21dmx10p/Meriam+Kraige+Engineering+Mechanics+Statics+7th+txtbk.PDF
ENGINEERING MECHANICS QUESTION বিশ্লেষণঃ
অক্টোবর ২০১৩ এর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সের প্রশ্নপত্র বিশ্লেষণ করে নিচের বিষয়সমূহ প্রতিয়মান হয়েছেঃ
১. ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ "৯০ মার্কস এর প্রশ্ন সরাসরি এসেছে ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স"- বিয়ার এন্ড জনস্টন এর বই থেকে ।
২. ৫০ মার্কস এর ৫টি অংক বিগত বছর থেকে রিপিট হয়েছে ।
৩. বিয়ার এন্ড জনস্টন এর বই এর কোন উধাহরন আসেনি, যে ৯টি অংক এসেছে, সেগুলো অনুশীলনী থেকে এসেছে ।
৪. স্ট্যাটিক্স অংশ থেকে ৯০ মার্কস এর অংক এসেছে এবং ডাইনামিক্স অংশ থেকে ৫০ মার্কস এর অংক এসেছে ।
৫. ৭ম এবং ১০ম অধ্যায় বাদে দ্বিতীয় থেকে ১৩তম অধ্যায় এর সকল অধ্যায় থেকে অংক এসেছে ।
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সে ভাল করার উপায়ঃ
1. ১ম এবং ১০ম অধ্যায় বাদে দ্বিতীয় থেকে ১৩তম অধ্যায় পর্যন্ত মোট ১১ টি অধ্যায়ের উপর পূর্ণ দখল আনতে হবে,বিয়ার এন্ড জনস্টন এর ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স বইয়ের উধাহরন, অনুশীলনীর সকল অংক এবং বিগত বছরের সকল অংক অনুশীলন করতে হবে ।
2. ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সকল পদ্ধতি স্বাধীনভাবে প্রয়োগ করার দক্ষতা তৈরি করতে হবে । ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর প্রবলেম সমাধানের ক্ষেত্রে প্রথম ২-১ মাস কিছু বুঝে উঠতে পারবেন না । তবে, তাই বলে, হতাশ হয়ে হাল ছেড়ে দিবেন না । সবসময় বোঝার চেষ্টা করতে থাকুন, নিজেই নিজেকে প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করুন ।
3. প্রচুর অনুশীলন করতে হবে এবং প্রতিদিন-ই কিছু না কিছু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স রিলেটেড প্রবলেম সল্ভ করতে হবে । সবসময় চেষ্টা করতে হবে, "নিজে নিজে সমাধান বের করা"-র ।
4. ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ পূর্ণ প্রস্তুতির জন্য "বিয়ার এন্ড জনস্টন" এর বই Vector Mechanics for Engineers এবংএস এম তালহা জুবায়েদ এর গাইডবই সংগ্রহ করাই যথেষ্ট । এই দুইটি বই সংগ্রহে এবং চর্চায় কোন দ্বিধা রাখবেন না । সেমিস্টার এর শুরু থেকে প্রতিদিন ১৫-২০টি অংক সমাধান করার চেষ্টা করুন । ৬ মাস পর আপনার প্রস্তুতি অনেক এগিয়ে যাবে ।
5. ধারাবাহিকভাবে বিভিন্ন টেকনিক শেখা এবং নিয়মিত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর প্রবলেম সল্ভ করা ছাড়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ ভাল করার আর কোন শর্টকাট রাস্তা নেই । প্রচুর পরিশ্রম ছাড়া এই কোর্সটিতে ভাল মার্কস তোলার আশা অবাঞ্ছনীয় । একজন প্রকৌশলীর জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বিভিন্ন টেকনিক শেখা খুবই গুরুত্বপূর্ণ । তাই, এই কোর্সটিতে অধিক সময় ব্যয় করুন, অধিক প্রবলেম সমাধান করুন । তাহলে, বাস্তব জীবনে ইঞ্জিনিয়ারিং - এ দক্ষতা অর্জনের পাশাপাশি, এএমআইই পরীক্ষায় ভাল করা খুব একটা কঠিন হবে না ।
6. নিয়মিত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বিভিন্ন প্রবলেম নিয়ে এনালাইসিস করুন, সমাধান করার চেষ্টা করুন, প্রয়োজনে কয়েকজন একসাথে বসে প্রবলেম সমাধান করার চেষ্টা করুন, নাহলে, শিক্ষক বা গাইডবই বা সলিউশন ম্যানুয়াল এর সহায়তা নিন ।
ENGINEERING MECHANICS-কোর্সে কোচিং নিতে যোগাযোগ করুনঃ
রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী
কফি বার, ৩য় তলা, বড়কুঠি, পদ্মার পাড়, রাজশাহী
মোবাইলঃ +০৮৮-০১৯১১-০৮৮ ৭০৬
যেকোনো সহযোগিতার জন্য নিঃশঙ্কচিত্তে যোগাযোগ করুনঃ
S M TALHA JUBAED
Managing Director, Royal Engineering Academy (REA), Rajshahi.
B.Sc in Computer Science & Engineering (CSE-Ongoing)
University of Rajshahi.
Graduation in Engg in Electrical Engineering (A.M.I.E.-Ongoing)
The Institution of Engineers, Bangladesh (IEB)
Email: s_m_talha_jubaed@engineer.com
HOTLINE: +088-01911-088 706 |