#Royal_Scholarship_2017 এর জন্য আবেদনপত্র জমাদান ও ভাইভা গ্রহণ কার্যক্রম 03/03/2017-তারিখে শুরু হয়েছে। ৯০ জন শিক্ষার্থীর জন্য মাসিক ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং বাৎসরিক ২১ লক্ষ ৬০ হাজার টাকার স্কলারশিপ বরাদ্দ রয়েছে ২০১৭ সালের জন্য।
!
আপনার নিকটস্থ AMIE শিক্ষার্থীদের জানিয়ে দিতে পারেন, তাতে হয়তো, কিছু মেধাবী শিক্ষার্থী নিজেদেরকে Engineer হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবে, আর বিনিময়ে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী পাবে কিছু Brilliant, Outstanding, Extraordinary স্টুডেন্ট, যারা হবে Royal Engineering Academy-র ভবিষ্যৎ গৌরব !
!
!
আজ যারা অর্থের অভাবে AMIE তে সম্পূর্ণ মনোযোগ দিতে পারছে না, স্বল্প বেতনের চাকুরীর পেছনে জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করে ফেলছে, তারাই হয়তো, এই স্কলারশিপের সহায়তায়, দেশে বিদেশে, AMIE এর মূখ উজ্জ্বল করবে, IEB এর স্টুডেন্ট হিসেবে, মাথা উচু করে দাঁড়াবে, দেশে-বিদেশে এদেশের মুখ উজ্জ্বল করবে ।
#যেসকল মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ভবিষ্যতে Power Plant এর Assistant Engineer হিসেবে যোগ দিতে চাই, তাদেরকে Preference দেওয়া হবে।
#BCS ক্যাডার হিসেবে যোগ দিতে চাওয়া AMIE স্টুডেন্টদেরকে Preference দেওয়া হবে।
#Chemical_Engineering শিক্ষার্থীদের জন্য 40টি স্কলারশিপ বিশেষভাবে সংরক্ষিত। বাকি ৫০টি স্কলারশিপ EEE,CE, এবং ME এর শিক্ষার্থীদেরকে প্রদান করা হবে।
#Royal_Scholarship - 2017 সম্পর্কিত সারসংক্ষেপঃ
#মোট_বাজেটঃ
#৯০_জন_শিক্ষার্থীর প্রতি মাসে থাকা - খাওয়া খরচ বাবদ বরাদ্দ করা হয়েছেঃ
১ লক্ষ ৮০ হাজার টাকা।
বাৎসরিক ২১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় করা হবে ৯০ জন এ,এম,আই,ই শিক্ষার্থীর থাকা - খাওয়া খরচ বহনের জন্য।
#স্কলারশিপ প্রাপ্তির জন্য, First Come, First Served ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে। CGPA ভালো থাকা, এ,এম,আই,ই শেষ করার সুনির্দিষ্ট, বিস্তারিত প্ল্যান, Dedication এবং দীর্ঘ সময় টানা পড়াশুনা করার সামর্থ্য থাকলে, Scholarship প্রাপ্তির সম্ভাবনা 100% !
#স্কলারশিপ_প্রাপ্তির_পর কি কি পাবেনঃ
[1] স্কলারশিপ প্রাপ্তির সার্টিফিকেট
[2] ডাচবাংলা ব্যাংকের একটি একাঊন্ট এবং Debit Card
[3] প্রতি মাসে থাকা এবং খাওয়ার খরচ বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ (আবাসিক মেস/হোস্টেলের খরচের উপর কম-বেশি হতে পারে)
[4] Engineering পড়ার জন্য প্রয়োজনীয় সকল বই অথবা বইয়ের মুল্যের সমপরিমাণ অর্থ।
[5] দুই ঈদে Return Ticket.
#আবেদন শুরুঃ সারাবছর আবেদন করা যায় কিন্তু প্রতি দুই মাস পরপর ভাইভা গ্রহণ এবং শিক্ষার্থী নির্বাচন করা হয়ে থাকে।
সরাসরি ভাইভা দিতে কাগজপত্র নিয়ে সরাসরি চলে আসতে পারেন যেকোনো শুক্রবার ( সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে)।
#ভাইভা-তে রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবেঃ
Scholarship<Space>Applicant's_Name<Space>Technology<Space>CGPA<Space>Permanent_Address<Space>Contact_No
[1] উপরের ফরম্যাটে SMS লিখে পাঠিয়ে দিন +88-01712-53 58 13.
[2] ফিরতি SMS এ আপনি Application Tracking Number এবং ভাইভা-র তারিখ পাবেন।
#ভাইভা-র সময় কি কি কাগজপত্র আনতে হবে?
[1] Certificate & Marksheet - SSC, HSC/Diploma Engg.
[2] National ID Card
[3] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পিতার আয়ের সনদপত্র।
[4] 3 Copies Passport Sized Photograph
#স্কলারশিপের আবেদনের জন্য কি কোন ফি পরিশোধ করতে হবে?
না। স্কলারশিপের আবেদনের জন্য কোন অর্থের প্রয়োজন নেই।
ভাইভা তে অংশগ্রহনের জন্য কোন যাতায়াত ভাতা দেওয়া হবে না। বছরের সবসময় আবেদনের সুযোগ রয়েছে। বছরে ছয়বার বার (দুইমাস পরপর ) স্কলারশিপের আবেদন যাচাই বাছাই করা হয়ে থাকে ।
#Royal Engineering Academy - সকলের জন্য সমান সুযোগে বিশ্বাসী।
#তথ্য প্রাপ্তির জন্য কোথায় যোগাযোগ করতে হবে?
Royal Engineering Academy, Rajshahi
Holding No - 181/3, 3rd Floor (401),
Meherchandi (Chakpara), Padma Residential Area, Boalia, Rajshahi
Cell: +88-01753-241 517 (শুধুমাত্র স্কলারশিপ সংক্রান্ত তথ্য জানার জন্য)
+88-01719 363 404 [Students Relationship Manager (SRM)] |