রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর পরবর্তী পদক্ষেপ "ভিডিও টিউটোরিয়াল" এবং "অনলাইন ভার্চুয়াল ক্লাস" !!!
A.M.I.E ENGINEERING VIRTUAL CLASSROOM:
ONLINE TEACHING AND TRAINING SOLUTIONS FOR A.M.I.E. STUDENTS OF BANGLADESH !!!
খুব শিগ্রই চালু হতে যাচ্ছে, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী পরিচালিত "অনলাইন ক্লাস" !!! আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে, আমাদের ক্লাসে যোগ দিতে পারবেন, ঠিক যেন, দেশের অন্যপ্রান্তে বসেও আপনি আছেন আমাদের সবার সাথে, একই ক্লাসে, একই শিক্ষকের সান্নিধ্যে !!!
ঘরে বসে আপনি আপনার এএমআইই ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনা চালিয়ে নিতে পারবেন এই অনলাইন ক্লাসের মাধ্যমে ।শুধুমাত্র লাগবে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট ।
৫১২ কিলোবাইট গতিসম্পন্ন ইন্টারনেট হলেই আপনি যোগ দিতে পারবেন অনলাইন ক্লাসে । অনলাইন ক্লাসের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস, লেকচার নোটস, প্রশ্নপত্র ইত্যাদি প্রণয়নের কাজ শুরু হয়েছে ।
আমরা আশা করছি, খুব শিগ্রই "ভার্চুয়াল ক্লাসরুম" - এর মাধ্যমে "অনলাইন ক্লাস"-এর মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে একটি আধুনিক এবং মানসম্মত ক্লাসসুবিধা দিতে পারবো ।
সমস্ত প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুদিন লেগে যাবে, তবে, নতুন এই পদ্ধতি নিয়ে বিস্তারিত এখনই জানাতে পারছি না । খুব শিগ্রই আমরা একটি আর্টিকেলের মাধ্যমে, পুরো প্রক্রিয়া, শিক্ষার্থীদেরকে জানিয়ে দিবো ।
*** রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, "ভিডিও টিউটোরিয়াল"-এর মাধ্যমে শিক্ষনের প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে আগামী জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে ।ইউটিউবের মাধ্যমে "প্রতিটি লেকচার" শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে । ""অনলাইন ক্লাস" শুরু করার প্রাথমিক ধাপ হলো, "ভিডিও টিউটোরিয়াল" তৈরি এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া ।
*** প্রতিটি কোর্সের অধ্যায়ভিত্তিক "ভিডিও লেকচার" তৈরি করা হবে, যে "ভিডিও টিউটোরিয়াল" সমূহ একজন এএমআইই শিক্ষার্থী তার সেলফোন বা কম্পিউটার এর মাধ্যমে, দেখতে পারবে, একই সাথে "মানসম্মত স্টাডি ম্যাতেরিয়ালস" নিয়ে তার এএমআইই স্টাডি , দেশের যেকোনো স্থানে বসে , সম্পন্ন করতে সক্ষম হবে ।
*** সিডি বা ডিভিডি এবং ইউটিউবের মাধ্যমে "ভিডিও লেকচার"-সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে ।
রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর পরবর্তী পদক্ষেপঃ
১. প্রতিটি সাবজেক্টের "ভিডিও লেকচার" প্রস্তুত করা এবং শিক্ষার্থীদের কাছে সিডি, ডিভিডি বা ইউটিউবের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করা । সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং ম্যাথম্যাটিকস, বেসিক ফ্লুয়িড মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ফিজিক্স-এই ৪টি কোর্সের ১২০টি "ভিডিও লেকচার তৈরি করা হবে" । "ভিডিও টিউটোরিয়াল" তৈরির কাজ শুরু হবে জানুয়ারি থেকে এবং শেষ হবে এপ্রিল মাসে । মে মাসের ১ তারিখ থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে "ভিডিও টিউটোরিয়াল" বিতরণ শুরু হবে ।
২. MAY-JUNE মাস থেকে অনলাইন ক্লাস" বা "ভার্চুয়াল ক্লাস" শুরু হবে । আমাদের প্রতিটি "ভিডিও টিউটোরিয়াল" শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারলে সেই শিক্ষার্থী "ভার্চুয়াল ক্লাস" থেকে একটি কোর্সের প্রতিটি বিষয়বস্তু বুঝে নিতে পারবে । "ভিডিও টিউটোরিয়াল"-সমূহ হবে "ভার্চুয়াল ক্লাসের প্রথম ধাপ" ।
৩. বাংলাদেশের ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গাজিপুর-এ রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর ব্রাঞ্চ চালু করা । ৪ টি নতুন ব্রাঞ্চ এর জন্য কমপক্ষে ১৬ জন "উচ্চতর যোগ্যতাসম্পন্ন শিক্ষক" প্রয়োজন হবে, আমরা আশা করছি, ২০১৪ সালের মধ্যেই নতুন ৪টি ব্রাঞ্চ চালু করা সম্ভব হবে ।
************************************
@ ভার্চুয়াল ক্লাস এবং "প্রথাগত ক্লাসের" মধ্যে পার্থক্য কি
"ভার্চুয়াল ক্লাস" এবং "প্রথাগত ক্লাস" -এর মধ্যে দুটি পার্থক্য থাকবেঃ ১. টিচার চোখের সামনে থাকবে, কিন্তু ভার্চুয়ালি !!! ২. আপনি ভারচুয়ালি ক্লাসে থাকবেন, কিন্তু ফিজিক্যালি আপনি থাকবেন কোন সাইবার ক্যাফে কিংবা নিজের বাসায় কম্পিউটার এর সামনে !!! ক্লাসের মতই আপনি স্যারকে প্রশ্ন করতে পারবেন, সবার প্রশ্ন-উত্তর শুনতে পারবেন, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, নিয়মিত রেজাল্টশিট দেখতে পারবেন, অন্য শিক্ষার্থীদের সাথে আপনার পারফর্মেন্স মূল্যায়ন করতে পারবেন ।
@ কোর্স ফি কেমন হবে
গরীব শিক্ষার্থীদের জন্য কোর্স ফি হবে একদমই নামমাত্র । তবে, সাধারণভাবে, ২০০০-৩০০০ টাকার মধ্যেই সিমাবদ্ধ থাকবে । অত্যন্ত গরীব কিন্তু দৃঢ়চেতা শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ""ভার্চুয়াল ক্লাসে" ক্লাস করার সুযোগ দেওয়া হবে । ভার্চুয়াল ক্লাসে ক্লাস হবে ইন্টারনেটের মাধ্যমে, এবং স্টাডি ম্যাটেরিয়ালস শিক্ষার্থীদের কাছে "সুন্দরবন কুরিয়ার সার্ভিসের" মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ।
************************************
@ ভার্চুয়াল ক্লাস থেকে একজন শিক্ষার্থী কতটা শিখতে পারবে
একটি ভার্চুয়াল ক্লাস থেকে একজন শিক্ষার্থী ততটাই শিখতে পারবেন, যতটা পারতেন "প্রথাগত ক্লাস" থেকে ! আমরা ভার্চুয়াল ক্লাসের শিক্ষার্থীদের প্রত্যেকের জন্য "ভিডিও টিউটোরিয়াল" এবং "স্টাডি মেটেরিয়ালস" পৌঁছে দিবো, যার মাধ্যমে একজন শিক্ষার্থী, ক্লাস করার পর, বাসায় একাধিকবার "ভিডিও টিউটোরিয়াল" দেখে এবং "স্টাডি ম্যেটেরিয়ালস" পড়ে যেকোনো বিষয়বস্তু সম্পর্কে পরিপূর্ণ ধারনা লাভে সক্ষম হবে ।
@ ভার্চুয়াল ক্লাস এবং ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে কি এএমআইই পাশ করা সম্ভব
এএমআইই ডিগ্রী অর্জনের জন্য যা যা লাগে সেগুলো সংক্ষেপে নিচে তালিকা আকারে দেওয়া হলোঃ
১. ক্লাস সুবিধা ।
২. ভাল টেক্সটবই বা গাইডবই বা স্টাডি ম্যাটেরিয়ালস ।
৩. নিয়মিত পড়াশুনা করা ।
৪. নিয়মিত পরীক্ষা দেওয়া এবং নিজের প্রস্তুতির অবস্থা যাচাই করা ।
ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ১ম চাহিদা পূর্ণ হবে , ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে, ১ম চাহিদার পুনঃপুন প্রয়োজনীয়তা পূর্ণ হবে । সম্পূর্ণ প্যাকেজের মধ্যে "স্টাডি ম্যাটেরিয়ালস" রয়েছে, তাই, শিক্ষার্থীর ২য় চাহিদাও পূর্ণ হবে । ৩য় চাহিদা পূরণের ক্ষমতা, "শিক্ষার্থীর নিজের হাতে" । ৪র্থ চাহিদা পূরণের ব্যবস্থা "ভার্চুয়াল ক্লাসে" রয়েছে । তাহলে, এএমআইই পাশ করার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই যদি, একজন শিক্ষার্থী পান, তবে তার পক্ষে এএমআইই পাশ করা সম্ভব ।
@ "ভার্চুয়াল ক্লাস"-এ যোগ দিয়ে একজন এএমআইই শিক্ষার্থী যদি সেই সেমিস্টার-এ পাশ করতে না পারেন, তখন সেই শিক্ষার্থী কি করবে ?
ভার্চুয়াল ক্লাসে একবার রেজিস্ট্রেশন করে, একজন শিক্ষার্থী সেই কোর্সে পাশ না করা পর্যন্ত ক্লাস করার, পরীক্ষা দেওয়ার এবং আপডেট স্টাডি ম্যাটেরিয়ালস সংগ্রহ করার সুযোগ পাবে সম্পূর্ণ বিনামূল্যে । অর্থাৎ একটি কোর্সে রেজিস্ট্রেশন করার পর, সেই শিক্ষার্থীকে সেই কোর্সে পাশ করানোর দায়িত্ব, "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-র "ভার্চুয়াল ক্লাস"-এর !!!
@ Sabbir Akand: যেনে খুবই ভাল লাগলো। ধন্যবাদ জানাচ্ছি,REA কে। যে সব student জব করে এবং ঢাকার বাহিরের student তাদের অনেক উপকার হবে। কত দিন পর আমরা এই online class সুবিধা পেতে পারি যদি একটু বলতেন ভাইয়া?
@ আমরা সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে, প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলাপ আলোচনা শুরু করেছি । সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যাধুনিক, প্রয়োজন হবে, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটসহ আরও বিভিন্ন এক্সেসরিজ । সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা পরিক্ষামুলকভাবে চালু করবো, সিলেটের কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে । "অনলাইন কোচিং" এর সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করতে আমাদের ৬-৮ মাস সময় লাগবে । তবে, আমাদের প্রাথমিক পরীক্ষামূলক "অনলাইন ক্লাস" শুরু হবে আগামী জানুয়ারি'২০১৪ থেকে । খরচ এখনই বলা সম্ভব নয়, তবে, প্রথাগত ক্লাসের চেয়ে কম খরচে এবং মানসম্মতভাবে ক্লাস পরিচালনা করা আমাদের লক্ষ্য ।
* এএমআইই ডিগ্রী অর্জনের সকল প্রতিবন্ধকতা দূরীকরণে আমরা বদ্ধপরিকর.. |