২০১৭ সালের মধ্যে ২০ জন মেধাবী এএমআইই শিক্ষার্থীকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (ফার্স্ট ক্লাস) নিয়ে এএমআইই পাশ করানোর বৃহৎ লক্ষ্যই হলো ""স্পেশাল ব্যাচ ফর মিশন-২০১৭"" ! এএমআইই-পরীক্ষার মাধ্যমে দক্ষ এবং যোগ্য "Engineer" তৈরির সকল উদ্যোগ গ্রহন করা হয়েছে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে ।
এএমআইই পরীক্ষায় ভাল করার জন্য প্রয়োজন ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, আর ভাল প্রস্তুতির জন্য প্রয়োজন একটি আধুনিক, যুগোপযোগী, ষ্ট্যাণ্ডার্ড প্রতিষ্ঠান, যার প্রচণ্ড অভাব ছিল এএমআইই শিক্ষার্থীদের জন্য । বুয়েটের শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এএমআইই পরীক্ষার, প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এবং একই সাথে একটি পরিপূর্ণ "ইঞ্জিনিয়ারিং একাডেমী"- হিসেবে গড়ে তোলার বৃহৎ পরিকল্পনা নিয়ে ২০১৩ সালের ১৬-ই সেপ্টেম্বর রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী যার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো, "যথোপযুক্ত জ্ঞানলাভ এবং দক্ষতা অর্জনের সুযোগ প্রদানের মাধ্যমে মেধাবীদেরকে প্রকৌশলী হওয়ার সুযোগ করে দেওয়া" । ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে " দক্ষ প্রকৌশলী" হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিতে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য হলো, শিক্ষার্থীদের ভিডিও টিউটোরিয়াল-এর মাধ্যমে বিশ্বের সেরা সেরা প্রফেসরদের লেকচার ফলো করে পড়াশুনার সুযোগ করে দেওয়া, বাংলাতে ভিডিও টিউটোরিয়াল তৈরি, বিভিন্ন সরকারী বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহনের ব্যবস্থা করা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করা। আশা করছি, বাংলাদেশের এএমআইই শিক্ষার্থীদের জন্য "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-হয়ে উঠবে প্রানের মেলা, জ্ঞানের মেলা, দক্ষতার মেলা, মেধাবীদের মেলা । বাংলাদেশের মেধাবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী-তে বুয়েটে/ রুয়েটে অনুষ্ঠিতব্য এএমআইই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করার জন্য আহ্বান জানাই । ডুয়েটে সুযোগ না পাওয়া মেধাবী ডিপ্লোমা প্রকৌশলীদের "প্রকৌশলী" হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী সকল কার্যক্রম পরিচালনা করে থাকে । শুধুমাত্র এএমআইই পাশ নয়, জ্ঞানে এবং দক্ষতায় যেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলীদের সমকক্ষ হতে পারে একজন এএমআইই পাশ করা প্রকৌশলী, সেদিকে নজর রেখে রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত আরও আধুনিক, আরও যুগোপযোগী করতে সচেষ্ট আমরা।
রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী ২ বছরে আপনাকে প্রকৌশলী হিসেবে গড়ে তোলার জন্য বুয়েটে/ রুয়েটে অনুষ্ঠিতব্য এএমআইই পরীক্ষার প্রতিটি কোর্সের উপর পূর্ণকালীন (সপ্তাহে ৭ দিন, বছরে ৩৫১ দিন) ক্লাস সুবিধা প্রদান করতে যাচ্ছে আগামী ৫-ই আগস্ট থেকে, শিক্ষানগরী রাজশাহীতে !!! "স্পেশাল ব্যাচ ফর মিশন-২০১৭"-নামের বিশেষ ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ৫-ই আগস্ট থেকে । আমরা সেই সকল মেধাবীদেরকে আহ্বান জানাচ্ছি, যারা পরিশ্রমী, দৃঢ়চেতা, দৃঢ়প্রত্যয়ী, স্বপ্নপূরণের পথে যারা অবিচল, সকল বাধা ডিঙিয়ে যারা সামনের দিকে এগিয়ে যেতে উন্মুখ ।
এবার হবে, স্বপ্ন পূরণের পালা । ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ পরিচালিত এএমআইই পরীক্ষার ভাল রেজাল্ট অর্জনের পাশাপাশি, দক্ষতা অর্জনের সুযোগ নিয়ে অপেক্ষায় রয়েছে ROYAL ENGINEERING ACADEMY !
|
|
|
|