এএমআইই পাশ করা সফল প্রকৌশলীদের গল্প-পার্ট-০২
১৯৯৯ সালে এসএসসি আর ২০০৩ সালে অটোমোবাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে শুরু করেন এএমআইই পড়াশুনা । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ রেখেছিলেন মেধার স্বাক্ষর, বোর্ডের মধ্যে ৭ম অবস্থানে ছিলেন মেধাতালিকায় । এরপর এএমআইই কমপ্লিট করেন ফার্স্ট ডিভিশনে । ২০০৪ সালের সেপ্টেম্বরে যোগ দেন Warranty In Charge , PDI Special IFID গ্রুপে Inspector,Authorise Service Centre (ASC) In Charge হিসেবে কর্মরত ছিলেন ৩ বছর ১১ মাস । এরপর ২০০৯ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত আছেন, Technician Navana Group Toyota & Heno Vehicle Service এবং Nitol & Niloy Group-এ একজন Automobile Engineer হিসেবে । তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর প্রকৌশলী হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে বেছে নিয়েছিলেন এএমআইই কে । সফলভাবে শেষ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এএমআইই (সেকশন-এ এবং বি ), করেন সেরা রেজাল্ট, অর্জন করেছেন প্রথম বিভাগ !!! আজ তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, একজন প্রকৌশলী হিসেবে ...
সফল এএমআইই প্রকৌশলীর পরিচয়ঃ
Engr. Sarwar Hossain
Automobile Engineer at IFAD Group
Graduation in Mechanical Engineering (AMIE)
First Division
এসএসসি- ১৯৯৯ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং - ২০০৩
|