সেকশন-সি মূলত এমএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান । সেকশন-সি এর সিলেবাস ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ঢাকা কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন ।
সেকশন-সি মূলত "মেম্বারশিপ" প্রাপ্তির একটি যোগ্যতা । সেকশন এ এবং বি পাশ করার পর, ৩ বছরের প্রফেশনাল অভিজ্ঞতা প্রয়োজন হয়ে থাকে "মেম্বারশিপ" প্রাপ্তির ক্ষেত্রে । সেকশন সি পাশ করাকে এক বছরের প্রফেশনাল অভিজ্ঞতা বিবেচনা করা হয় ।
সেকশন সি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীকে Sealed Registered Acknowledged Due Cover এ জানুয়ারির শেষ সপ্তাহে বা জুলাই এর শেষ সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট Honorary Controller of Examination বরাবর জমা দিতে হবে । হেডকোয়ার্টার থেকে পরীক্ষার সময় এবং স্থান জানিয়ে দেওয়া হয়ে থাকে ।
সেকশন সি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করা হয়ে থাকে শুধুমাত্র তাদের ক্ষেত্রে, যারা এসোসিয়েট মেম্বারশিপ প্রার্থী বা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে অথবা এক্সেম্পশন পেয়েছে এবং যাদের "মেম্বারশিপ" প্রাপ্তির আবেদন গৃহীত হয়েছে এই শর্তে যে, "সেকশন সি পাশ করতে হবে", -----
সেকশন-সি সম্পর্কে আরও খুঁটিনাটিঃ (ধাপে ধাপে পড়ে যান)
-------------------------------------------------------------------------
১। এসোসিয়েট মেম্বার হিসেবে "সেকশন - সি" তে ভর্তি হওয়া যায় যার জন্য নুন্যতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান বা এএমআইই (সেকশন - এ এবং বি) পাশ ।
২। ভর্তির দুই বছরের মধ্যেই সেকশন-সি পরীক্ষা দিতে হবে, তানাহলে, স্বয়ংক্রিয়ভাবে ভর্তি বাতিল হয়ে যাবে ।
৩। প্রত্যেক শিক্ষার্থীকে একটি ডকুমেন্টে ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে তার ইঞ্জিনিয়ারিং ট্রেনিং এবং অভিজ্ঞতার বর্ণনা দিতে হবে । এটি "রিপোর্ট" আকারে লিখতে হবে ।
৪। এই রিপোর্টের পাশাপাশি শিক্ষার্থীকে "ব্যবহারিক অভিজ্ঞতার" প্রমাণ তৈরি করতে হবে , নিচের ক্ষেত্রসমূহের অনুরূপ ক্ষেত্রসমূহেঃ
(ক) Calculation for Design drawing or bills of quantities relating to various classes of construction works or
(খ) Specification of Materials Tolerances ; Or
(গ) Carrying out Tests on properties of materials accuracy of workmanship and performances of plant and machines; Or
(ঘ) Control Boards and progress chart (Output chart for a Power plant), statistics, and uses of Graphs; Or
(ঙ) Prime Costs and Cost Records; Or
(চ) Valuatiion and Depreciation; Or
(ছ) Calculation for design drawing etc. for Mechanical or electrical machinery, or Transmission of illuminations; Or
(জ) Manufacture of mechanical or electrical machinery; Or
(ঝ) Erections, Operation or maintenance of mechanical or electrical machinery or substations, transmission or distribution lines; Or
(ঞ) Assessment of illumination needs, layout of illumination project or execution of illumination project.
৫। শিক্ষার্থীকে এপ্লায়েড সায়েন্সের উপর গবেষণা কর্মের একটি থিসিস জমা দিতে হবে যা প্রকৃতপক্ষেই শিক্ষার্থী নিজে সম্পাদন করেছে ।
৬। প্রফেশনাল কাজের সার্টিফিকেট তৈরি করতে হবে এবং জমা দিতে হবে । এই সার্টিফিকেটে স্বাক্ষর করবেন সেই ইঞ্জিনিয়ার, যার অধীনে শিক্ষার্থী তার প্রফেশনাল কাজ সম্পাদন করেছে ।
৭। শিক্ষার্থীর জমা দেওয়া "রিপোর্ট" "সন্তোষজনক এবং গ্রহণযোগ্য" হলে, দুজন পরীক্ষকের একটি টিম, শিক্ষার্থীর "মৌখিক পরীক্ষা" নিবেন । মৌখিক পরীক্ষা শেষে, শিক্ষার্থীকে তার প্রফেশনাল অভিজ্ঞতার সাথে সংগতিপূর্ণ নির্দিষ্ট বিষয়ের উপর একটি "Essay" লিখতে হবে । পরীক্ষার হলে, এই "Essay" লেখার জন্য শিক্ষার্থী সময় পাবে ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা ।
৮। Report + Interview + Essay = এই তিনটি ধাপের সম্মিলিত ফলাফল-ই হবে শিক্ষার্থীর সেকশন-সি এর ফলাফল ।
৯। সেকশন-সি এর পরীক্ষা, সেকশন - এ এবং বি এর মতোই বধরে দুই বার অনুষ্ঠিত হয় এবং সময়কাল একই ।
|