শিরোনাম শুনে চমকে উঠতে পারেন ! বাংলাদেশে মাস্টার্স ডিগ্রীধারী ফ্রেশ পোস্ট-গ্র্যাজুয়েট তার ক্যারিয়ার ৬০,০০০ টাকা বেতনে শুরু করতে পারে ??
হ্যাঁ পারে ~ ~ ~ !
এক-বছর পর-
বাংলাদেশী টাকায় ৮৫,০০০ টাকা বেতন ! ! !
বাংলাদেশে এতো বেতনের চাকুরী অভিজ্ঞতা ছাড়াও সম্ভব ??
হ্যাঁ, সম্ভব ~!
কোথায় কিভাবে ? এ,এম,আই,ই পাশ করে কি আমি পারবো এরকম বেতনে চাকুরীর জন্য আবেদন করতে ?
চলুন, দেখে নেওয়া যাক ।
Mutual Trust Bank Ltd. (MTB) is a well-diversified private commercial bank, based in Dhaka, Bangladesh. MTB, now in its 15th year of operation, aspires to be one of the most admired banks in the nation and recognized as an innovative and client-focused company, based on a home-grown philosophy known as MTB3V! With a current network of 103 branches, the bank employs around 1,600 people and has three fully owned subsidiaries - MTB Securities Limited, MTB Capital Limited and MTB Exchange (UK) Limited. MTB also has Privilege Banking, 8 Kiosks, 182 modern ATMs and 2,031Point of Sales (POS) machines, located in prime commercial, urban and rural areas of the country. The bank offers fully integrated real-time Online Banking Services, a 24/7 modern Contact Centre, Internet and SMS Banking to its clientele, through dedicated teams of experienced Relationship Managers and Alternative Delivery Channels (ADC).
|
|
|
As part of realizing its vision and mission, MTB is eager to enrich its human resources pool with talented, proactive, dynamic and committed people, who wish to take up the challenge of banking as a long-term career, and be an exciting member of the 8th batch of MTB Management Trainees (MMT).
Position: "MTB Management Trainee Batch of 2018" (MMT 2018)
|
|
Qualification and other competencies:
• MBA/MBM/MSS/ Masters degree in Economics, Accounting, Mathematics, Statistics, Finance, Marketing, Computer Science, Human Resources, Management, Public Administration, International Relations, Law or any related discipline (to be decided by the bank) from a highly reputed university or educational institution, both at home and abroad
• Minimum CGPA should be 3.25 out of 4.00 or 4.00 out of 5.00
• Excellent ability in speaking and writing English and Bangla languages
• Possess an entrepreneurial spirit, energetic, self-motivated and driven to succeed in a highly competitive and challenging environment
• Capable of multi-tasking with strong presentation skills
• Excellent proficiency in Computer literacy and communication
• Interested in co-curricular and extra-curricular activities
• Age limit: 30 years (as of March 31, 2018)
MTB Offers:
• An intensive orientation and induction program
• Technical, motivational and leadership training programs, held at the well-equipped MTB Training Institute (MTBTI), and other institutions, both at home and abroad, to ensure that the MMTs are equipped to take on the challenge of being a future leader
• A high performance culture, where team members work with enthusiasm, passion and pride, in search of excellence
• Fast track career as recognition of proactive and outstanding performance
• During the one year probation period, MMTs will be entitled to monthly consolidated salary of BDT. 60,000.00. Upon successful completion of probation period, the MMTs will be appointed as Junior Assistant Vice President of the bank with a monthly gross remuneration of BDT. 85,000.00.
• They will be posted at any of MTB offices, branches or subsidiaries in the country
Selection procedure:
Eligible candidates will first appear in a written examination. Applicants qualifying in the written examination will be required to undergo the subsequent stages of the selection process, which include two rounds of interviews, a medical test and satisfactory feedback from referees.
Application Procedure:
Interested candidates are requested to log on to www.mutualtrustbank.com for completing the application form and submit it through the MTB e-Recruitment System.
Last Date of Application: March 29, 2018
MTB is an equal opportunity employer and does not discriminate based on gender, religion, background or differently-abled persons.
Any canvassing or influencing the selection process will result in automatic disqualification of the application.
|
এ,এম,আই,ই (সেকশন-এ এবং বি) পাশ করে কিভাবে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক এ আবেদন করা যাবে ?
প্রথম ধাপঃ সিজিপিএ ৩.০০ বা তার অধিক নিয়ে এ,এম,আই,ই কমপ্লিট করা ।
দ্বিতীয় ধাপঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, অথবা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বা ICT বা সিএসই তে এমএসসি করার সুযোগ দিচ্ছে । এই সাবজেক্টসমূহের যেকোনো একটিতে এমএসসি - ডিগ্রী অর্জন করা
অথবা
ঢাকা বিশ্ববিদ্যালয়, BIBM, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, BUP, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদির যেকোনো একটি থেকে MBA বা MBM ডিগ্রী অর্জন করা ।
তৃতীয় ধাপঃ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা IT বা ICT তে এমএসসি ডিগ্রী থাকে, তাহলে চাকুরী পাওয়া তুলনামুলক ভাবে বেশ সহজ হবে । তবে, MBA, MBM নিয়ে চাকুরী পেতে গেলে, অনেক কাঠখড় পোড়াতে হবে । প্রচুর প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে আপনাকে । তাই , প্রচুর পড়াশুনা করুন , সংগ্রহ করুন প্রফেসর'স প্রকাশনীর ব্যাংক জব গাইড, ২-৩ টি ব্যাংক জবের গাইড এর সাহাজ্য নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন ।
চতুর্থ ধাপঃ লিখিত পরীক্ষায় অংশগ্রহন করুন পর্যাপ্ত প্রস্তুতি সহ ।
পঞ্চম ধাপঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে, আপনাকে দুইবার ইন্টার্ভিউ এর মুখোমুখি হতে হবে । দুইবার ইন্টার্ভিউ মোকাবেলার জন্য প্রস্তুতি নিন, মানসিক ভাবে ।
ষষ্ঠ ধাপঃ মৌখিক পরীক্ষার পর, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপের চেষ্টা করুন । ভাল প্রেজেন্টেশন স্কিল ছাড়া চাকুরী অসম্ভব ।
এরপরেই আপনার সামনে হাতছানি দিচ্ছে, ৬০,০০০ টাকা বেতনের চাকুরী । প্রথম বছরে পাবেন সাত লক্ষ বিশ হাজার টাকা ! দ্বিতীয় বছরে পাবেন দশ লক্ষ ২০ হাজার টাকা !
ক্যারিয়ার ট্র্যাক
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি)
এ,এম,আই,ই (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং)
এমএসসি ইন কম্পিউটার সাএন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা IT অথবা ICT .
Management Trainee in Mutual Trust Bank Ltd.
অথবা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ( যেকোনো টেকনোলজি)
এ,এম,আই,ই (ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/সিভি।ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং)
MBA in Marketing, Management , Accouinting , Human Resource etc.
or MBM in Bank Management (From BIBM only)
Management Trainee in Mutual Trust Bank Ltd.
কিছু সাধারণ তথ্য
১। প্রতি বছর ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক । আবেদনের সময় থাকে মে মাস পর্যন্ত ।
২। এমএসসি বা এমবিএ বা এমবিএম - প্রোগ্রাম সিজিপিএ ৩.২৫ না পেলে, আবেদনের কোন সুযোগ নেই ।
৩। ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ধারিদের ক্ষেত্রে, শুধুমাত্র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা IT বা ICT তে এমএসসি বা এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারীরাই নিয়োগ পেয়ে থাকে MMT প্রোগ্রামের আওতায় ।
৪। MBA বা MBM ডিগ্রীধারিদের ক্ষেত্রে যেকোনো সাবজেক্ট থেকেই আবেদনের সুযোগ রয়েছে ।
৫। ২০১৪ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে । ২০১৫ সালে মার্চ মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । যেহেতু, বেতনের পরিমাণ আকাশছোঁয়া, স্বাভাবিকভাবেই প্রচুর প্রতিযোগিতার মাদ্ধমেই বাছাই করা হয়ে থাকে যোগ্য ব্যাক্তিদের ।
ভালোভাবে প্রস্তুতি নিয়েই তাই আবেদন করুন । ভালোভাবে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিলে, আপনি সফল হবেনই ।
তথ্যসূত্রঃ
http://www.mutualtrustbank.com
[পোস্টের তারিখঃ 22/03/2018 ]
|