Aeronautical Engineering

AERONAUTICAL ENGINEERING (AE)

 

এক সময় আকাশে ওড়ার বিষয়টি মানুষের কাছে শুধু স্বপ্ন ছিল। মানুষের সেই স্বপ্ন পূরণ হয় ১৯০৩ সালে। সেই ইতিহাসসবারই জানা। সেই অর্থে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বয়স ১০০ বছর। বয়স যতই হোক, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিষয়ের মধ্যে একটি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মূলত বিমানের গঠন, উৎপাদন এবং পরিচালনার বিষয়গুলো পড়ানোহয়। যাত্রীবাহী বিমান থেকে শুরু করে মহাকাশের নভোযানগুলোর তৈরি কৌশল সবই এই বিভাগের অন্তর্গত। আর তথ্য ও প্রযুক্তির এই যুগে এটি যে কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি সবাই বুঝবে ।

বাংলাদেশের প্রেক্ষিতে এই subject টি এখনও সদ্য জন্মপ্রাপ্ত শিশুর মতো। অনেকেই হয়ত এই বিষয়টির নাম এখনও শোনেইনি । বাংলাদেশে সর্বপ্রথম MIST, ২০০৯ সাল থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং চালু করে। চালু করার প্রধান কারণটি ছিল বাংলাদেশের Aviation সেক্টরে যে অনগ্রসরতা, তা কাটিয়ে ওঠা।

আপনারা একটা কথা শুনলে অবাক হবেন যে , বোয়িং বাংলাদেশের ডিসি-১০ বিমান ওদের জাদুঘরে রাখবার জন্য চেয়েছে,কারণ এই ডিসি-১০ বিমান বিশ্বজুড়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর দ্বারা আপনারা সহজেই বাংলাদেশের Aviation সেক্টরের অবস্থা উপলব্ধি করতে পারবে। তাই দেশের Aviation সেক্টরকে যারা সমৃদ্ধকরতে চায়, আকাশকে যারা সঙ্গী হিসেবে পেতে চায় তারা এই বিভাগে most welcome !

Subject টি মূলত ২ ভাগে বিভক্ত। একটি Aerospace অপরটি Avionics । এই দুটিdiscipline নিয়ে সংক্ষেপে নিচে বর্ণনাকরা হল:

Aerospace: Aerospace Engineering এ বিমানের মেকানিক্যাল অংশ নিয়ে পড়ানো হয়। এই বিভাগের আলোচ্যবিষয়গুলো হল:

1. Aerospace Propulsion
2. Applied & High Speed Aerodynamics
3. Aerospace Vehicle Design
4. Rotorcraft Performance
5. Weapons Engineering
6. Aircraft Structural Design
7. Aircraft Loading & Structural Analysis
8. Space Engineering etc.

Avionics: Avionics এ বিমানের ইলেক্ট্রিক্যাল অংশ পড়ানো হয়। এই বিভাগের আলোচ্য বিষয়গুলো হল:
1. Avionics Engineering
2. Radar Engineering
3. Satellite Communication
4. Optoelectronics ­
5. Optical Fiber Communication
6. Microwave engineering
7. Aero-measuremen ­t & Instrumentation
8. Guidance, Navigation & Control etc

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি মেক্যানিকাল, ইলেক্ট্রিক্যাল সহপ্রায় সব ইঞ্জিনিয়ারিং এরই স্বাদ পাবেন, কারন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং “প্রায় সবকিছু” নিয়েই আলোচনা করে।

বিশ্বের প্রায় ৬২টি দেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এ দেশ গুলোর মধ্যে অন্যতম হল China, USA, UK, Russia, Italy, Germany, Canada

এশীয় দেশগুলোর মধ্যে China ও India তে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়াও Japan, Indoneshia, Korea, Malaysia প্রভৃতি দেশ সমূহে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যপকভাবে জনপ্রিয়।
বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশে এর চাহিদা খুবই বেশি। বাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের স্বল্পতার কারণেই airlines কোম্পানিগুলো বর্তমানে দেশের বাইরের ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ চালাচ্ছে। তাই এই বিভাগের শিক্ষার্থীরা airlines কোম্পানিগুলোতে চাকরি নিতে পারবে। এছাড়াও দেশের বাইরের airlines কোম্পানিগুলোতেও ­ চাকরি করতে পারবে। আর একটি কথা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে বিশ্বের “Most Highly Paid” ইঞ্জিনিয়ার ।

একটি উদাহরণ দিলে পরিস্কার ভাবে বুঝতে পারবেন, NASA তে ১জন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক বেতন ৯৭,৪১১ US Dollar এবং বোয়িং এ মাসিক বেতন ৭০,০২৩ US Dollar, যা বাংলাদেশী টাকায় কত তা তোমারা হিসেব করে বের করো । আর, দেশীয় এয়ারলাইন্স গুলোতে বেতন অন্যান্য ইঞ্জিনিয়ারিং শাখার তুলনায় মোটামোটি বেশ ভালো অঙ্কেরই বলা চলে ।

একটা প্রশ্ন সবার মনে আসতেই পারে যে,বাংলাদেশে যেহেতু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নেই, তাহলে এই বিষয়টি পড়াচ্ছে কারা? এই প্রশ্নের উত্তরে আমি বলব - MIST তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটির Faculty member হচ্ছে ‘Bangladesh Air Force` এর ইঞ্জিনিয়াররা (৭ জন - ২০১৫ সালের তথ্যঅনুযায়ী)এবং এই বিভাগকে আরও সমৃদ্ধ করতে সদ্য পাশ করা ১৪ জন মেধাবী এরোনটিক্যাল ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছেন  এই বিভাগে ।

সদ্য যোগ দেওয়া ১৪ জন মেধাবী এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের নামঃ       

  
Md Easir Arafat Papon   [B.Sc in Aeronautical Engineering (AE)]
Md Rejwanul Haque [B.Sc in Aeronautical Engineering (AE)]
Kh. Md. Faisal    [B.Sc in Aeronautical Engineering (AE)]
Md. Imtiaz Ikram   [B.Sc in Aeronautical Engineering (AE)]
Md. Rayhan Afsar    [B.Sc in Aeronautical Engineering (AE)]
Syed Ehsanur Rahman [B.Sc in Aeronautical Engineering (AE)]
Akhter Mahmud Nafi [B.Sc in Aeronautical Engineering (AE)]
Asma Tabassum   [B.Sc in Aeronautical Engineering (AE)]
Tonoy Chowdhury [B.Sc in Aeronautical Engineering (AE)]
Pracheta Dutta Tumpa[B.Sc in Aeronautical Engineering (AE)]
Mayesha Binte Mahmud    [B.Sc in Aeronautical Engineering (AE)]
Sumaya Ferdous   [B.Sc in Aeronautical Engineering (AE)]
Fairus Sakib Tanzim  [B.Sc in Aeronautical Engineering (AE)]
Md. Shafiqul Alam [B.Sc in Aeronautical Engineering (AE)]
   


তাই আকাশকে চ্যালেঞ্জ জানাতে চাইলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন ।
 
Now Choice Is Yours !

 
বিশ্বজুড়ে সব দেশেই কাজের সুযোগ রয়েছে, এমন পেশার সংখ্যা খুব বেশি নয়। যে কয়েকটি পেশায় এই সুযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এয়ারলাইন্স খাতে এ ধরনের ইঞ্জিনিয়ারের গুরুত্ব অপরিসীম। বিশ্বজুড়ে এয়ারলাইন্স শিল্পের প্রসারের সাথে এর চাহিদা ব্যাপকভাবে বেড়েই চলেছে। আর বাংলাদেশ থেকেও এই শিল্পখাতে ব্যাপকসংখ্যক নির্বাহী যোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উড়োজাহাজের ফ্লাইট ডাইনামিক্স কোয়ালিটি, স্ট্যাবিলিটি, পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম নিয়েই এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এয়ারক্রাফটের নতুন ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা পর্যবেক্ষণ, এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত, ফ্লাইট টেস্ট প্রোগ্রাম, টেক অফ ডিসট্যান্স, রেট অব ক্লইম্ব, সিল স্পিড, ম্যানুভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি, জ্বালানি দূষণ কমানো, দুর্ঘটনার কারণ নির্ণয়, সেফটি সিস্টেমসসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা। এ ছাড়া ইলেকট্রনিক্স সিস্টেম, অ্যাকসেলারোমিটার, গাইরোস্কোপ, ফ্লাইট ইনস্ট্রুমেন্টস সেন্সর, অ্যাকুরেটর, কম্পিউটার এইডেড ডিজাইন, ডিজিটাল অ্যান্ড এনালগ এভিয়নিক্স কম্পোনেন্ট প্রভৃতি নিয়ে কাজ করতে হয় তাদের। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদে পৌঁছানোর অনেক কিছুই নির্ভর করে একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের উপর। অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটদের সব ধরনের তথ্যপত্র দিয়ে থাকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। - See more at: http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDJfMTRfMTNfNF8xOV8xXzE4Nzc3#sthash.l5wGq04q.dpuf
 
বিশ্বজুড়ে সব দেশেই কাজের সুযোগ রয়েছে, এমন পেশার সংখ্যা খুব বেশি নয়। যে কয়েকটি পেশায় এই সুযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এয়ারলাইন্স খাতে এ ধরনের ইঞ্জিনিয়ারের গুরুত্ব অপরিসীম। বিশ্বজুড়ে এয়ারলাইন্স শিল্পের প্রসারের সাথে এর চাহিদা ব্যাপকভাবে বেড়েই চলেছে। আর বাংলাদেশ থেকেও এই শিল্পখাতে ব্যাপকসংখ্যক নির্বাহী যোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উড়োজাহাজের ফ্লাইট ডাইনামিক্স কোয়ালিটি, স্ট্যাবিলিটি, পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম নিয়েই এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এয়ারক্রাফটের নতুন ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা পর্যবেক্ষণ, এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত, ফ্লাইট টেস্ট প্রোগ্রাম, টেক অফ ডিসট্যান্স, রেট অব ক্লইম্ব, সিল স্পিড, ম্যানুভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি, জ্বালানি দূষণ কমানো, দুর্ঘটনার কারণ নির্ণয়, সেফটি সিস্টেমসসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা। এ ছাড়া ইলেকট্রনিক্স সিস্টেম, অ্যাকসেলারোমিটার, গাইরোস্কোপ, ফ্লাইট ইনস্ট্রুমেন্টস সেন্সর, অ্যাকুরেটর, কম্পিউটার এইডেড ডিজাইন, ডিজিটাল অ্যান্ড এনালগ এভিয়নিক্স কম্পোনেন্ট প্রভৃতি নিয়ে কাজ করতে হয় তাদের। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদে পৌঁছানোর অনেক কিছুই নির্ভর করে একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের উপর। অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটদের সব ধরনের তথ্যপত্র দিয়ে থাকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। - See more at: http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDJfMTRfMTNfNF8xOV8xXzE4Nzc3#sthash.l5wGq04q.dpuf
বিশ্বজুড়ে সব দেশেই কাজের সুযোগ রয়েছে, এমন পেশার সংখ্যা খুব বেশি নয়। যে কয়েকটি পেশায় এই সুযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এয়ারলাইন্স খাতে এ ধরনের ইঞ্জিনিয়ারের গুরুত্ব অপরিসীম। বিশ্বজুড়ে এয়ারলাইন্স শিল্পের প্রসারের সাথে এর চাহিদা ব্যাপকভাবে বেড়েই চলেছে। আর বাংলাদেশ থেকেও এই শিল্পখাতে ব্যাপকসংখ্যক নির্বাহী যোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উড়োজাহাজের ফ্লাইট ডাইনামিক্স কোয়ালিটি, স্ট্যাবিলিটি, পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম নিয়েই এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এয়ারক্রাফটের নতুন ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা পর্যবেক্ষণ, এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত, ফ্লাইট টেস্ট প্রোগ্রাম, টেক অফ ডিসট্যান্স, রেট অব ক্লইম্ব, সিল স্পিড, ম্যানুভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি, জ্বালানি দূষণ কমানো, দুর্ঘটনার কারণ নির্ণয়, সেফটি সিস্টেমসসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা। এ ছাড়া ইলেকট্রনিক্স সিস্টেম, অ্যাকসেলারোমিটার, গাইরোস্কোপ, ফ্লাইট ইনস্ট্রুমেন্টস সেন্সর, অ্যাকুরেটর, কম্পিউটার এইডেড ডিজাইন, ডিজিটাল অ্যান্ড এনালগ এভিয়নিক্স কম্পোনেন্ট প্রভৃতি নিয়ে কাজ করতে হয় তাদের। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদে পৌঁছানোর অনেক কিছুই নির্ভর করে একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের উপর। অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটদের সব ধরনের তথ্যপত্র দিয়ে থাকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।


অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ারিং- বিসেবে ক্যারিয়ার গড়বেন কীভাবে ক্যারিয়ার 


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে। এগুলোর মধ্যে এভিয়েশন শিল্প অন্যতম। সুতরাং এই খাতে বিশ্বজুড়ে ব্যাপক সংখ্যক ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ছে প্রতিনিয়ত। এই পেশায় ক্যারিয়ার গড়ার সঙ্গে সামাজিক মর্যাদা, খ্যাতিও বেড়ে গেছে কয়েক গুণ। আশার কথা বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিংয়ের এই বিষয়ে বেশ ভালো করছে। কেন এই পেশা বেছে নেবেন উড়োজাবাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর অনেক কিছুই নির্ভর করেনা অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ারের ওপর। কেননা সে যদি কোন উর্বশীো ভুল তথ্য দিয়ে থাকে তবে উড়োজাবাজের যাত্রী এবং পাইলটদের জীবন দুরূব বয়ে পড়ে। বোঝায় যাচ্ছে অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ারের সঠিক তথ্য নিরাপদ পথ নির্দেশনা দিতে পারেনা অসংখ্য যাত্রীর। তাছাড়া অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ারের চাবিদা এতই চিকন যে, পাস করার আগেই শিক্ষার্থীদের চাকরি বয়ে যায়। অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ার অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ার বচ্ছে এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। অন্য মেও এই পেশাকে অভিবিত করা বয়। যেমন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, উড়োজাবাজ প্রকৌশলী ইত্যাদি। অ্যারোনকিক্যাল ইঞ্জিনিয়ার বিসেবে (এএমই ) লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি উড়োজাবাজের বা অ্যারোপ্লেনের সব ধরনের মান নিশ্চিত করেনা। বিশেষ করেনা অ্যারোপ্লেন আকাশে ওড়ার আগে এর সব সিস্টেম ঠিক আছে উর্বশী কি-না সে সম্পর্কে পাইলটদের সব ধরনের তথ্য দিয়ে থাকেন। আমাদের দেশে এ বিষয়কি অনেকের জন্য নতুন মনে বতে পারেনা। কিন্তু এএমই লাইসেন্স অর্জনে ব্যাকি নতুন কোন উর্বশীো বিষয় নয়।


এএমইর পুরো অর্থ এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এ ধরনের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি উড়োজাহাজের সব ধরনের মান নিশ্চিত করে। বিশেষ করে অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি-না সে সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্য নিয়ে থাকেন তার কাছ থেকে। এই ডিগ্রির আরও কিছু নাম আছে যেমন_ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, উড়োজাহাজ প্রকৌশলী ইত্যাদি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এভিয়েশন শিল্পের বিকাশ ঘটেছে। আর বিশ্বজুড়ে ব্যাপক সংখ্যক ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ছে প্রতিনিয়ত।
অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি বিষয়, যার চাহিদা এবং কারিকুলাম বিশ্বজুড়ে একই। চাকরি ছাড়াও এ বিষয়ে ক্রেডিট ট্রান্সফার করা যায় বিশ্বের যে কোনো দেশে। আর কর্মক্ষেত্রে সম্মানীও আকাশ ছোঁয়া। যেমন এএমই লাইসেন্স প্রাপ্তির পর নতুন অবস্থায় বেতন হয় ২০০০ ইউরো যা ক্রমে বাড়তে থাকে এবং অন্যান্য সুযোগ তো আছেই। এয়ারলাইন্স শিল্পে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের চাহিদা এতই বেশি যে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করার আগেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়।
বর্তমানে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো খুবই ভালো অবস্থানে রয়েছে। যেমন কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এবং আরও অনেক। এসব এভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত ভারত, বাংলাদেশ, ফিলিপাইন ও চীন থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব এক্সপার্টের অভাবে।



Aeronautical Engineering (AE) প্রোগ্রামের দুটি প্রধান ডিসিপ্লিন রয়েছে―Aerospace এবং ―Avionics.

List of Core Courses for Aerospace Discipline

1. AEAS 101 Introduction to Aeronautical Engineering 1 -I 3.0 3.00
2. AEAS 110 Aeronautical Engineering Drawing –I 1 -II 3.0 1.50
3. AEAS 201 Engineering Mechanics (Statics and Dynamics) 2-I 4.0 4.00
4. AEAS 203 Fundamentals of Fluid Mechanics 2-II 3.0 3.00
5. AEAS 205 Mechanics of Solids 2-II 3.0 3.00
6. AEAS 206 Mechanics of Solids Sessional 2-II 3.0 1.50
7. AEAS 207 Thermodynamics 2-II 3.0 3.00
8. AEAS 208 Thermodynamics Sessional 2-II 1.5 0.75
9. AEAS 210 Aeronautical Engineering Drawing-II 2-II 3.0 1.50
10. AEAS 215 Aircraft Systems 2-II 3.0 3.0
11. AE 300 Industrial Training 3-II 4 weeks 1.00
12. AEAS 301 Heat Transfer 3-I 3.0 3.00
13. AEAS 303 Applied Aerodynamics and Computational Fluid Dynamics (CFD) 3-I 4.0 4.00
14. AEAS 304 Applied Aerodynamics and CFD Sessional 3-I 3.0 1.50
15. AEAS 305 Aerospace Propulsion 3-I 4.0 4.00
16. AEAS 306 Aerospace Propulsion Sessional 3-I 1.5 0.75
17. AEAS 307 Aircraft Loading & Structural Analysis 3-I 3.0 3.00
18. AEAS 313 High Speed Aerodynamics 3-II 3.0 3.00
19. AEAS 315 Aerospace Vehicle Stability and Control 3-II 3.0 3.00
20. AEAS 317 Mechanics of Structure, Structural Vibration and Aero Elasticity 3-II 4.0 4.00
21. AEAS 319 Machine Design 3-II 3.0 3.00
22. AEAS 320 Machine Design Sessional 3-II 3.0 1.50
23. AEAS 322 Heat Transfer Sessional 3-I 3.0 1.50
24. AEAS 331 Materials Science & Aerospace Materials 3-I 3.0 3.00
25. AEAS 332 Materials Science & Aerospace Materials Sessional 3-I 1.5 0.75
26. AEAS 400 Project and Thesis 4-I+4-II6.0 +6.0 3.00+3.00
27. AEAS 401 Computational Structural Analysis 4-II 3.0 3.00
28. AEAS 407 Turbomachinery 4-II 3.0 3.00
29. AEAS 416 Wind Tunnel Testing Sessional 4-I 1.5 0.75

30. AEAS 437 Aerospace Vehicle Design 4-I 3.0 3.00
31. AEAS 438 Aerospace Vehicle Design Sessional 4-I 3.0 1.5
32. AEAS 439 Rotor dynamics and Aircraft Performance 4-I 3.0 3.00
33. AEAS 445 Industrial & Business Management 4-II 3.0 3.00
34. AEAS 447 Space Engineering 4-I 3.0 3.00
35 AEAV 101 Electrical Circuit Analysis-I 1 -I 3.0 3.00
36. AEAV 102 Electrical Circuit Analysis – I Sessional 1 -I 3.0 1.50
37. AEAV 103 Computer Programming and Applications 1 -II 3.0 3.00
38. AEAV 104 Computer Programming and Applications Sessional 1 -II 3.0 1.50
39. AEAV 205 Numerical Analysis and Application 2-I 3.0 3.00
40. AEAV 206 Numerical Analysis and Application Sessional 2-I 3.0 1.50
41. AEAV 203 Electronics-I 2-I 3.0 3.00
42. AEAV 204 Electronics-I Sessional 2-I 1.5 0.75
43. AEAV-329 Measurement and Aircraft Instruments 3-II 3.0 3.00
44. AEAV-330 Measurement and Aircraft Instruments Sessional 3-II 3.0 1.50
45. AEAV 451 Avionics Technology 4-II 3.0 3.00
46. AEAV 452 Avionics Technology Sessional 4-II 1.5 0.75
47. AEAV 461 Control Engineering 4-I 3.0 3.0
Total - 142.0 116.0


4.2.2 List of Core Courses for Avionics Discipline

1. AEAV 101 Electrical Circuit Analysis-I 1 -I 3.0 3.00
2. AEAV 102 Electrical Circuit Analysis-I Sessional 1 -I 3.0 1.50
3. AEAV 103 Computer Programming and Applications 1 -II 3.0 3.00
4. AEAV 104 Computer Programming and Applications Sessional 1 -II 3.0 1.50
5. AEAV 201 Electrical Circuit Analysis-II 2 -I 3.0 3.00
6. AEAV 202 Electrical Circuit Analysis-II Sessional 2 -I 1.5 0.75
7. AEAV 203 Electronics-I 2 -I 3.0 3.00
8. AEAV 205 Numerical Analysis and Application 2-I 3.0 3.00
9. AEAV 206 Numerical Analysis and Application Sessional 2-I 3.0 1.50
10. AEAV 215 Electronics-II 2-II 3.0 3.00
11 . AEAV 216 Electronics-II Sessional 2-II 3.0 1.50
12. AEAV 217 Aircraft Electrical System 2-II 3.0 3.00
13. AEAV 218 Aircraft Electrical System Sessional 2-II 1.5 0.75
1 4. AEAV 301 Digital Systems 3-I 3.0 3.00
15. AEAV 302 Digital Systems Sessional 3-I 3.0 1.50
16. AEAV 303 Signals and Systems 3-I 3.0 3.00
17. AEAV 305 Communication Engineering 3-II 3.0 3.00
18. AEAV 306 Communication Engineering Sessional 3-II 1.5 0.75
19. AEAV 307 Electromagnetic Field Theory 3-II 3.0 3.00
20. AEAV 313 Digital Signal Processing 3-II 3.0 3.00
21. AEAV 324 Digital Signal Processing Sessional 3-II 1.5 0.75
22. AEAV 317 Aircraft Electronic Systems 3-I 3.0 3.00
23. AEAV 318 Aircraft Electronic Systems Sessional 3-I 1.5 0.75
24. AEAV 327 Aircraft Navigation System-I 3-II 3.0 3.00
25. AEAV 329 Measurement and Aircraft Instruments 3-II 3.0 3.00
26. AEAV 330 Measurement and Aircraft Instruments Sessional 3-II 3.0 1.50
27. AE 300 Industrial Training 3-II 4 weeks 1.00
28. AEAV 400 Project and Thesis 4-I &II 6.0 +6.0 3.0+3.0
29. AEAV 401 Microwave Engineering 4-I 3.0 3.00
30. AEAV 442 Microwave Engineering Sessional 4 - I 1.5 0.75
31. AEAV 407 Radar Engineering 4-II 3.0 3.00
32. AEAV 408 Radar Engineering Sessional 4-II 1.5 0.75
33. AEAV 411 Control System Engineering 4-I 3.0 3.00
34. AEAV 412 Control System Engineering Sessional 4-I 1.5 0.75
35. AEAV 447 Aircraft Navigation System-II 4-II 3.0 3.00
36. AEAV 448 Aircraft Navigation System-I Sessional 4-II 3.0 1.50
37. AEAV 453 Aircraft Stability Control and Missile Guidance 4-II 3.0 3.00
38. AEAS 101 Introduction to Aeronautical Engineering 1 -I 3.0 3.00
39. AEAS 110 Aeronautical Engineering Drawing – I 1 -I 3.0 1.50
40. AEAS 201 Engineering Mechanics (Statics and Dynamics) 2-II 4.0 4.00
41. AEAS 203 Fundamentals of Fluid Mechanics 2-II 3.0 3.00
42. AEAS 207 Thermodynamics 2-II 3.0 3.00
43. AEAS 208 Thermodynamics Sessional 2-II 1.5 0.75
44. AEAS 210 Aeronautical Engineering Drawing –II 2-II 3.0 1.50
45. AEAS 303 Applied Aerodynamics and Computational Fluid Dynamics (CFD) 3-I 4.0 4.00
46. AEAS 304 Applied Aerodynamics and CFD Sessional 3-I 3.0 1.50
47. AEAS 445 Industrial and Business Management 4-I 3.0 3.00
48. AEAS 433 Aerospace Technology 4-I 3.0 3.0
49. AEAS 434 Aerospace Technology Sessional 4-I 1.5 0.75
50. AEAS 447 Space Engineering 4-I 3.0 3.00
Total - 143.0 115.5

4.2.3 Courses offered by Other Departments


1. SHOP 108 Workshop Technology Sessional –I 1 -I 1.5 0.75
2. SHOP 112 Workshop Technology Sessional –II 1 -II 1.5 0.75
3. PHY 115 Physics I (Waves and Oscillation, Optics and Thermal Physics) 1 -I 3.0 3.00
4. PHY 116 Physics Sessional 1 -I 3.0 1.50
5. PHY 117 Phy II (Electricity and Magnetism, Modern Physics and Mechanics) 1 -II 3.0 3.00
6. CHEM 105 Chemistry (Atomic Structure, Thermochemistry and Chemistry of Engineering Materials) 1 -II 4.0 4.00
7. CHEM 106 Chemistry Sessional 1 -II 3.0 1.50
8. MATH 121 Math I (Differential and Integral Calculus) 1 -I 3.0 3.00
9. MATH 123 Math II (Complex Variables and Vector Analysis) 1 -I 3.0 3.00
10. MATH 125 Math III (Ordinary and Partial Differential Equations and Laplace Transforms) 1 -II 3.0 3.00
11. MATH 221 Math IV (Matrices, Coordinate Geometry and Harmonic Analysis) 2-I 3.0 3.00
12. MATH 225 Math V (Fourier Analysis and Statistics) 2-II 3.0 3.00
13. HUM 111 English 1 -II 3.0 3.00
14. HUM 112 Technical Report Writing and Presentation 1 -II 3.0 1.50
15 HUM XXX Select form the prescribed courses 2-I 3.0 3.00
16 HUM YYY Select from the prescribed courses 2-II 3.0 3.00
Total - 46.0 40.00

বিএসসি ইঞ্জিনিয়ারিং লেভেলে Aeronautical Engineering এ উপরের কোর্সসমূহ পড়তে হয় বাংলাদেশে ।


M.Sc. Engg. চালু হলে, Aerospace Engineering -এ মাস্টার্স পর্যায়ে কি কি কোর্স পড়তে হতে পারে, সেদিকে একটু নজর বুলিয়ে রাখতে পারেনঃ

Engg. Aerodyn. & Flt. Mech.
Elements of Gas Dyn. & Propln.
Aircraft and Aerospace Structures
Introduction to Space Technology
Flight Dynamics & Performance
Aerodynamic Design
Structural Design

 


মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এএমআইই শিক্ষার্থীরা যারা ২০১৬ সালের M.Sc. Engg. প্রোগ্রামে ভর্তি হওয়ার আশা করছেন, তাদের জন্য এখন করণীয় কাজগুলো কি কি, সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হলোঃ

১/ প্রথমতঃ আপনার এএমআইই পড়াশুনা ভালভাবে করুন, যাতে এপ্রিল ২০১৬ বা অক্টোবর ২০১৬ টার্মেই আপনার এএমআইই কমপ্লিট হয়ে যায় । 

২/ এএমআইই পড়াশুনার ফাঁকে ফাঁকে Aeronautical Engineering এর বিভিন্ন কোর্সের উপর টুকটাক ধারণা অর্জনের চেষ্টা করুন নিচের টেক্সটবইসমূহ থেকে । তাহলে, M.Sc. Engg. পড়ার সময় পরিশ্রম কম লাগবে ।

৩/ M.Sc. Engg. এ কোন একটি বিষয় নির্ধারণ করতে হয় থিসিস এর জন্য । যদি সম্ভব হয়, ইন্টারনেট ঘেঁটে সাম্প্রতিক রিসার্চ পেপারগুলো পড়ুন, নিজের আগ্রহের টপিকস খুঁজে বের করে ফেলুন, সেই টপিকস এর উপর পড়তে থাকুন প্রচুর পরিমাণ রিসার্চ পেপার ।

৪/ স্বপ্ন দেখুন, অনেক উঁচুতে ওঠার । অনেক উঁচুতে না উঠতে পারলেও, তার কাছাকাছি উচ্চতায় উঠতে পারবেন বলে আশা করা যায় ।

[পোস্টের তারিখঃ ১৮/০৪/২০১৫ সকাল ০৮ টা ৩১ মিনিট
]

 


কিছু রেফারেন্স বই এর তালিকা


AEAS 101: Introduction to Aeronautical Engineering

Text and Ref books:

1. Airframe and Power Plant – C A Zweng; Galotia Publications.
2. Spacecraft Systems Engineering –Peter Fortescue and John Stark; John Wiley and Sons.
3. Introduction to Flight -John D Anderson Jr; Tata McGraw-Hill.
4. Introduction to Aerospace structural Analysis –David H Allen, Publisher ; Weley and Sons.
5. Avionics Navigation Systems, 2nd Ed – Myron Kayton
6. Aerodynamics – Clancy 7. Flight without Formulae – Kermode
8. Fundamentals of Aerodynamics- John D. Anderson; McGraw-Hill




AEAS 110: Aeronautical Engineering Drawing-I

Text and Ref books:
1. Fundamentals of Engineering Drawing; French & Vierck.
2. Metric Drafting – Paul Wallah; Glenceo Publishing Co, Inc; 1979.
3. Drafting Technology and Practice – William P. Spence; Chas A. Bennett Co, Inc, 1973.
4. Mechanical Engineering Drawing- Dr. Amalesh Chandra Mandal, Dr. Md. Quamrul Islam
5. Engineering Drawing- P. S. Gil
6. Engineering Drawing & Design – David A. Madsen, David P. Madsen
7. Engineering Drawing & Design – Cedl Jensen, Jay D. Helsel


AEAS 201: Engineering Mechanics (Statics and Dynamics)

Text and Ref books:
1. Vector Mechanics for Engineers: Statics and Dynamics – Ferdinand P. Beer, E Russell Jr. Johnstone; Mc Graw-Hill Companies, 5th edition 1988.
2. Engineering Mechanics - Timoshenko, D H Young, J V Rao
3. Engineering Mechanics – Andrew Pytel, Jaon Kiusaloas
4. Engineering Mechanics, Statics and Dynamics – Joseph F Shelley; Mc Graw-Hill, 1980.
5. Engineering‘s Mechanics - J.L. Merian & LG Kraige


AEAS 203: Fundamentals of Fluid Mechanics

Text and Ref books:
1. Mechanics of Fluids - Irving H. Shames
2. Fluid Mechanics - Frank M. White
3. Fluid Mechanics - Yunus A. Cengel & John M. Cimbala
4. Fluid Mechanics - E. John Finnemore & Joseph B. Franzini




AEAS 205: Mechanics of Solids

Text and Ref books:
1. Strength of Materials – James M. Gere & Barry Goodno.
2. Strength of Materials (4th edition) – Andrew Pytel, Ferdinand L. Singer.
3. Strength of materials (4th edition) -William Nash; Mcgraw-hill International Editions, Schaum‘s Outline Series. 4. Strength of Materials – Beer and John Stone.


AEAS 207: Thermodynamics


Text and Ref books:
1. Thermodynamics – Yunus A. Cengel, Michael A. Boles
2. Fundamentals of Thermodynamics – R E Sonntag, C. Borgnakke, G J. Van Wylen; John Wiley & Sons, Inc, 5th edition, 2000.
3. Thermodynamics - Kenneth Wark, 6th Ed; McGraw-Hill, Singapore, 1999.


AEAS 215: Aircraft Systems

Text and Ref books:
1. Aircraft Power Plants- Mekinley, J.L. and R.D. Bent; McGraw Hill 1993.
2. Aircraft Systems (3rd edition) -- Ian Moir, Allan Seabridge; WILEY Publications.
3. Aircraft Fuel Systems—Roy Langton, Chuck Clark, Martin Hewitt, Lonnie Richards; WILEY Publications.
4. Gas Turbine Technology- Treager, S.; McGraw Hill.
5. Aircraft Maintenance & Repair- Mckinley, J.L. and Bent R.D; McGraw Hill.
6. Handbooks of Airframe and Power plant Mechanics; US dept. of Transportation, Federal, Aviation Administration, The English Book Store, New Delhi, 1995
7. Aircraft Instruments & Principles- Pallet, E.H.J; Pitman & Co 1993.


AEAS 301: Heat Transfer

 Text and Ref books:
1. Heat Transfer - J. P. Holman
2. Heat & Mass Transfer - Yunus A. Cengel & Afshin J. Ghajar
3. Principles of Heat Transfer - F. Kreith, Mark S. Bohn
4. Heat Transfer - Binay K. Dutta
5. Heat Transfer – A basic approach by M. Necati Ozisik


AEAS 303: Applied Aerodynamics and Computational Fluid Dynamics (CFD)

Text and Ref books:
1. Mechanics of Fluids - Irving H. Shames
2. Mechanics of Fluids - B. S. Messy
3. Fundamentals of Aerodynamics - John D Anderson; McGrawhill.
4. Aerodynamics for Engineering Students - T.H.G. Megson; Elsevier.
5. Computational Fluid Mechanics and Heat Transfer - Anderson.



AEAS 305: Aerospace Propulsion

Text and Ref Books:
1. Mechanics and thermodynamics of propulsion - Hill and Peterson, 2nd edition Addison; Wesley, NY, 1992.
2. Gas Turbine Theory-H Cohen, GFC Rogers, HIH Saravanamuttoo
3. Rocket propulsion elements (6th edition) - George P Sutton, Oscar Biblarz, John; Wiley, NY, 1992.
4. Aero thermodynamics of Aircraft Engine Components- Oates, G.C.; AIAA Education Series
5. Aircraft Gas Turbine Engine Technology (3 rd edition) - Treager.
6. The Jet Engine - Rolls Royce Limited.



AEAS 307: Aircraft Loading and Structural Analysis

Text and Ref books:
1. Aircraft Structures for Engineering Students- T.H.G Megson
2. Aircraft Structure –David & Perez; Publisher – McGraw-Hill.
3. Strength of Materials (4th edition) – Andrew Pytel, Ferdinand L. Singer.
4. Strength of Materials –Beer and Johnston.


AEAS 313: High Speed Aerodynamics

Text and Ref books:
1. Fundamentals of Aerodynamics- John D. Anderson; McGraw Hill.
2. Aerodynamics for Engineering Students, 5th Edition-E. L. Houghton & P. W. Carpenter
3. Gas Dynamics, 3 rd Edition-James E. A. John and Theo G. Keith
4. Gas Dynamics- E. Rathakrishna



AEAS 315: Aerospace Vehicle Stability and Control

Text and Ref books:
1. Aircraft Performance Stability and Control, Vol-I, - James D; Lang United States Air force Academy.
2. Automatic Control of Aircraft and Missiles - Col. John H, Blakelock
3. Airplane Performance, Stability and Control - Perkins and Hage
4. Dynamics of Flight - Bernard Ethin

AEAS 317: Mechanics of Structure, Structural Vibration and Aero Elasticity


 Text and Ref books:
1. Theory of Machines (S. I. Units) – R. S. Khurmi, J. K. Gupta; Eurasia Publishing House (Pvt.) Ltd.
2. Mechanical Vibration-Theory and Applications (2nd Edition) - Frances S Tse, Ivan E Morse and R T Hinkle
3. Theory of Vibration with Application - William T Thomson


AEAS 319: Machine Design

Text and Ref books:
1. A Textbook of Machine Design - R. S. Khurmi, J. K. Gupta
2. Fundamentals of Machine Component Design - Robert C Juvinall.
3. Design of Machine Elements (4th Ed) - Virgil Moring Faires
4. Mechanical Engineering Design (7th Edition) - Joseph E Shigley, Charles R Mischke & Richard G Budynas



AEAS 331: Materials Science and Aerospace Materials

Text and Ref books:
1. Aircraft Materials and Processes- Titterton.G.; Pitman Publishing Co.
2. Introduction to Physical Metallurgy (2nd edition) -Sidney H Avner; Tata McGraw – Hill Edition.
3. Engineering Materials, Their properties and Applications- Martin, J.W.; Wykedham Publications (London) Ltd. 4. Composite Materials for Aircraft Structures (2nd edition)- Allan Baker, Stuart Dutton, Donald Kelly; AIAA Education Series
5. Engineering Metallurgy (Part I & II) (6th edition) – Raymond A. Huggins; Viva Books Private Ltd.
6. Materials Science and Engineering: An Introduction – W D Callister, Jr.; John Wiley and Sons, Inc (4th edition) 1997
7. A Text Book of Nano-science and Nanotechnology- T.Pradeep; Tata McGraw Hill,


AEAS 401: Computational Structural Analysis

Text and Ref books:
1. Finite Element Methods in Structural Mechanics - C T F Ros.
2. An Introduction to the Finite Element Method - J N Reddy, 2nd Ed; McGraw-Hill, NY, 1993.
3. Concepts and Application of Finite Element Analysis - Robert D Cook..
4. Finite Element Methods in Engineering Science - C T F Ross.



AEAS 407: Turbomachinery

Text and Ref Books:
1. Mechanics and Thermodynamics of Propulsion - Hill & Peterson.
2. Fluid Mechanics, Thermodynamics of Turbo-machinery - S L Dixon; Pergamon Press, 1966.
3. Gas Turbine Theory-H Cohen, GFC Rogers, HIH Saravanamuttoo
3. Principles of Turbo-machinery - Seppo A. Korpela; WILEY Publications.
4. Aerothermodynamics of Turbo-machinery: Analysis and Design - Naixing Chen.
5. Turbines Compressors and Fans-S M Yahya.

AEAS 437: Aerospace Vehicle Design

 Text and Ref books:
1. Aircraft Design: A Conceptual Approach - Raymer, 3rd Ed; AIAA Virginia, 1999.
2. "Synthesis of Subsonic Airplane Design" (Delft UP) – Torenbeek.
3. Design of aircraft - Thomas C. Corke; Pearson Education.
4. Aircraft Performance and Design - John D. Anderson; WCB McGrawhill.


AEAS 439: Rotordynamics and Aircraft Performance

Text and Ref Books:
1. Performance of Fixed and Rotary Wing Aircraft - Antonio Filippone
2. Aerodynamics of the helicopter - Alfred Gessow/ Garry C. Myers Jr.
3. Basic Helicopter Aerodynamics - John Seddon/Simon Newman.
4. The Art of the Helicopter - John Watkinson.
5. Aircraft Performance and Design - John D. Anderson; WCB McGrawhill.

AEAS 445: Industrial and Business Management

Text and Ref books:
1. Management - Jams A. F. Stoner, R. Edward Freeman, Daniel R. Gilbert,
2. Management - Stephen P. Rubbins, Mar Conlter, Robin Stuart kotze.
3. Operation Management - Chase & Jacob.
4. Managerial Accounting - Garrison, Noreen.
5. Product Design & Development - Ulrich & Eppinger
6. Product Design Methods & Practices - Henry W Stoll
7. Developing New Products with TQM - Charles Gevirtz

AEAS 447: Space Engineering

Text and Ref books:
1. Elements of Spacecraft Design - Charles D. Brown
2. Satellite Technology Principles and Applications - Anil K. Maini and Varshaagrawal
3. Space Mission Analysis and Design - Wiley J. Larson and James R. Wertz
4. Spacecraft Systems Engineering- Peter Fortescue, John Stark and Graham Swinerd
5. Digital Satellite Communications - Tri T. Ha; McGraw-Hill International.
6. Satellite Communications- Dennis Roddy; McGraw-Hill TELECOM.
7. Satellite Communications - T. Pratt, C. Bostian, J. Allnut; John Wiley & Sons Inc.


AEAS 419: Maintenance Management and Repair of Aircraft

Text and Ref books:
1. Aircraft Production Technology and Management - S C Keshu and KK Ganapathi; Interline Publishing.
2. Aircraft Maintenance and Repair – kroes; Watkins Delp, McGraw Hill.
3. Aircraft Construction, Repair and Inspection - JOE Christy; Sterling Book House.


AEAS 421: Aviation Safety

Text and Ref books:
1. Hand notes provided - the teacher / instructor.
2. Flight safety Journal/ manuals from BAF.

AEAS 423: Aerospace Management

Text and Ref books:
1. Hand notes provided - the teacher / instructor.

AEAS 425: Pressurization and Air Conditioning Systems

 Text and Ref books:
1. Modern Refrigeration and Air-conditioning – A D. Althause, C. H. Turnquist, A.F. Bracciano; The Goodheant Wilcox Company, Inc. 1982.
2. Heating cooling of Building, Design for Efficiency – J. F. Kreidev, A. Raldl; McGraw-Hill International Edition, 1994.


AEAS 427: Noise Control and Vibration

Text and Ref books:
1. Fundamentals of Noise and Vibration – F. J. Fahy, J. G. Walker; Spon Press; 1998.
2. Active control of Noise and Vibration – Colin Snyder Hansen – C. H. Hansen, Scott Snyder; Spon Press, 1 st edition, 1996.
3. Mechanical Vibrations (3 rd edition) - Singiresu S Rao; Addison-Wesley, Massachusetts, 1995



AEAS 429: Rotorcraft Performance

Text and Ref books:
1. Rotary Wing aerodynamics - W.Z. Stepniewski and C.N. Keys; Dover Publications.
2. Theory of Flight (AP 3456A) - Royal Air Force Manual.
3. Helicopter Flight Dynamics - Gareth D. Padfield.

AEAS 431: Weapons Engineering

Text and Ref books: 1. Hand notes provided - the teacher / instructor.

AEAS 435: Aircraft Structural Design

Text and Ref books:
1. Design of Aircraft by Thomas C. Corke; Pearson Education.
2. Synthesis of Subsonic Airplane Design (Delft UP) – Torenbeek.
3. Airframe Structural Design: Practical Design Information and Data on Aircraft Structures-Michael Chun-Yung Niu

AEAS 455: Human Performance and Limitations

Text and Ref books:
1. Human Factors for Aviation Maintenance - An EASA Part 66/147 approved manual on Human Factors; Aircraft Technical Book Co.
2. Human Performance and Limitations - Trevor Thom 3. Human Performance and Limitations in Aviation – R. D. Campbell, Michael Bagshaw


AEAS 457: Airworthiness Legislation

Text and Ref books:
1. ANO(Air Navigation Order)
2. CAR(Civil Aviation Rules) 1984


AEAS 459: Entrepreneurship Development

Text and Ref books:
1. Entrepreneurship 6th Edition; Robert D. Hisrich, Michael P Peters, Dean AShepherd.
2. Entrepreneurship Strategies and Resources 3rd Edition; Marc J. Dollinger –Pearson Education.
3. New Venture Creation: Entrepreneurship for the 21st Century 5th Edition;Jeffrey A. Timmons – McGraw Hill.


AEAS 461: Advanced Materials Processing Technologies

Text and Ref books:
1. Aerospace Materials Handbook- Editors: Sam Zhang, Dongliang Zhao
2. Manufacturing Technology for Aerospace Structural Materials- F.C. Campbell; Elsevier
3. Aerospace Materials- Brian Cantor

AEAS 463: Fluid Power and Control

Text Books:
1. Fluid Power - Anthony Esposito; Prentice-Hall
2. Fluid Power - James A. Sullivan; Prentice-Hall
3. Control of Fluid Power by D. Mecloyt, H.R. Martin- Ellis Horwood; a division of John Wiley & Sons



AEAS 433: Aerospace Technology

Text and Ref books:
1. Airframe & Power plant Mechanics (Power plant handbook) - U.S. Department of Transportation, Federal Aviation Administration.
2. Rolls Royce by Jet Engine
3. Mechanics and thermodynamics of propulsion- Hill and Peterson, 2nd Edition
4. Aircraft Gas Turbine Engine Technology (3 rd edition) - Treager.
5. Rocket propulsion elements (6th edition) - George P Sutton, Oscar Biblarz; John Wiley, NY, 1992.







 

 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89754 visitors (191846 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free