Future Aspects for M.Sc. Engg.


চলুন স্বপ্ন দেখি !

 
২০১৬ সালে MIST তে Aeronautical Engineering এর উপর M.Sc. Engg এর প্রথম ব্যাচ ভর্তি করা হবে । Aeronautical Engineering এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা শিক্ষার্থীদের M.Sc. Engg ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে বিধায় AMIE পাশ করেও আপনি হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন দেশের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সদ্য যুক্ত হওয়া Aeronautical Engineering এ পড়াশুনার সুযোগ ।



নিজেকে প্রস্তুত করুন, ইংরেজির দুর্বলতা কাটিয়ে তুলুন, সিজিপিএ ভাল করার জন্য প্রচুর পরিশ্রম করুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ সামনে হাতছানি দিচ্ছে । সুযোগটাকে কাজে লাগাতে হবে । প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচে AMIE পাশ শিক্ষার্থীদের সুযোগ থাকবে, সেটা নির্দ্বিধায় বলা যায়, কারণ প্রথম দিকে শিক্ষার্থী খুব একটা পাওয়া যায় না M.Sc. Engg. লেভেলে । তাই, প্রথম দিকের এই সুযোগে জায়গা করে নিতে হবে MIST তে ।





চলুন স্বপ্ন - কে বাস্তবে রূপ দেওয়া সম্ভব কিনা, দেখতে জেনে নেই কিছু তথ্যঃ

১/ MIST তে ২০১৬ সাল থেকে M.Sc. Engg. এবং Ph.D চালূ হবে Aeronautical Engineering এর উপর । কিন্তু কারা ভর্তি হতে পারে M.Sc. Engg এ ?? বাংলাদেশে সরকারী দুটো প্রতিষ্ঠান Aeronautical বা Aeronautics এর ব্যাচেলর ডিগ্রী লেভেলে পাঠদান প্রদান করে । Military Institute of Science and Technology (MIST) এবং Bangladesh Air Force Academy (BAFA) (Bachelor in Aeronautics-Air force Personnel only) । এখন আসি বাস্তবতায় । বাংলাদেশে Mechanical Engineering পড়ানো হয় বেশ কিছু সরকারী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে । তারপরও, সদ্য চালু হওয়া প্রথম ব্যাচের M.Sc. Engg (ME) এ আবেদন করেছে মাত্র ৩ জন । লিখিত পরীক্ষায় ৩ জনকে উত্তীর্ণ হয়, এবং মৌখিক পরীক্ষা দেন ৩ জন । Aeronautical Engineering এর M.Sc. Engg এর প্রথম ব্যাচেও একই ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি । কারণ MIST থেকে যারা Aeronautical Engineering পড়েছে বা পড়ছে, তাদের অধিকাংশই বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে M.Sc. Engg. করবে বলে, MIST ছেড়ে চলে যায় ...

২/ বাংলাদেশে MIST ২০১৬ সালে Aeronautical Engineering এর উপর M.Sc. Engg. চালু করবে যেহেতু, প্রথম দিকেই Aerodynamics, Dynamics & Control, Aerospace Propulsion and Aerospace Structures বিষয়ে স্পেশালাইজেশনের সুযোগ দিতে পারে । চলুন দেখে নেওয়া যাক, Aeronautical Engineering এর বিভিন্ন বিষয়ের উপর স্পেশালাইজেশনের জন্য কি কি যোগ্যতা চাওয়া হতে পারেঃ

‪#‎Aerodynamics‬ - Bachelor's degree or equivalent in Mechanical Engg./ Cvil Engg.
‪#‎Dynamics_‬&_Control - Bachelor’s degree or equivalent in Mechanical Engg,/ Electrical / Electronics/ Instrumentation Engg.
‪#‎Aerospace_Propulsion‬ - Bachelor’s degree or equivalent in Mechanical Engg.
‪#‎Aerospace_Structure‬ - Bachelor’s degree or equivalent in Mechanical Engg./ Civil Engg.

তবে, যাদের Aeronautical Engineering বা Aerospace Engineering এ বিএসসি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী রয়েছে, তারা উপরের ৪টির যেকোনোটিতে স্পেশালাইজেশন করতে পারবেন । ভারতের প্রচুর পরিমাণ প্রতিষ্ঠানে Aeronautical Engineering এ মাস্টার্স ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে (সূত্রঃ www.wikipedia.org/wiki/List_of_aerospace_engineering_schools ) । সেখানেও এই বিষয়ে M.Tech বা M.Sc. Engg বা M.Sc ডিগ্রী অর্জনের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে Mechanical Engineering এ ব্যাচেলর ডিগ্রী চাওয়া হয়ে থাকে (রেফারেন্সঃ http://www.aero.iitb.ac.in/home/index.php?option=com_content&task=view&id=26&Itemid=97) . তাই বাংলাদেশে M.Sc. Engg. চালু হলে সেখানেও যে Mechanical Engineering ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সুযোগ থাকবে, সেটা আশা করা, অমুলক নয় ।




কি যোগ্যতা প্রয়োজন হতে পারে M.Sc. Engg. (Aeronautical Engineering) পড়ার জন্যঃ

১/ Aeronautical Engineering / Aerospace Engineering / Mechanical Engineering এ ব্যাচেলর বা সমমানের ডিগ্রী ।

২/ সিজিপিএ নুন্যতম ২.৭৫

৩/ শারীরিকভাবে ফিট ( দৃষ্টিশক্তি এবং উচ্চতা )


http://jebalal.weebly.com/uploads/1/7/7/5/1775378/1712903.gif



এখন তাহলে আপনার করণীয় কি ?


১/ "বন্ধুরা AMIE তে ভর্তি হচ্ছে, আমিও ভর্তি হবো" - এভাবেই যারা শখের বশে ভর্তি হয়েছেন, তাদের স্বপ্ন খুব বেশিদূর বিস্তৃত হয় না । তাদের থেকে একশ হাত দূরে থাকুন । এএমআইই তে পড়াশুনা না করার দরুন যারা বারবার ফেল করে, "এএমআইই পাশ করা কঠিন, সহজেই ভর্তি হওয়া যায়, পাশ করা যায় না" - টাইপের কথা বলে আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে বা করছে, তাদের থেকে এক হাজার হাত দূরে থাকুন । কথায় আছে, "সঙ্গ দোষে লোহা ভাসে !" , "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ! " ... বুঝতেই পারছেন, আপনার করণীয় (!)

২/ স্বপ্নকে আকাশ পর্যন্ত বিস্তৃত করার পর, হাত গুটিয়ে বসে থাকলে তো আর স্বপ্ন এসে আপনার হাতের মুঠোয় ধরা দেবে না । এই স্বপ্ন পূরণের জন্য, আপনার প্রথম বাধা, "রেজাল্ট" এবং দ্বিতীয় বাধা, "ইংরেজির দুর্বলতা" ।
দুটো বাঁধাই দূর করার একমাত্র উপায়,


‪#‎পড়াশুনা_করা‬ !

তবে, ইংরেজির দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য, পড়ুন, এবং চর্চা করুন । প্রয়োজনে, বন্ধুদের সাথে চর্চা করুন, দৈনন্দিন কথোপকথনে ইংরেজি বলার চেষ্টা করুন, প্রচুর পরিমাণ Vocabulary মুখস্থ করুন ।


৩/ AMIE তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৩.০০ বা তার বেশি পেতে আপনাকে ১৬ টি সাবজেক্টের মধ্যে অন্তত ৬ টি-কে টার্গেট করতে হবে, যেগুলোতে আপনি কমপক্ষে ৩ টি টেক্সটবই পড়ে হলেও আপনি প্রচুর জ্ঞানার্জন করবেন, নিজে নিজে নোট তৈরি করবেন, অন্য কোন শিক্ষক বা সহপাঠী বা বড়ভাইদের সহযোগিতা নিয়ে A+ (৮০% মার্কস) অর্জন করবেন । ১৬ টির মধ্যে অন্তত ৬ টি বিষয়ে A+ মার্কস তুলতে পারলে, রেজাল্ট নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না ।


৪/ বাকি ১০ টি সাবজেক্টে পড়ুন, যতটা সম্ভব বেশি । যত বেশি পড়বেন, ততো কমে যাবে স্বপ্নের সাথে বাস্তবের দূরত্ব । যত কম পড়বেন, ততো বেড়ে যাবে স্বপ্নের সাথে বাস্তবের দূরত্ব ।



‪#‎আপনার_চারপাশে_আপনাকে_হতাশ_করার_মতো_মানুষের‬ অভাব হবে না । কিন্তু আপনার স্বপ্ন আপনি দেখুন, স্বপ্ন পূরণের জন্য কল্পনার চেয়ে বেশি পরিশ্রম করুন, স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে আসুন । অন্যের কথা-তে আশাহত হবেন না । আপনি যদি পরিশ্রম করেন, তবে আপনার পক্ষে, অনেক কিছুকেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব ।

‪#‎সূত্রঃ‬

১/ আইআইটি বোম্বেঃ www.aero.iitb.ac.in/home/index.php?option=com_content&task=view&id=26&Itemid=97

২/ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বাংলাদেশঃ
www.mist.ac.bd/common_content_other.php?content_id=2927916

৩/ উইকিপিডিয়াঃ www.en.wikipedia.org/wiki/List_of_aerospace_engineering_schools

‪#‎চলুন_স্বপ্ন_দেখি‬
 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89761 visitors (191854 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free