AMIE-শিক্ষার্থী, এএমআইই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন???
জীবনের অনেক ছোট খাটো সিদ্ধান্তগুলো ভেবে চিন্তে নিতে হয়। অনেক ছোট ছোট কাজও গুরুত্বের সাথে করতে হয়। জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়ার পর পিছন ফিরে তাকালে হয়তো সেই ছোট সিদ্ধান্ত বা কাজের জন্যে জীবনের গতিপথটাই বেঁকে যেতে দেখবেন।
আজকে যারা, এএমআইই তে ভর্তি হয়েও বিভিন্ন প্রতিবন্ধকতার ভয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাদেরকে বলবো, ছেড়ে তো সবাই দিতে পারে, ধরে রাখতে ক'জন পারে ? একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে পাল্টে দিতে পারে ...
@ আমি একটি কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকেই পছন্দ করবো,কারন সে এই কঠিন কাজটি করার একটা সহজ উপায় বের করে নেবেই। -বিল গেটস@
একটু চিন্তা করুন, এএমআইই কমপ্লিট করার বেশ সহজ রাস্তা পেয়ে যাবেন । আপনি যে কাজটি করছেন সেই কাজটি করার পদ্ধতিকে ভালোবাসুন, কাঙ্খিত ফলাফল আসবেই। A.M.I.E. কে ভালবাসুন, পড়াশুনাকে ভালবাসুন, এএমআইই কমপ্লিট হবেই ...
আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না- কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে চলে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিলো আমাদের কাছে! তেমনি, চোখের সামনে যখন দেখবেন, কেউ এএমআইই কমপ্লিট করে ফেলেছে, আর নিজে পারলেন না কমপ্লিট করতে , শুধুমাত্র তখনই বুঝবেন, এটার গুরুত্ব !
আশা হলো কোনো ঘটনা ঘটার কামনা করা; বিশ্বাস হলো কোনো ঘটনা ঘটবে তা মনে প্রানে মানা; সাহস হলো সেই ঘটনা নিজে ঘটানো। আশা করুন, এএমআইই কমপ্লিট করবেন, মনে প্রানে বিশ্বাস করুন যে, আপনি এএমআইই কমপ্লিট করতে পারবেন, মনে সাহস রাখুন সবসময়... আপনি এএমআইই কমপ্লিট করে "বিএসসি ইঞ্জিনিয়ার" হতে পারবেন ... |