সিজিপিএ - ৩.৭৫ পেতে এএমআইই এর পেছনে সময় ব্যয় করুন, কোণ কিছুই অসম্ভব না !!!
এএমআইই এর সিলেবাস অনেক বড়, কথাটা পুরোপুরি মিথ্যা !!!
১. বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এবং ডুয়েট এর সিলেবাস অনুযায়ী এএমআইই এর সিলেবাস যথেষ্ট পরিমাণ কম !!! বুয়েট এর সিলেবাসকে যদি ১০০% ধরা হয়, এএমআইই এর সিলেবাস ৪০% !!!
২. এএমআইই ডিগ্রী অর্জন কঠিন নয়, সহজ !!! এখানে মাত্র ১৬০০ মার্কস এর পরীক্ষা দিতে হয়, যেখানে বুয়েট, ডুয়েট, রুয়েট, চুয়েট এবং কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে ৪০০০ মার্কস পাশ করতে হয়, কমপক্ষে ৪০-৪৪ টা থিওরি কোর্স পাশ করতে হয় ২৭-৩২ টা ল্যাব কোর্সে পাশ করতে হয় !!! ইন্ডাস্ট্রি - তে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতে হয়, প্রজেক্ট কমপ্লিট করতে হয় নির্দিষ্ট বিষয়ের উপর !!! সেই তুলনায় এএমআইই অনেক সহজ । কারণ, সেখানে ল্যাব এর ঝামেলা নেই, নেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ঝামেলা, এসাইনমেন্ট এর ঝামেলা নেই, প্রজেক্ট এর ঝামেলা নেই !!! ৪০০০ মার্কস পাশ করার প্রয়োজন নেই !!
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভাল করতে হলে একজন স্টুডেন্ট কে প্রতিদিন কমপক্ষে ১২ ঘণ্টা স্টাডি করতে হয়, এএমআইই তে ভাল করতে হলে ৬-৮ ঘণ্টা স্টাডি করলেই যথেষ্ট !!!
সরকারী বিশ্ববিদ্যালয় এর বিএসসি প্রোগ্রামে সিজিপিএ - ৩.৭৫ পেতে যতখানি সময় ব্যয় করতে হয়, সেটা এএমআইই এর পেছনে কেউ ব্যয় করতে পারলে সেই শিক্ষার্থী এএমআইই তে সিজিপিএ - ৪.০০ পাবে !!!
একজন এএমআইই শিক্ষার্থী কেন ভাল রেজাল্ট করতে পারে না, তার পেছনে অনেক কারণ আছে,১। Regular Class না থাকা ।২। Question বুয়েট, রুয়েট, চুয়েট এবং কুয়েট এর স্যাররা করা ।৩। Continuous Study না করা ।৪. প্রতি বছর শিক্ষার্থীদেরকে কোন রকম তথ্য প্রদান ছাড়াই Textbook পরিবর্তন করা৫. ভাল গাইডলাইন না থাকা ।৬. ভাল গাইডবই বা হ্যান্ডনোট না থাকা ।৭. পারস্পরিক যোগাযোগহীনতা
*** সবচেয়ে বড় কারণ, " অধিকাংশ এএমআইই শিক্ষার্থী নিয়মিত পড়াশুনা করে না "...
*** সরকারী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট, রুয়েট, চুয়েট , কুয়েট) শুধু তত্ত্বীয় পরীক্ষার পাশাপাশি ১০০০ মার্কসের ল্যাব পরীক্ষায় পাশ করতে হয়, ২০০ মার্কস থাকে ৪ বছরের ATTENDENCE, CLASS TEST, ASSIGNMENT জমা দেওয়ার উপর , ২০০ মার্কস থাকে ভাইভা-তে , প্রজেক্ট বা থিসিসে থাকে 100 marks , বাকি 2500 মার্কস এর তত্ত্বীয় পরীক্ষায় পাশ করতে হয় ।
*** মার্কস যা কমার সেটা কমে, ল্যাব -এ । কারণ ল্যাব এর মার্কস নির্ভর করে সারা বছর ল্যাব এ উপস্থিতি, ল্যাব এক্সপেরিমেন্ট কমপ্লিট করা এবং ফাইনাল পরীক্ষায় দেওয়া এক্সপেরিমেন্ট কমপ্লিট করা এবং ল্যাব ভাইভাতে ভাল করা । সব মিলিয়ে, যেটুকু জিপিএ কমে ৪ থেকে , সেটা মূলত কমে ১০০০ ল্যাব মার্কস এর জন্য !!!
*** এখানেই এএমআইই শিক্ষার্থীদের সুবিধা !!! ১. এখানে একটি কোর্স যতবার ইচ্ছা খাতা কেটে দেওয়া যায়, এ+ মার্কস না আশা পর্যন্ত অপেক্ষা করা যায় । প্রতিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেটি সর্বচ্চ ৩ বার !!!
২. এখানে ১৫ বছর ধরে পড়াশুনা করা যায়, সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেটি ৬ বছর !!!
৩. মাত্র ১৬ টি পরীক্ষার গড় করা হয় এ এম আই ই তে , সেখানে সরকারী বিশ্ববিদ্যালয়ে ৭০-৭৬ টি পরীক্ষার গড় করা হয় !!!
************************************************
**** এএমআইই তে রেজাল্ট করা সহুজ কি না, সেটি বোঝার জন্য এত তুলনার প্রয়োজন নেই, যে বুঝে, সে এমনিতে বোঝে ... কিন্তু যে শিক্ষার্থী নিয়মিত পরিশ্রম না করে ভাল রেজাল্টের স্বপ্ন দেখে, সেই শিক্ষার্থী খারাপ করবেই, কিন্তু তার মানে এই না যে, রেজাল্ট করা কঠিন !!!
ভাল থাকবেন ... |