এএমআইই পড়াশুনা সংক্রান্ত পরামর্শ
এএমআইই তে ভাল রেজাল্ট করার জন্য করনীয়ঃ
১. প্রতিদিন কমপক্ষে ৮-১০ ঘণ্টা পড়াশুনা করা ।
২. প্রতিটি কোর্সের জন্য একটি ষ্ট্যাণ্ডার্ড গাইডবই সংগ্রহ করা অথবা কমপক্ষে ২ টি টেক্সটবই সংগ্রহ করা ।
৩. বিগত ১২ টি টার্মের সকল থিওরি প্রশ্ন এবং গাণিতিক সমস্যাসমূহ সমাধান এবং অনুশীলন করা ।
৪. সিলেবাসভিত্তিক পড়াশুনা করা ।
৫. নিয়মিত রিভিশন দেওয়া এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করা ।
৬. বাসায় বসে নিজে নিজে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া ।
৭. সম্ভব হলে, কোন কোচিং প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া ।
৮. বন্ধুদের সাথে পড়াশুনা নিয়ে আলোচনা করা ।
৯. প্রতি সেমিস্টারে সর্বচ্চ এবং সর্বনিম্ন ৪ টি কোর্স নিয়ে পড়াশুনা করা ।
১০. প্রতিটি কোর্সের জন্য একমাস সময় বরাদ্দ করে পড়াশুনা করা ।
|