@ কোচিং না করেও এ এম আই ই পাশ করা সম্ভবঃ
+++++++++++++++++++++++++++++++++++++
কীভাবে?
কোচিং না করেও এ এম আই ই পাশ করা সম্ভব !আর সেটা করতে হলে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
১. একটি কোর্সের প্রস্তুতি সংগ্রহের প্রথম ধাপ হলঃ বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করা, সিলেবাস সংগ্রহ করা , সেই কোর্সের জন্য যেসকল টেক্সটবুক পড়তে হয় সেগুলো অথবা যদি ভালো গাইড বই পাওয়া যায় সংগ্রহ করা ।
২. সেই কোর্সের সাথে সম্প্কিত বাংলা বই সংগ্রহ করা । যেমন, ফিজিক্স এর জন্য, "এস এম মকসেদ আলি-র" "তাপ ও গতিবিদ্যা", "ফিজিক্যাল এন্ড জিওমেট্রিক্যাল অপটিক্স", "তড়িৎ ও চুম্বকবিদ্যা", ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর এপলাইড মেকানিক্স BIKASH CHADRA MANDAL, বেসিক ফ্লুয়িড মেকানিক্স এর জন্য "ফ্লুয়িড মেকানিক্স - পাওয়ার টেকনোলজি ৫ম পর্ব", ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর জন্য "নিউমেরিক্যাল এনালাইসিস - হাফিজ, হক, রহমান", "অরডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন - প্রফেসর কুতুবুদ্দিন", "ডিফারেন্সিয়াল ক্যালকুলাস -আবু ইউসুফ", "ইন্টিগ্রাল ক্যালকুলাস - আবু ইউসুফ", এই বইগুলো সংগ্রহ করতে হবে , PROPERTIES & MECHANICS OF MATERIALS এর জন্য "হিট ট্রিটমেন্ট এন্ড মেটালস লেখক আবু জয়েড আল গৌরী " ইত্যাদি সংগ্রহ করা ।
৩. যেকোনো টপিকস পড়ার আগে বাংলা বই থেকে সেই টপিকসটি ভালভাবে বুঝে নিতে হবে, তারপর ইংরেজি টেক্সটবুক বা গাইডবই থেকে মুখস্থ করে নিতে হবে ।
৪. একটি কোর্সের জন্য প্রতিদিন কমপক্ষে ২ ঘণ্টা পড়াশুনা করতে হবে ।
৫. প্রতি সপ্তাহে নিজে নিজে বাসায় বসে পরীক্ষা দিতে হবে ।
৬. প্রতি ৭ দিনে যা পড়া হবে সপ্তাহের শুক্রবারে সেগুলো রিভিশন দিন ।
৭. প্রতি সপ্তাহে ১ টি করে মাসে কমপক্ষে ৪ টি পরীক্ষা দিন, যত বেশি পরীক্ষা দিবেন, নিজের প্রতি আস্থা ততই বাড়বে ।
৮. বাসায় প্রতিদিন গড়ে ৮-১০ ঘণ্টা স্টাডি করুন ।
শুধুমাত্র পাশ করতে চাইলে নিজে নিজে বাসায় পড়েই সম্ভব, সেটা সম্ভব । কিন্তু একটি ভাল প্রতিষ্ঠান আপনার পাশ করার পাশাপাশি সিজিপিএ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে । সিজিপিএ ৩.৭৫ পেয়ে
ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে । আপনি যদি কম পরিশ্রমে কিংবা খুব কম পরিশ্রমে এবং বেশি টাকায় ইঞ্জিনিয়ার হতে চান, তবে, এএমআইই আপনার জন্য নয়, যেকোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সাড়ে ৩ বছর - ৪ বছর পর একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট আপনার হাতে এসে যাবে ! অন্তত বিয়ের বাজারে "ইঞ্জিনিয়ার" পরিচয়ে বেশ ভাল দাম পাবেন !!!
কিন্তু আপনি যদি প্রচুর পরিশ্রমী হন, যথাযথ জ্ঞানার্জন এবং অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে "ইঞ্জিনিয়ার" হিসেবে গড়ে তুলতে চান, বেশি পরিশ্রম এবং কম টাকায়, তবে, এএমআইই আপনার জন্য । নিজেকে চিনুন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন । নিজেই নিজেকে নিচের ১০ টি প্রশ্ন করুন, আর নিজেকে চিনুন, নিজের ভবিষ্যৎকে দেখে নিনঃ
১. "আমি কি এএমআইই পাশের যোগ্য" ?
২. "পাশ করার জন্য যেসকল যোগ্যতা প্রয়োজন, সেগুলোর মধ্যে আমার মধ্যে যেগুলোর ঘাটটি রয়েছে, সেগুলো কি আমি নিজের মধ্যে তৈরি করতে পারবো ?",
৩. "আমি কি নিজেকে পরিবর্তন করতে পারবো" ?
৪. "আমি কি নিজেকে পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবো?"
৫. "আমি কি যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করেও আমার দৃঢ়মনোবল ধরে রাখতে পারবো"?
৬. "যদি একই সাবজেক্টে ৩-৪ বার ফেল করি, আমি কি আমার মনোবল ধরে রেখে ৫ম বারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো ?"
৭. "সেকশন-এ তে জিপিএ ২.৫০ বা তার কাছাকাছি হলেও, আমার অধ্যবসায়-এর পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে সেকশন-বি তে কি আমি জিপিএ ৩.৫০ পাওয়ার লক্ষ্য নিয়ে পড়াশুনা করতে পারবো " ?
৮. "পারিপার্শ্বিক চাপ, বন্ধুদের হতাশা, অভিজ্ঞ হতাশাবাদীদের বুলি শোনার পরও কি আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস ধরে রাখতে পারবো" ?
৯. "আমি পারবো । আমাকে পারতেই হবে । কোনভাবেই থেমে যাওয়া চলবে না !" এমন দৃঢ়মনোবল কি আমার আছে ?
১০. "যেভাবেই হোক না কেন, যত পরিশ্রমী আমাকে করতে হোক না কেন, যতবারই ফেল করি না কেন, আমি এএমআইই কমপ্লিট করবোই", এমন শক্ত মানসিকতা কি আমার আছে ?
এই ১০ টি প্রশ্নের উত্তর যদি হয় "হ্যাঁ", তবে, আপনার মধ্যে এএমআইই পাশ করে "Engineer" হওয়ার সকল গুণাবলী রয়েছে । আপনি এগিয়ে যান সামনে, আপনি পারবেন আপনার লালিত স্বপ্নকে পূর্ণ করতে । আমরা আছি, আপনাদের পাশে, সকল প্রকার সহযোগিতার জন্য । যোগ দিন, আমাদের সাথে, ROYAL ENGINEERING ACADEMY -পরিবারের সাথে । আপনাদের অপেক্ষায় আছি আমরা, সেবালাভের সুযোগ প্রসারিত করে ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.royalengineeringacademy.page.tl
অথবা ফোন করুনঃ +088-01911-088 706 [বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত]