ROYAL ENGINEERING ACADEMY-এএমআইই শিক্ষাব্যবস্থার নতুন আশার আলো
ROYAL ENGINEERING ACADEMY (REA)
রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, “বিএসসি ইঞ্জিনিয়ারিং” লেভেলের ক্লাস সুবিধা প্রদানকারী একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত শিক্ষার্থীরা “বিএসসি ইঞ্জিনিয়ারিং” লেভেলের বিভিন্ন কোর্সের ক্লাসসুবিধা গ্রহন করে থাকে । একজন ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা পাশের পর ডুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীতে পড়াশুনার সুযোগ পেয়ে থাকে। এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে যেসকল ডিপ্লোমা প্রকৌশলী ভর্তির সুযোগ পায় না, সেসকল শিক্ষার্থী “ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)” কর্তৃক ১৯৪৭ সাল থেকে পরিচালিত “বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমানের ডিগ্রী প্রোগ্রাম, এ.এম.আই.ই”-তে ভর্তির মাধ্যমে “বিএসসি ইঞ্জিনিয়ার” হওয়ার সুযোগ গ্রহন করে থাকে । এ.এম.আই.ই ডিগ্রী প্রোগ্রামের সেমিস্টার পরীক্ষাসমূহ বুয়েট, রুয়েট, চুয়েট এবং কুয়েটে অনুষ্ঠিত হয়, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র মূল্যায়ন সবকিছুই হয় বুয়েটের শিক্ষকদের মাধ্যমে । এ.এম.আই.ই-তে কোন ক্লাসের সুযোগ নেই, শুধুমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহ এপ্রিল এবং অক্টোবরের শেষ সপ্তাহে সেমিস্টার এর পরীক্ষা গ্রহন করে থাকে। ক্লাস ছাড়া শিক্ষার্থীদের জন্য এ.এম.আই.ই কমপ্লিট করা নিতান্তই অসম্ভব, আর তাই, প্রতিটি কোর্সে ক্লাস সুবিধা প্রদান করার জন্যই ROYAL ENGINEERING ACADEMY (REA), নামের ইঞ্জিনিয়ারিং একাডেমী তাদের কার্যক্রম শুরু করেছে ২০১৩ সালের সেপ্টেম্বর এর ১৬ তারিখ থেকে । বর্তমানে "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-তে এএমআইই-এর যেসকল কোর্সে ক্লাস করার সুযোগ আছে, সেগুলো নিচে দেওয়া হলোঃ
1. HEAT & THERMODYNAMICS
2. OPTICS
3. ELECTRICITY & MAGNETISM
4. WAVE, OSCILLATION & SOUND
5. APPLIED THERMODYNAMICS
6. THERMAL ENGINEERING
7. ELEMENTARY ELECTRICAL ENGINEERING
8. ELEMENTARY ELECTRONICS
9. ELECTRICAL MACHINES
10. TRANSMISSION & DISTRIBUTION OF ELECTRICAL POWER
11. SEMICONDUCTOR DEVICES
12. NETWORK ANALYSIS
13. MEASUREMENT & INSTRUMENTATION
14. CONTROL SYSTEM
15. BASIC ELECTRICAL ENGINEERING
16. TELECOMMUNICATION ENGINEERING
17. MICROWAVE ENGINEERING
18. ADVANCED ELECTRONICS
19. ELECTROMAGNETIC THEORY
20. SWITCHGEAR & PROTECTIVE DEVICES
21. POWER STATION
22. POWER PLANT ENGINEERING
23. POWER SYSTEM ANALYSIS
24. HEAT AND MASS TRANSFER
25. ENGINEERING MECHANICS
26. MACHINE DESIGN
27. MANUFACTURING PROCESS
28. THEORY OF MACHINE
29. MACHINE TOOLS
30. REFRIGERATION AND AIR-CONDITIONING
31. INSPECTION & QUALITY CONTROL
32. AUTO-MOBILE ENGINEERING
33. FLUID MECHANICS & MACHINERIES
34. PRODUCTION PLANNING AND CONTROL
35. INSTRUMENTATION & CONTROL ENGINEERING
36. STRENGTH OF MATERIALS
37. GEODESY
38. ENGINEERING DRAWING
39. ENGINEERING MATERIALS
40. STRUCTURAL ANALYSIS
41. REINFORCED CONCRETE STRUCTURES
42. STRUCTURAL DESIGN
43. SOIL MECHANICS & FOUNDATION
44. STEEL STRUCTURES
45. HYDROLOGY
46. HIGHWAY ENGINEERING
47. RAILWAY AND AIRPORT ENGINEERING
48. SANITARY & WATER SUPPLY ENGINEERING
49. TECHNIQUES & MANAGEMENT OF BUILDING CONSTRUCTION
50. IRRIGATION, FLOOD CONTROL & DRAINAGE
51. DOCK & HARBOUR ENGINEERING
52. APPLIED CHEMISTRY
53. UNIT OPERATION PRACTICES
54. INDUSTRIAL STOICHIOMETRY
55. PROCESS DESIGN
56. HEAT, MASS & MOMENTUM TRANSFER
57. CHEMICAL ENGINEERING THERMODYNAMICS
58. KINETICS & REACTOR DESIGN
59. MATHEMATICAL AND COMPUTATIONAL METHODS IN CHEMICAL ENGINEERING
60. CORROSION61. CHEMICAL ENGINEERING ECONOMICS & MANAGEMENT
62. FUEL TECHNOLOGY
63. FERTILIZER, PULP AND PAPER TECHNOLOGY.
64. PROCESS CONTROL
65. NATURAL GAS & REFINERY ENGINEERING
66. PROPERTIES & MECHANICS OF MATERIALS
67. SCIENCE OF MATERIALS
68. INDUSTRIAL ADMINISTRATION & MANAGEMENT
69. DIFFERENTIAL & INTEGRAL CALCULUS
70. MATRICES & DIFFERENTIAL EQUATIONS
71. VECTORS & FOURIER SERIES
72. NUMERICAL ANALYSIS
২০১৮ সাল থেকে ঢাকা, খুলনা, গাজীপুর এবং চট্টগ্রাম-এ "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-র শাখা স্থাপনের কাজ শুরু হবে ।
*** বর্তমানে (২০১৩- ডিসেম্বর) শুধুমাত্র রাজশাহীতে "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-র শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ।
*** ২০১৭ সালের জানুয়ারির ১ তারিখ থেকে "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর" সকল কার্যক্রম "স্থায়ী ক্যাম্পাস-মাগুরা"-তে স্থানান্তরিত হবে । এই একাডেমী মূলত এএমআইই ইঞ্জিনিয়ারিং-এর ৪ টি ব্রাঞ্চ এবং "NATIONAL UNIVERSITY"- র অধীন ২ টি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এর উপরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, অর্থাৎ, অত্র ইঞ্জিনিয়ারিং একাডেমীতে- "ELECTRICAL ENGINEERING", "MECHANICAL ENGINEERING", "CIVIL ENGINEERING", "CHEMICAL ENGINEERING", "COMPUTER SCIENCE & ENGINEERING" এবং "ELECTRONICS & COMMUNICATION ENGINEERING"- এই ৬টি প্রোগ্রামে গ্রাজুয়েশন করার সুযোগ থাকবে ।
*** "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-সম্পর্কে আরও জানতে ডায়াল করুনঃ +088-01911-088 706 |