A.M.I.E.-ভর্তির যোগ্যতা এবং কোচিং ক্লাস করার সুযো&#

A.M.I.E.-ভর্তির যোগ্যতা এবং কোচিং ক্লাস করার সুযোগ

*** এএমআইই - তে ভর্তির যোগ্যতা ও নিয়মাবলীঃ

 ১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।

 

২. এইচ এস সি পাশ হলে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। এবং কোন ইঞ্জিনিয়ারিং ফার্মে ২ বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে । রসায়ন, পদার্থ, ইংরেজি এবং গনিতে আলাদাভাবে কমপক্ষে...জিপিএ ৩.০০ থাকতে হবে।

 

৩. ভর্তির জন্য আইইবির হেডকোয়ার্টার , রমনা তে যোগাযোগ করতে হবে, এছাড়া যেকোনো শাখাতে যোগাযোগ করতে পারেন। হেডকোয়ার্টার, শাখা, উপশাখা তে এ এম আই ই ভর্তি নেওয়া হয়।

 

৪. ভর্তির জন্য মোট টাকা লাগবে ৩২০০ টাকা। টাকা লেনদেন সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে করতে হবে । আইইবি অফিস থেকে "ডিপোজিট স্লিপ" সংগ্রহ করে নিকটস্থ মারকেন্টাইল ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ভর্তি কার্যক্রম শুরু করা যাবে ।

 

৫. ভর্তির সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেট , প্রশংসা পত্র, মার্কশিট এবং এসএসসি-র মার্কশিট, সার্টিফিকেট - এর ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে । ছবি সত্যায়িত করতে হবে আইইবি মেম্বার ইঞ্জিনিয়ার দিয়ে ।

 

৬. প্রতিবছর দুটি সেমিস্টারে ভর্তি নেওয়া হয় । এপ্রিল এবং অক্টোবর সেমিস্টার । এপ্রিল সেমিস্টার এর ভর্তি শুরু হয় ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে এবং ভর্তির শেষ তারিখ ২৮-শে ফেব্রুয়ারি । অক্টোবর সেমিস্টার এর ভর্তি শুরু হয় আগস্ট মাসের ১ তারিখ থেকে এবং ভর্তির শেষ তারিখ ৩০-শে আগস্ট । 

 

৭. ভর্তির একবছর পর অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে ।  পরবর্তীতে প্রতি ৬ মাস পর পর পরীক্ষা দেওয়া যাবে । পরীক্ষা দেওয়া যাবে বুয়েট, রুয়েট, চুয়েট এবং কুয়েট এর যেকোনো একটি কেন্দ্রে । 

 

৮. এপ্রিল সেমিস্টার এর পরীক্ষা শুরু হয় এপ্রিল এর শেষ সপ্তাহ থেকে এবং অক্টোবর সেমিস্টার এর পরীক্ষা শুরু হয় অক্টোবর শেষ সপ্তাহ থেকে । এপ্রিল সেমিস্টার এর রেজাল্ট প্রকাশিত হয় জুলাই এর প্রথম সপ্তাহে এবং অক্টোবর সেমিস্টার এর রেজাল্ট প্রকাশিত হয় জানুয়ারির প্রথম সপ্তাহে ।

 

৯. এপ্রিল সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য ফেব্রুয়ারির ১ তারিখে আইইবি-এর সাথে যোগাযোগ করতে হবে এবং অক্টোবর সেমিস্টারে পরীক্ষা দিতে আগস্ট এর ১ তারিখে যোগাযোগ করতে হবে ।

 

১০. প্রতি বছর ৬০০ টাকা বার্ষিক চাঁদা দিতে হয় এবং প্রতিটি কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য কোর্সপ্রতি ৮০০ টাকা হারে পরিশোধ করতে হয় । এছাড়া প্রতিবার পরীক্ষার সময় মার্কশিট বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হয় । এছাড়া আর কোন অতিরিক্ত খরচ নেই । প্রথমবার ফর্ম ফিলআপের সময় আইডি কার্ড এর জন্য অতিরিক্ত ১০০ টাকা পরিশোধ করতে হয় ।

 

১১. এএমআইই কমপ্লিট করার জন্য সর্বসাকুল্যে ১৬,২০০ টাকা খরচ হবে  দুই বছরে । এছাড়া বাড়তি কোন খরচ নেই । ১৬ টি কোর্স পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে দিতে হবে  ১২,৮০০ টাকা এবং দুই বছরে বার্ষিক চাঁদা ১২০০ টাকা । এছাড়া মার্কশিট + আইডি কার্ড + অন্যান্য মিলিয়ে বাড়তি টাকা খরচ হবে । 

 

১২. ভর্তির জন্য কোনভাবেই কাউকে টাকা প্রদান করবেন না । সমগ্র ভর্তিপ্রক্রিয়ায় আর্থিক লেনদেন হয়ে থাকে মারকেন্টাইল ব্যাংকের মাধ্যমে । তাই, আপনার যেকোনো লেনদেন ব্যাংকের মাধ্যমেই করবেন । 

 

১৩. ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফোন করুন এএমআইই হটলাইনঃ +088-01911-088706-এই নাম্বারে । 

 

*** প্রস্তুতির সুবিধার্থে কোচিং ক্লাস কোথায় করবেন?

 

১. আইইবি-রমনা - > DHAKA

২.  ROYAL ENGINEERING ACADEMY - > RAJSHAHI

৩. এএমআইই সেবালয় - > CHITTAGONG.

৪. আব্দুল গণি স্যার - এর কোচিং সেন্টার । -> খুলনা 

৫. MIDAS - > MONIPURIPARA, TONGI, BOGRA

৬. Engr Abidul Haque -> Firmgate

৭.  APC -> MALEK TOWER (7TH FLOOR) , FIRMGATE, DHAKA

৮. Engr Rupam Saha - > Firmgate

 

 

GUIDEBOOKS কীভাবে সংগ্রহ করবেন ?

 

*** এস এম তালহা জুবায়েদ - 

বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই-অধ্যয়নরত)

রাজশাহী বিশ্ববিদ্যালয় 

গ্রাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই- অধ্যয়নরত)

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অফ বাংলাদেশ

মোবাইলঃ +০৮৮-০১৯১১-০৮৮ ৭০৬

 

 

বিগত বছরের প্রশ্ন কোথায় পাবেন ?

 

১. আই ই বি - লাইব্রেরি ।

২. রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, রাজশাহী । +০৮৮-০১৯১১-০৮৮ ৭০৬

৩. এস এম তালহা জুবায়েদ । +০৮৮-০১৯১১-০৮৮৭০৬

 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89800 visitors (191899 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free