A.M.I.E. সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
এ.এম.আই.ই হল আইইবি কর্তৃক প্রদত্ত একটি প্রফেশনাল সার্টিফিকেশন। এ.এম.আই.ই ডিগ্রী বাংলাদেশের যেকোনো সরকারী বিশ্ববিদ্যালয়-এর বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর সমমান একটি ডিগ্রী। ৪টি বিষয়ে এ.এম.আই.ই পড়ার সুযোগ রয়েছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং কেমিক্যাল। যেকোনো বিষয়ে সেকশন-এ ও বি-তে সব মিলিয়ে ১৬টি কোর্স পড়তে হয়। মোট ১৬০০ মার্কস-এর পরীক্ষা দিতে হয়। রেজিস্ট্রেশন এর মেয়াদ এক বছর হলে তবেই পরীক্ষাই অংশগ্রহণ করা যাবে। সেকশন-এ সম্পন্ন করার পরই সেকশন-বি এর পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করা যাবে। কোন পরীক্ষাই অংশগ্রহণ বাদ না গেলে দুই বছরেই এ.এম.আই.ই ডিগ্রী অর্জন করা সম্ভব। পাশ করার পর বিসিএস, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, ওয়ারিদ ইত্যাদিমোবাইল কোম্পানিসমূহ, রিয়েল এস্টেট কোম্পানিসমূহ, স্কয়ার লিঃ, পপুলার লিঃ, ইবনে সিনা, ইনসেপটা, একমি প্রভৃতি মেডিসিন কোম্পানি সমুহে, ডেসা, ডেসকো, সিঙ্গার, র্যাংগস, সনি, তোসিবা, কনিকা, কনকা, সিমেন্স, নোকিয়া, স্যামসাং, এরিকসন, হুয়াই, সেবা টেলিকম, যুবক ফোন, বাংলাদেশ বেতার, টেলিভিশন, রেলওয়ে, পল্লী বিদ্যুৎ , পাওয়ার গ্রিড, পাওয়ার স্টেশন, বাংলাদেশ বিমান, স্কয়ার, আকিজ লিমিটেড সহ সবধরনের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করা যাবে।কমনওয়েলথভুক্ত সব কয়টি দেশে এটি বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর সমমান একটি ডিগ্রী হিসেবে স্বীকৃত বিধায়, এ.এম.আই.ই সম্পন্ন করার পর আপনি দেশে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য গমন করতে পারবেন। তবে এটা যেহেতু ইনফরমাল এডুকেশন তাই বাংলাদেশে এ.এম.আই.ই-তে কোন ক্লাস সুবিধা নেই এবং নিজে নিজে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়. রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, “বিএসসি ইঞ্জিনিয়ারিং” লেভেলের ক্লাস সুবিধা প্রদানকারী একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত শিক্ষার্থীরা “বিএসসি ইঞ্জিনিয়ারিং” লেভেলের বিভিন্ন কোর্সের ক্লাসসুবিধা গ্রহন করে থাকে । একজন ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা পাশের পর ডুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীতে পড়াশুনার সুযোগ পেয়ে থাকে। এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে যেসকল ডিপ্লোমা প্রকৌশলী ভর্তির সুযোগ পায় না, সেসকল শিক্ষার্থী “ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)” কর্তৃক ১৯৪৭ সাল থেকে পরিচালিত “বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমানের ডিগ্রী প্রোগ্রাম, এ.এম.আই.ই”-তে ভর্তির মাধ্যমে “বিএসসি ইঞ্জিনিয়ার” হওয়ার সুযোগ গ্রহন করে থাকে । এ.এম.আই.ই ডিগ্রী প্রোগ্রামের সেমিস্টার পরীক্ষাসমূহ বুয়েট, রুয়েট, চুয়েট এবং কুয়েটে অনুষ্ঠিত হয়, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র মূল্যায়ন সবকিছুই হয় বুয়েটের শিক্ষকদের মাধ্যমে । এ.এম.আই.ই-তে কোন ক্লাসের সুযোগ নেই, শুধুমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহ এপ্রিল এবং অক্টোবরের শেষ সপ্তাহে সেমিস্টার এর পরীক্ষা গ্রহন করে থাকে। ক্লাস ছাড়া শিক্ষার্থীদের জন্য এ.এম.আই.ই কমপ্লিট করা নিতান্তই অসম্ভব, আর তাই, প্রতিটি কোর্সে ক্লাস সুবিধা প্রদান করার জন্যই ROYAL ENGINEERING ACADEMY (REA), নামের ইঞ্জিনিয়ারিং একাডেমী তাদের কার্যক্রম শুরু করেছে ২০১৩ সালের সেপ্টেম্বর এর ১৬ তারিখ থেকে । বর্তমানে "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-তে এএমআইই-এর যেসকল কোর্সে ক্লাস করার সুযোগ আছে, সেগুলো নিচে দেওয়া হলোঃ
***********************************
* ROYAL ENGINEERING ACADEMY (REA) *
***********************************
@ Section-A:
1. ENGINEERING MATHEMATICS
2. PHYSICS
3. BASIC FLUID MECHANICS
4. ENGINEERING MECHANICS
5. THERMAL ENGINEERING
6. ELEMENTARY ELECTRICAL ENGINEERING
7. ELEMENTARY ELECTRONICS
8. PROPERTIES & MECHANICS OF MATERIALS
9. HEAT AND MASS TRANSFER
10. SCIENCE OF MATERIALS
11. BASIC ELECTRICAL ENGINEERING
12. ENGINEERING DRAWING
13. GEODESY
14. ENGINEERING MATERIALS
15. STRENGTH OF MATERIALS
@ Section-B:
1. ELECTRICAL MACHINES
2. TRANSMISSION AND DISTRIBUTION OF ELECTRICAL POWER
3. SEMICONDUCTOR DEVICES
4. NETWORK ANALYSIS
5. MEASUREMENT & INSTRUMENTATION
6. COMPUTER FUNDAMENTALS
7. SWITCH GEAR & PROTECTIVE DEVICES
8. TELECOMMUNICATION ENGINEERING
9. POWER PLANT ENGINEERING
10. POWER STATION
11. POWER SYSTEM ANALYSIS
12. Microwave Engineering
@ Section-B for Civil Engineering:
1. STRUCTURAL ANALYSIS
2. REINFORCEMENT CONCRETE STRUCTURES (RCS)
3. STRUCTURAL DESIGN **
4. SOIL MECHANICS & FOUNDATION
5. SANITARY & WATER SUPPLY ENGINEERING
6. TECHNIQUES AND MANAGEMENT OF BUILDING CONSTRUCTION
7. COMPUTER FUNDAMENTALS
8. FLUID MECHANICS & MACHINERIES
******************************
*** আগামী বছর (২০১৪ সাল) এর মধ্যে ঢাকা, খুলনা, গাজীপুর এবং চট্টগ্রাম-এ "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-র শাখা স্থাপনের কাজ শুরু হয়েছে ।
*** বর্তমানে (২০১৩- ডিসেম্বর) শুধুমাত্র রাজশাহীতে "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-র শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ।
*** ২০১৭ সালের জানুয়ারির ১ তারিখ থেকে "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীর" সকল কার্যক্রম "স্থায়ী ক্যাম্পাস-মাগুরা"-তে স্থানান্তরিত হবে । এই একাডেমী মূলত এএমআইই ইঞ্জিনিয়ারিং-এর ৪ টি ব্রাঞ্চ এবং "NATIONAL UNIVERSITY"- র অধীন ২ টি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এর উপরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, অর্থাৎ, অত্র ইঞ্জিনিয়ারিং একাডেমীতে- "ELECTRICAL ENGINEERING", "MECHANICAL ENGINEERING", "CIVIL ENGINEERING", "CHEMICAL ENGINEERING", "COMPUTER SCIENCE & ENGINEERING" এবং "ELECTRONICS & COMMUNICATION ENGINEERING"- এই ৬টি প্রোগ্রামে গ্রাজুয়েশন করার সুযোগ থাকবে । সম্পূর্ণ আবাসিক সুবিধা সম্বলিত "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-তে প্রতি সেমিস্টার-এ উন্মুক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০০ জন মেধাবীকে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ প্রদান করা হবে । একই সাথে পড়াশুনা শেষ হওয়ার পর দিন থেকে একজন "প্রকৌশলী" হিসেবে চাকুরীতে যোগদানের ব্যবস্থা করবে অত্র ইঞ্জিনিয়ারিং একাডেমী !!!
*** "রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী"-সম্পর্কে আরও জানতে ডায়াল করুনঃ +088-01911-088 706
AMIE Hotline: +088-01911-088 706; এএমআইই লেখাপড়া সম্পর্কিত যেকোন তথ্য পেতে ডায়াল করুন এই নাম্বারে। এ এম আই ই ডিগ্রি সম্পর্কিত তথ্য, সাবজেক্ট সম্পর্কিত তথ্য, বিভিন্ন কোর্সের রেফারেন্স বই, টেক্সট বই, গাইড বই, বিগত বছরের প্রশ্ন সংগ্রহ, হ্যান্ড নোট সংগ্রহ, থেকে শুরু করে যেকোনো তথ্য পেতে ডায়াল করুন AMIE Hotline-এ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@ FOR M.Sc Engg in EEE in BRAC UNIVERSITY after completing your AMIE degree in Electrical Engineering:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
**************************************************
@ Non-refundable Fees: 27, 000 TK
@ Tuition Fee : 162, 000 TK (4, 500 TK Per credit)
@ Total Cost : 189, 000 BDT***
************************************************* |