A.M.I.E. পাসের স্বপ্নকে কখনোই জলাঞ্জলি দিবেন না, হাল ছাড়বেন না !!!
এক লোক সমুদ্রের পাশে একটি পাহাড়ের গুহায় ঘুড়ে বেড়াচ্ছিল। ঘুড়তে ঘুড়তে সে একসময় একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় যার মধ্যে ছিল অনেকগুলো শুকনো মাটির বল। কি মনে করে লোকটি ব্যাগ নিয়ে সৈকতের পাশ দিয়ে হাঁটা শুরু করলো আর ব্যাগ থেকে একটি করে বল বের করে সমুদ্রের পানিতে ছুড়ে ফেলতে লাগলো। এসময় একটি বল তার হাত থেকে পড়ে ফেটে যায়, সে দেখতে পায় মাটির বলটির মধ্যে মূল্যবান পাথর রোদ লেগে ঝিকমিক করছে।এবার সে তারাতারি বাকি বলগুলো ভাঙতে লাগলো আর প্রতিটার মধ্যেই মূল্যবান পাথর পেলো। তার কাছে ২০টির মতো বল ছিল। এবার সে আফসোস করতে লাগলো যে সে এতক্ষন প্রায় ৩০-৪০ টির মতো বল পানিতে ছুড়ে ফেলেছে, সে যদি আরেকটু আগে জানতে পারতো।
আমরা মানুষগুলাও এরকম। আমরা একজন মানুষের দিকে তাকাই, তার বাইরের আবরণটিই খালি দেখতে পাই। হয়তো তাকে খুব আকর্ষনীয় মনে হয় না। আমরা তখন তাকে অন্য কোন দেখতে সুন্দর বা জনপ্রিয় কারো থেকে কম গুরুত্বপূর্ণ মনে করি।আমরা কখনো তার ভেতরে লুকানো সৌন্দর্য বা গুণ খুজে দেখতে যাই না। আমরা যদি সময় দেই তাহলে দেখতে পাবো সবার মধ্যেই মূলুবান রত্নের মত অমূল্য কিছু আছে।
আর তাই, রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, সকল এএমআইই শিক্ষার্থীকেই "গুরুত্বপূর্ণ" মনে করে, সবার মাঝেই নতুন সম্ভাবনার আলো খুঁজে পাওয়ার চেষ্টা করে ।
আজ একজন এএমআইই শিক্ষার্থী আমাকে ফোন করেছিলেন, যার স্বপ্ন আছে, পিএইচডি করার, বুয়েটের ডিগ্রী অর্জন করার, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার !!! আমি সেই শিক্ষার্থীর অনুমতি না নিয়ে নাম প্রকাশ করছি না, কিন্তু এত বড় স্বপ্ন আপনাদের আর কারও আছে
আপনার মনে যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বাস্তব রুপদানের জন্য পরিশ্রম করার মানসিকতা যদি থাকে, আর যদি মনে থাকে দৃঢ়বিশ্বাস যে আপনি পারবেন আপনার স্বপ্নকে বাস্তব রুপ দিতে, তবে জেনে রাখুন, আপনি পারবেনই !!! সেই সকল "পরিশ্রমী স্বপ্নবিলাসী"-দের পাশে আমি ছিলাম সবসময়, থাকবো সবসময় ...
সবাই বড় স্বপ্ন দেখেন, কিছু মানুষ তাদের সেই স্বপ্নটাকে নিজেই গলা টিপে হত্যা করেন।
আবার কিছু মানুষ সেই স্বপ্নটাকে লালন করেন,পরিচর্চা করেন জীবনের কঠিনতম বিপদের মুহূর্তলোতেও।
যারা সচেতন ভাবে আশাবাদী থাকেন যে তাদের স্বপ্ন একদিন পূরন হবেই,বিপদের মেঘ তাদের জন্যেই কেটে যায়,সাফল্যের সূর্যটা তাদের জন্যেই হেসে ওঠে। জীবনে কখনো স্বপ্ন দেখা আর আশা করা এই দুটো জিনিস ছাড়তে হয় না। অন্যথায় জীবনের কণ্টকাকীর্ণ পথগুলো পাড়ি দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। আশায় বুক বেঁধে স্বপ্ন দেখতে দেখতে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। সাফল্য আপানার কাছে ধরা দিবেই। ব্যর্থতা হলো জীবনের অংশ। আপনি যদি ব্যর্থ না হণ, তবে আপনি শিখবেন না। আপনি যদি না শেখেন, তবে উন্নতিও করতে পারবেন না। **
আমাদের স্বপ্নের পরিধি অনেক, বিস্তৃতি অনেক, স্বপ্নের প্রতি ভালবাসাও অনেক। আমরা বারবার স্বপ্নভঙ্গের বেদনায় ভাসি, কাঁদি তারপর আবার নতুন করে স্বপ্নের বীজ বুনি, স্বপ্নের পাখা উড়াই দিগন্ত থেকে দিগন্তে। এ জন্যেই আমরা মানুষ, এ জন্যেই আমরা বারবার স্বপ্নভঙ্গের বেদনার পরেও স্বপ্নপুরনের আনন্দে মাততে পারি। এএমআইই পাশের স্বপ্নপূরণের আনন্দে আমরাও আপনাদের সঙ্গী হতে চাই ... ... ... ... ... ...
**যেকোনো সহযোগিতার জন্য দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করুনঃ +০৮৮-০১৯১১-০৮৮ ৭০৬ এই নাম্বারে ।
আপনি যদি উড়তে না পারেন তবে দৌড়ান,যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন,যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন।যদি হামাগুড়ি দিতে না পারেন,তবে অন্তত মনের জোরে সামনে আগানর চেষ্টা করুন ।যেভাবেই সম্ভব হয়, সামনে আগানো অব্যাহত রাখুন।থেমে যাওয়া কোন জীবনের অর্থ হতে পারে না। তাই, A.M.I.E. পাসের স্বপ্নকে কখনোই জলাঞ্জলি দিবেন না, হাল ছাড়বেন না !!!
Hotline: +088-01911-088 706
|