A.M.I.E. পাশের পর উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা !!!
A.M.I.E. পাশের পর উচ্চশিক্ষার সুযোগ অবরুদ্ধ ! অধিকাংশ বিশ্ববিদ্যালয় এএমআইই পাশের পর ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করার সুযোগ দেয় না , কারণ হিসেবে অধিকাংশ বিশ্ববিদ্যালয় সিলেবাসের অসামঞ্জস্যতার কথা বলে ।উচ্চশিক্ষা বলতে ব্যাচেলর, মাস্টার্স , এমফিল এবং পিএইচডি-কে বুঝানো হয়ে থাকে । এএমআইই ডিগ্রী, ব্যাচেলর এর সমমান । তাই, মাস্টার্স করাটাই হয়ে দাড়ায় সবার মাথাব্যাথা । বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করার সুযোগ পেয়ে থাকে । এছাড়া ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করার সুযোগ তেমন নেই বললেই চলে । তবুও এর মাঝে কিছু আশার বাণী আপনাদেরকে শোনাতে চাইঃ
১. সকল বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে পারবেন । (ঢাবি, রাবি, খুবি, চবি, ইবি, জাবি, Jagannath University, BUP, NSU, IU, BracU, EWU সহ সকল বিশ্ববিদ্যালয় )
২. প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আইটি তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) করতে পারবেন । (বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে সকল বিশ্ববিদ্যালয়) ।
৩. প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স এ ভর্তি হতে পারবেন । যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি তে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রী দেওয়া হয়ে থাকে । অনেক বিশ্ববিদ্যালয়ে আইটি তে পড়ার সুযোগ পেয়ে থাকে একজন এএমআইই প্রকৌশলী ।
৪. ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি এম.টেক (MASTERS IN TECHNOLOGY, বাংলাদেশে যেটি এমএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান ) প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন ।
রেজাল্ট ভাল থাকা, উচ্চশিক্ষার প্রথম শর্ত । ভাল রেজাল্ট থাকলে, এবং আপনার মধ্যে মেধা এবং পরিশ্রম করার ক্ষমতা থাকলে অনেক নামী-দামী বিশ্ববিদ্যালয় আপনাকে ভর্তির সুযোগ দিবে । সিজিপিএ ২.২৫ বা এর আশেপাশে রেজাল্ট করে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখা ঠিক নয় । রেজাল্ট ২.৭৫ বা ৩.০০ এর আশেপাশে থাকলে, উচ্চশিক্ষার অনেক রাস্তা আপনার সামনে খুলে যাবে । কিছু বন্ধ দরজাও আপনার সামনে উন্মুক্ত অবস্থায় দেখতে পারবেন ।
উচ্চশিক্ষা নিয়ে আপনার যেকোনো জিজ্ঞাসা আমাদের জানাতে ফোন করুনঃ +088-01911-088 706 (A.M.I.E. HOTLINE)
One year Professional Masters in Information Technology (PMIT) which is offered by the Institute of Information Technology (IIT) of Jahangirnagar University.
Entry Requirements:
Applicants having at least a CGPA of 2.5 on a scale of 4 or 2nd class equivalent in any one of the following disciplines may apply:
- Bachelor degree in CS/ CSE/ ECS/ CIT/ ICT/ IT/ Software Engineering or
- Bachelor degree in Mathematics/ Physics/ Chemistry/ Statistics/ Geological Sciences/ Environmental Sciences/ any other science or engineering background (Pre-requisite courses are required) or
- PGD in CS/ CSE/ ECS/ CIT/ ICT/ IT/ Software Engineering
Admission Test:
A one-hour admission test (MCQ) will be held based on basics in Computer, Mathematics and English language proficiency. Selected candidates will have to appear on a viva-voce at the time of admission for final selection.
GENERAL Date to Remember:
Online Application Form : November 15, 2013 to December 10, 2013
Written Test (@ IIT, JU) : December 13, 2013 at 11:00 AM
Publication of result : December 15, 2013
Date of Admission : December 17, 2013 to January 5, 2014
Orientation and Class Start : January 10, 2014
Ref # PMIT-IIT, JU January 2014(1)
Md. Fazlul Karim Patwary
Director, IIT, JU
A.M.I.E. STUDENT ADMITTED INTO THIS PROGRAM:
MD. GOLAM WARES (SESSION 2013-2014 ) |