এএমআইই পাশের পর আবেদন করতে পারবেন পাওয়ার গ্রিড কোম্পানি, বাংলাদেশ - এ সহকারি প্রকৌশলী পদে । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢুকতে পারবেন উপসহকারী প্রকৌশলী পদে । সহকারী প্রকৌশলী পদে চাকুরীতে ঢোকার পর প্রমোশন হয় প্রতি ৪ বছর পরপর স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে প্রমোশন নেই বললেই চলে । মোট পদের ৩ ভাগের একভাগ অভিজ্ঞতারমাধ্যমে প্রমোশন পেয়ে থাকে । তাই, এএমআইই ডিগ্রী থাকলে, সরাসরি "সহকারী প্রকৌশলী" পদে পরীক্ষা দিতে পারবেন । এখানে ২০১৩ সালের নিয়োগ পরীক্ষার একটি পরিসংখ্যান তুলে ধরলাম আপনাদের সামনে ।চাকুরী যে, সোনার হরিণ সেটা এখান থেকেই অনুমান করা যায় । একাডেমিক পড়াশুনার পাশাপাশি চাকুরীর পরীক্ষার প্রস্তুতি ভাল না হলে, চাকুরী পাওয়া অনেক কঠিন । বাস্তবতা অনুধাবন করা যাবে যত তাড়াতাড়ি, ততই শিক্ষার্থীদের মঙ্গল ।
------------------------------
ASSISTAN ENGINEER:
-----------------------------
SALARY: BASIC 26000 BDT + (plus other allowances and advantages)
TOTAL VACANCIES: 51 APPLICANT: 5,173 (PER POSITION:101 )
*************************************
EEE-35 APPLICANT:3203 (PER POSITION: 92)
ME-07 APPLICANT:869 (PER POSITION: 124)
CSE-02 APPLICANT:249 (PER POSITION:125 )
CE-10 APPLICANT: 852 (PER POSITION: 58)
*************************************
*** একটি সহকারী প্রকৌশলী পদের বিপরিতে আবেদন করেছে ১০১ জন বিএসসি ইঞ্জিনিয়ার !!!
-----------------------------------
SUB-ASSISTANT ENGINEER:
----------------------------------
SALARY: BASIC 18000 + (plus other allowances and advantages)
TOTAL VACANCIES: 142 APPLICANT:7880 (PER POSITION: 56)
**********************************************
ELECTRICAL - 110 APPLICANT:4135 (PER POSITION: 38)
ELECTRONICS-10 APPLICANT:1180 (PER POSITION: 118)
CIVIL-10 APPLICANT:1145 (PER POSITION: 115)
MECHANICAL-07 APPLICANT:575 (PER POSITION: 82)
COMPUTER-05 APPLICANT:845 (PER POSITION: 169)
**********************************************
*** একটি উপসহকারি প্রকৌশলী পদের বিপরিতে আবেদন জমা পরেছে ৫৮ টি !!!
*** বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ । প্রতিজগিতা করেই আপনাকে টিকে থাকতে হবে । তাই, প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করুন আসন্ন চ্যালেঞ্জ গ্রহন করার জন্য ।
এস এম তালহা জুবায়েদ
মোবাইলঃ +088-01911-088 706