এএমআইই শিক্ষার্থীদের অনবদ্য সাফল্য !!!
*******************************
এএমআইই শিক্ষার্থীদের অনবদ্য সাফল্য !!!
*******************************
সরকারী বিশ্ববিদ্যালয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেল আইইবি থেকে পাশ করা দুই জন এএমআইই প্রকৌশলী !!!
*****************************************************
MILITARY INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY, OCTOBER SEMESTER ADMISSION TESY-2014 - এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ একজন (A.Z.M Zalal Uddin- ) এবং ইলেক্ট্রিক্যাল , ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE)- বিভাগে ১ জন মেধা তালিকায় চান্স পেয়ে অধ্যয়ন করছেন এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে !!! সরকারী বিশ্ববিদ্যালয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এএমআইই প্রকৌশলীরা সুযোগ পেয়েছে !!!
*** এমরান হোসেন (এএমআইই সেকশন-বি তে প্রাপ্ত জিপিএ - ৩.৫০ !!! )
*** A.Z.M Zalal Uddin- (এএমআইই তে প্রাপ্ত জিপিএ এখনো জানা যায় নি)
**********************************
তবে, এমরান হোসেন এর জিপিএ এর পাশাপাশি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে ।
বুয়েট, রুয়েট চুয়েট , কুয়েটের বিভিন্ন প্রকৌশলী যারা সেনাবাহিনি , নৌবাহিনী এবং বিমান বাহিনিতে কর্মরত আছে, তাদের সাথে টেক্কা দিয়ে চান্স পেয়েছেন তারা !!!
**********************************
তাদের জন্য, আমাদের আন্তরিক শুভেচ্ছা রইলো । একই সাথে শুভকামনা রইলো যেন তারা এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন, তাদেরই মাধ্যমে উজ্জ্বল হোক, আইইবি-র মেধাবী , পরিশ্রমী প্রকৌশলীদের মুখ ...
*** উল্লেখ্যঃ ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে 55 জন শিক্ষার্থী প্রথম ব্যাচে ভর্তি হয়েছে এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যার মধ্যে আইইবি -র এমরান হোসেন রয়েছেন । তার FIELD OF STUDY, হলো POWER ... পার্ট টাইম শিক্ষার্থী হিসেবে তিনি ভর্তি হয়েছেন এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এবং তার ভর্তি পরীক্ষার রোল নাম্বার হলো 015/EECE.
*** অক্টোবর - ২০১৩ সেশনে বুয়েট থেকে ২ জন, চুয়েট থেকে ১ জন, কুয়েট থেকে ৬ জন এবং MIST থেকে ১৪ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ জন, AIUB থেকে ৬ জন শিক্ষার্থী, UITS থেকে ৪ জন, DIU থেকে ৪ জন, IIUC থেকে ৩ জন, EWU থেকে ১ জন, AUST থেকে ১ জন ভর্তি হয়েছেন EECE এর এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ! বাকি শিক্ষার্থী STAMFORD, BRAC, WORLD, BU, UAP, NSU, METROPOLITAN UNIVERSITY, GREEN, IUBAT, ADUST থেকে চান্স পেয়েছেন এবং ভর্তি হয়েছেন । |