A.M.I.E ইঞ্জিনিয়ার হতে চাইলে, হতাশা ভুলে, ব্যর্থতার কথা ভুলে এগিয়ে যান, থেমে যাবেন না !
সুপ্রিয় এএমআইই শিক্ষার্থী,আজকের দিনটি অনেক সুন্দর, অনেক বেশী অন্যরকম।
এই দিনটি এর আগে কখনো আপনার জীবনে আসে নি, ভবিষ্যতেও আসবে না। এই ক্ষণটি কিছুক্ষন পরেই অতীত হয়ে ধরা দিবে আপনার কাছে। জীবনে দুঃখ,হতাশা, না পাওয়ার বেদনা, পেয়েও হারানোর যাতনা থাকবেই। কিন্তু সব ভুলেও সামনের যুদ্ধের জন্যে প্রতিনিয়ত আপনাকে লড়াই করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে আরও যোগ্য করে। নিজেকে যোগ্য করে গড়ে তোলার লড়াইয়ে হতাশা-দুঃখের নামে পিছিয়ে পড়ার কোন স্থান নেই।। বারবার ফেল করছেন একই কোর্সে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে বারবার হোঁচট খাচ্ছেন, তাই বলে, আজকের দিনটিকে কাজে লাগাতে পিছপা কেন হবেন আজকের দিন হোক আপনার জীবনের নতুন সূচনা । আজকের দিন থেকে শুরু হোক, এএমআইই তে আপনার নতুন পদচারনা ...
"যে চেষ্টা করবে তার জন্য কোনো কিছুই অসম্ভব থাকবে না। -আলেকজান্ডার দ্য গ্রেট"---
ভুল করা দোষের কিছু নয়, সবচেয়ে বড় দোষ হলো এক ভুল বারবার করা। এতে ভুলের জন্যে অনুশোচনা করার অভ্যাস কমে যায়।। আর সবচেয়ে বড় গুন হলো, ভুল করেই তা বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়া।
"যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।" -হিউ হোয়াইট -
প্রতি ৬ মাস পরপরই এএমআইই শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, এমন অনেক শিক্ষার্থী আছেন, যারা একই সাবজেক্টে বেশ কয়েক বার ফেল করেছে । কিন্তু কেন সে ফেল করছে, তার ভুলটা কোথায়, সেটি খুঁজে বের করে, সেখান থেকে শিক্ষা নিয়ে তাকাতে হবে সামনের দিকে, শুধরে নিতে হবে নিজেকে ...
অনেক এএমআইই শিক্ষার্থী ভর্তির পর ৩-৪ বছর পড়াশুনা না করে কাটিয়ে দেয়, তারপর , পুনরায় শুরু করার চিন্তাভাবনা শুরু করে !!! আলসেমি তাদেরকে অন্যদের থেকে পিছিয়ে দেয় । যে কোন কাজেই আমরা আলসেমি খুবই পছন্দ করি। আমরা-
*** বড় বড় সপ্ন দেখি, কিন্তু সে সপ্ন বাস্তবায়নে সেই অনুপাতে কাজ করতে আগ্রহী নই।
*** কোন কাজ শুরু করার আগেই, সেই কাজটি কেন করা উচিত নয়, কেন ব্যার্থ হবো, এই নিয়ে গবেষণা করে হাজারো ব্যাখা দাড় করিয়ে ভাবতে থাকি যে আমরা "মেধাবী"।
*** সময়মতো কাজ শুরু না করে বরং দম্ভ সহকারে বলতে থাকি, "আরে শুরু করলেই শেষ হয়ে যাবে। ব্যাপার না"- অথচ ২ মিনিট আগে শুরু করলে ২ মিনিট আগে শেষ করা যায় কাজটি।
*** এক সময় বুঝতে পারি অলসতার কারনে আমাদের কাজের ক্ষতি হচ্ছে, কিন্তু এই বোধ আমাদের অলসতা বরং আরও বাড়িয়ে দেয়। অনেকটা এ রকম- "দেরি হয়েছে তো হয়েছেই। আরেকটু হলে সমস্যা কি??"
আপনার চারপাশে কিছু মানুষ থাকবেই যারা আপনার ভালো হোক এইটা চায় না, যারা আপনার সব ভালো কাজেই বাঁধা দিবে,যে কোন ভালো কাজেও আপনাকে নিরুৎসাহিত করবে এগিয়ে যেতে, যারা আপনার ব্যর্থতায় আপনাকে সাহস যোগাবে না, বরং নিজেরা উল্লাসিত হবে ।
এই মানুষগুলো শুধু অপকার করেই না, কিছু উপকারও করে আপনার। তারা আপনার ভুলগুলো ধরিয়ে দেয় সানন্দে। ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করুন। আপনার কাজকে আরও বেশি নিখুঁত, ত্রুটিমুক্ত করুন। আপনি যদি এদের কথা শুনে আশাহত হয়ে যান, তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে।।। তাই ভেঙ্গে না পড়ে বরং চেষ্টা চালিয়ে গেলে একসময় আপনি তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবেন ।
নিজের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার ব্যর্থতার দায় কিন্তু তারা নিবে না, তাই নিজের সফল হওয়ার সুযোগ হাতছাড়া করাটা বোকামি।সবসময় হেরে যায় তারাই যারা হাল ছেড়ে দেয় ক্লান্ত হলে, জিতে যায় তারাই যারা ছেড়ে দেয় শুধুমাত্র জয়সূচক রেখাটা পার হবার পর। তাই, এএমআইই কমপ্লিট করার যে আশা নিয়ে ভর্তি হয়েছেন আইইবি-তে, সেই আশা পূর্ণ না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দেবেন না । জয়সূচক রেখাটা (ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন) পার হবার পর আপনি থামতে পারেন, তার আগেই নয় ! |