Career after Completion of AMIE

একনজরে এএমআইই ইঞ্জিনিয়ার-রা যেসকল সরকারী সংস্থা, কোম্পানি বা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে "সহকারী প্রকৌশলী" পদে চাকুরী করছে সেগুলোর সংক্ষিপ্ত তালিকাঃ
-------------------------------------------------------------------------------------------
- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন

- বাংলাদেশ সেনাবাহিনী (ইএমই কোর, ইঞ্জিনিয়ারিং কোর)

- বাংলাদেশ নৌবাহিনী (অফিসার)

- বাংলাদেশ বিমানবাহিনী  (অফিসার)

- ডেসা

- ডেসকো

- বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)

- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

- বাংলাদেশ টেলিভিশন

- বাংলাদেশ রেডিও

- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ

- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

- Ashuganj Power Station Company Ltd. (APSCL)

- Electricity Generation Company of Bangladesh (EGCB)

- North West Power Generation Company Ltd. (NWPGCL)

- West Zone Power Distribution Company Ltd. (WZPDCL)

- Power Grid Company of Bangladesh Limited (PGCB)

-
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড

- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড

- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ

- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, নরসিংদী, ঘোড়াশাল ।

- পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটিড

- ন্যাচারেল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটিড, ফেঞ্চুগঞ্জে, সিলেট।

- টিএসপি কমপেস্নঙ্ লিমিটিড চট্টগ্রাম, নর্থ পতেঙ্গা ।

- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ, চট্টগ্রাম, রাঙ্গাদিয়া ।

- কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি।

- বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ, বঙ্নগর, মিরপুর, ঢাকা ।

- ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড সুনামগঞ্জ, ছাতক ।

- উসমানিয়া গস্নাস শীট ফ্যাক্টরী লিঃ চট্টগ্রাম, কালুরঘাট শিল্প এলাকা ।

- খুলনা হার্ড বোর্ড মিলস্ লিমিটেড খুলনা , শহর খালিশপুর ।

 



( তথ্যের অপ্রতুলতার জন্য, সকল প্রতিষ্ঠানের তালিকা তৈরি সম্ভব হয়নি, সময়ের সাথে সাথে উপাত্ত যুক্ত হবে)
------------------------------------------------------------------------------------------------------------------------

এছাড়া বাংলাদেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টসমূহে এএমআইই ইঞ্জিনিয়ারদের কাজ করার সুযোগ রয়েছে । এখানে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ বিদ্যমান । পাওয়ার প্ল্যান্টসমূহে প্রচুর পরিমাণ ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়ে থাকে । এছাড়া কিছু পরিমাণ সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হয়ে থাকে ।

"বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ" - সহকারী প্রকৌশলী পদে ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে থাকে । "বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন  (বিসিআইসি)" সহকারী প্রকৌশলী পদে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দিয়ে থাকে । এএমআইই ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন হতে পারে আপনার জব টার্গেট, কারণ এখানে প্রচুর সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়ে থাকে । সাম্প্রতিক সময়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে ১৭ জন কেমিক্যাল প্রকৌশলী, ২১ জন ইলেক্ট্রিক্যাল প্রকৌশলী এবং ২২ জন মেকানিক্যাল প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে । আপনার এএমআইই কমপ্লিট হয়ে থাকলে এবং জিপিএ ২.৫০ এর উপরে হলে, আপনি সহকারী প্রকৌশলী পদে আবেদনের সুযোগ পাবেন ।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ প্রচুর পরিমাণ সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে । সাম্প্রতিক সময়ে সর্বশেষ ৫১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে যার মধ্যে ৩৫ জন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ৭ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ২ জন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ১০ জন সিভিল ইঞ্জিনিয়ার । প্রতি বছরই নিয়োগের পরিমাণ প্রায় কাছাকাছিই থাকে । সরকারী চাকুরীর ক্ষেত্রে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থী কিংবা এএমআইই ইঞ্জিনিয়ারিং পাশ শিক্ষার্থীদের মধ্যে তফাত করা হয় না । তবে নিজেকে উন্নয়নের দিকে নজর দিতে হবে । যেসকল কোর্স বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কিন্তু এএমআইই তে আপনি পড়েননি, এএমআইই পাশের পর, সেই কোর্সসমূহ নিজে উদ্যোগে পড়ে নিতে হবে । তাহলে, চাকুরীর ভাইভাতে ভাল করার সম্ভাবনা বেড়ে যাবে । বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড প্রতি বছর প্রচুর সংখ্যক সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে, যেখানে একজন এএমআইই প্রকৌশলী আবেদনের সুযোগ পেয়ে থাকে ।


বাংলাদেশ সেনাবাহিনী "ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোর" (ইএমই কোর)-এ এএমআইই থেকে ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারে । ইএমই করে "সরাসরি ক্যাপ্টেন" র‍্যাংকে নিয়োগ দেওয়া হয়ে থাকে এএমআইই প্রকৌশলীদের, সাথে ৫৯,৪০০ টাকা থোক মঞ্জুরি এবং ২ বছরের জ্যৈষ্ঠতা দেওয়া হয়ে থাকে । এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যারা এএমআইই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে, তারা আর্মির "ইঞ্জিনিয়ার্স কোর"-এ "ক্যাপ্টেন" পদের জন্য আবেদন করতে পারবে । বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবাহিনীতে সমমর্যাদার অফিসার পদে আবেদন করতে পারবে একজন এএমআইই প্রকৌশলী । প্রতিবছরই সরাসরি ক্যাপ্টেন বা সমমর্যাদার পদগুলোতে নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রচুর পরিমাণ প্রকৌশলীদের ।

এএমআইই ইঞ্জিনিয়ারিং আপনার জন্য হতে পারে ইঞ্জিনিয়ারিং দুনিয়ায় প্রবেশের চাবিকাঠি । ইঞ্জিনিয়ারিং পড়ার মতই এএমআইই ইঞ্জিনিয়ারিং পড়ুন, নিজেকে জ্ঞানে এবং দক্ষতায় যথাযথ প্রকৌশলী হিসেবে গড়ে তুলুন ।

যেকোনো সহযোগিতার জন্য ডায়াল করুনঃ +088- 01911 - 088 706 (AMIE HOTLINE) (বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)

যেকোনো তথ্য জানতে যোগ দিন নিচের গ্রুপেঃ
https://www.facebook.com/groups/amie.engineers.virtual.classroom/ 

এস এম তালহা জুবায়েদ ।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।


সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং এএমআইই শিক্ষার্থীদের সাথে এই ডকুমেন্টটি শেয়ার করুন, এএমআইই সম্পর্কে নিজে জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন । 
 
BUET/RUET/CUET/KUET এ অনুষ্ঠিতব্য A.M.I.E. পরীক্ষার প্রস্তুতি সহায়ক প্রতিষ্ঠান !
 
A GUIDEBOOK OF BASIC FLUID MECHANICS
 
এ+ পাওয়ার জন্য বেসিক ফ্লুয়িড মেকানিক্স কোর্সের গাইডবই আপনার হাতের নাগালে !!! আজই সংগ্রহ করুন । গাইডবই সংগ্রহের জন্য ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING PHYSICS
 
ফিজিক্স কোর্সে পাশ করতে পারছেন না ? এ+ নিয়ে চিন্তিত ? আজই যোগাযোগ করুন গাইডবইটি সংগ্রহের জন্য । এই গাইডবইটি পাশ করার পাশাপাশি এ+ নিশ্চিত করবে । তাই আর দেরি কেন, আজই ডায়াল করুনঃ +088 - 01911 - 088 706
A GUIDEBOOK OF ENGINEERING MECHANICS
 
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ! এসে গেছে, এ গাইডবুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ! পাশ এবং এ+ এখন অনেকটাই সহজ হবে আপনার জন্য । একবার গাইডবইটি অনুসরণ করে অনুশীলন করেই দেখুন !
A GUIDEBOOK OF ENGINEERING MATHEMATICS
 
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে চিন্তার দিন শেষ ! এখন শুধুই এ+ প্রাপ্তির চিন্তা ! এমন চিন্তা হবেই, যদি সাথে থাকে গাইডবইটি । সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে নিন গাইডবইটি ফুরিয়ে যাবার আগেই !
 
স্বাগতম ! আপনিসহ এই ওয়েবসাইটের আজকের ভিজিটর সংখ্যাঃ 89791 visitors (191889 hits) ! AMIE সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য জানার জন্য এই ওয়েব সাইট ভিজিট করুন নিয়মিত অথবা এএমআইই হটলাইনে ফোন করুনঃ+088-01911 088 706 [বিকাল ৩ টা থেকে থেকে রাত ৮ টা পর্যন্ত]
@ সর্বসত্ত্ব সংরক্ষিত ! কোন তথ্য বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না । বিনা অনুমতিতে তথ্য কপি করে ফেসবুকে প্রকাশে অত্র প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free