এএমআইই-তে ভর্তি প্রক্রিয়া
১. প্রথম ধাপঃ এএমআইই-তে ভর্তির জন্য সর্বপ্রথম আপনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র ঢাকা, রাজশাহী, খুলনা কিংবা চট্টগ্রাম শাখার যেকোনো একটি শাখায় এসে ডিপোজিট স্লিপ সংগ্রহ করতে হবে ।
২. দ্বিতীয় ধাপঃ ডিপোজিট স্লিপের মাধ্যমে মারকেন্টাইল ব্যাংকের আইইবি শাখা অথবা যেকোনো শাখায় ৩২০০ টাকা ডিপোজিট করুন ।
৩. তৃতীয় ধাপঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র ঢাকা, রাজশাহী, খুলনা কিংবা চট্টগ্রাম শাখার যেকোনো একটি শাখায় এসে ডিপোজিট স্লিপ এর কপি দেখিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করুন এবং যথাযথভাবে পূরণ করে নিম্নলিখিত কাগজপত্রসহ জমা দিন ।
ভর্তির জন্য ভর্তি ফর্মের সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হবেঃ
১. এসএসসির সার্টিফিকেট-এর সত্যায়িত ফটোকপি ।
২. এসএসসির মার্কশিট-এর সত্যায়িত ফটোকপি ।
৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং -এর ৮ম সেমিস্টারের মার্কশিটের সত্যায়িত ফটোকপি ।
৪. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং -এর মূল সনদপত্র অথবা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট-এর সত্যায়িত ফটোকপি ।
৫. সর্বশেষ প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ।
৬. ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ।
* সকল কাগজপত্র এবং ছবি সত্যায়িত করাতে হবে "বিএসসি ইঞ্জিনিয়ার এবং একই সাথে আইইবি-র মেম্বার" দ্বারা । বিএসসি ইঞ্জিনিয়ার এবং আইইবি-র মেম্বার না হলে, সত্যায়িত গ্রহণযোগ্য নয়।
* ভর্তির জন্য সবমিলিয়ে ৩২০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে, এছাড়া কাউকে কোনরূপ অর্থ প্রদানের প্রয়োজন নেই ।
|